পাহাড়ের শীতার্ত মানুষের পাশে দাঁড়াই
পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে বসবাসরত আদিবাসী সম্প্রদায়ের মানুষ,অনেকেই প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায়, এই শীত মৌসুমে দুর্দশা জীবন অতিবাহিত করে। আর্থিক অসচ্ছলতা থাকার কারণে শীত নিবারণের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে পারেনা। সেইজন্য "বাংলাদেশ কমিউনিটি ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ" এই শীতে জর্জরিত পাহাড়ের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, "শীতবস্ত্র বিতরণ ২০২১" উদ্যোগটি গ্রহণ করেছে। আমরা সমাজের সহ্দয়বান মানুষদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করছি। সকলের সাধ্যমত অনুদান সংগ্রহের পরবর্তীতে, যাবতীয় শীতবস্ত্র ক্রয় করে আমরা পাহাড়ের শীতার্ত মানুষের কাছে পৌঁছে দিব। আমরা বিশ্বাস করি, কিছুটা হলেও পাহাড়ের শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য সাহায্যের হাত বাড়িতে দিতে পারবো।
উক্ত উদ্যোগটি সফল করার জন্য সমাজের সহ্দয়বান মানুষের সহযোগিতা একান্তই কাম্য। যারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আপনাদের অনুমতি স্বাপেক্ষে অনুদানকারীদের নামের তালিকা ও অনুদানের মোট হিসাব ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে এবং উদ্যোগটি সম্পন্ন হলে অনুদানের যাবতীয় হিসাবও (শীতবস্ত্র ক্রয়/খরচসমুহ) সকলের জ্ঞাতার্থের জন্য আমাদের ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
01515209188 (bKash/Nagad- Personal)
প্রয়োজনে যোগাযোগ করুন:
প্রবীন ত্রিপুরা- 01515209188
জাডিল মৃ- 01836821232
(এই ক্যাম্পেইনের ফান্ড সংগ্রহ জানুয়ারী ৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।)
No comments