মেয়ে
জা'ডিল মৃ
উৎসর্গ- প্রবীণ ত্রিপুরা (বন্ধু)
মেয়ে আমায় প্রেম কর?
তুমি যে বললে সেদিন, আমায় ভালোবাসো!
তখন কি তুমি মেয়ে ছিলে,নাকি অন্য কিছু?
আজ কেমন যেন সন্দেহ হলো।
জানো,তোমার ভালোবাসা প্রতিজ্ঞার পর
এক মন এক প্রাণ ভেবে এসেছিলাম।
জানো,বৃষ্টির দিনে এক কাপ চা হাতে সিগারেট নিয়ে
কত রকমে ভালোবাসার স্বপ্ন বুনেছিলাম,তার কোন ইয়ত্তা নেই।
এই তো সেদিন,গাঢ় অন্ধাকার রাতে ল্যাম্ব পোস্টে দাঁড়িয়ে তোমায় চুম্বন করতে চেয়েছিলাম,
তখন তুমি সাড়া দাওনি, তাই জোর করার সাহসও পায়নি।
তারপরে, ক্যাপাসের টং দোকানে দাঁড়িয়ে চাঁদের আলোয় চা খেতে চেয়েছিলাম
জোঁনাকি আলোয় গ্রামের আঁকা বাঁকা পথে হাঁটব বলে ভেবে রেখেছিলাম।
ওই দূর পাহাড়ে আদিবাসী গ্রামে নিয়ে যেতাম
কত বার তুমি দেখতে চেয়েছিলে।
জানো তো মেয়ে, তোমায় আমি খুব ভালোবাসতাম।
এই তো সেদিন পর্যন্ত আমায় কত ভালোবাসতে
কত বার আমার হাত ধরে বলেছিলে
আমি শুধু তোমায় প্রেম করব
সেই কথা কবে যে ভুলে গেলে?
হঠাৎ করে কেমন যেন পাল্টে গেল
আমি তোমায় ভালোবেসেছিলাম, সত্যি।
কিন্তুু তবে আজকে কেন আমার উপর এত অবহেলা
আমার দোষ যদি থাকে, ধরিয়ে দিতে পারতে
আমি তো তোমাকে কোন কিছু না করতাম না
কত স্বাধীনতা,কত প্রেম, কত ভালোবাসা দিয়েছিলাম
নাকি সেগুলো দেওয়া আমার ভুল ছিলো?
তুমি কি শরীর শরীর খেলা চেয়েছিলে
তুমি তো আমায় কোন দিন বলনি?
আমি তো ভেবেছিলাম তোমার সব কথা আমায় বলো
কোন দিন মনে হয়নি কোন কথা লুকাছো।
মেয়ে, সত্যি তোমাকে আমি বুঝেনি নাকি বু্ঝতে দাওনি?সেটা কি আমার ব্যর্থতা!
গোপনে গোপনে আমার উপর খুব রাগ ছিলো
কই, তুমি তো কোন দিন বলনি?
মেয়ে,আমাকে কষ্ট দিয়ে ভালো থাকবে তো?
আমাকে ছাড়া যদি ভালো মনে কর, তাই করো
তোমার ব্যক্তিগত সিদ্ধান্তে আমার বলার কিছু নাই।
মেয়ে,আজকাল খুব নিজেকে সময় দিচ্ছি
সময় কিভাবে যেন চলে যায়,শনি-রবি খেয়াল থাকে না,ভাবছো মনভুলা তা নয় ব্যস্ততায়।
জানো,তোমার জন্য আমার জীবন পড়ে থাকবে না
আমার ভবিষ্যত,আমার জীবন
তোমার জন্য হা হুতাশন করবে না।
ঢের অনেক সময় বাকি আমিও নতুন সঙ্গী পেয়ে যাব
কোন দিন তোমার কথা মনে রাখবনা, দেখে নিও।
মেয়ে,আমার কাছে আর ফিরে আসতে চেওনা
আমি অতীতে ফিরে দেখব না,যা হয়েছে তা তো হয়েছে।
শুধু এটুকু চাওয়া থাকবে, যদি কোন দিন কোন জায়গায় দেখা হয়,
তোমার কাছে যেন শুধু শুনতে পাই, তুমি অনেক ভালো আছো।
তাতেই আমি খুশি।
তোমার কাছে এত প্রশ্ন,এত অভিযোগ,না পাওয়া স্বপ্ন
সব কিছু একটি কথায় ভুলে যাব ।
আমি সবসময় চাই তুমি ভালো থাক,যা আগেও চেয়েছিলাম,সেটা তো তুমি জানোই।
যদি কোন দিন বিপদে পড়ে থাক,আমার কাছে চাইতে দ্বিধা কর না,
তোমার জন্য সাহায্যের হাত সবসময় খোলা থাকবে।
আবার যদি মনে কর, তোমার সিদ্ধান্ত ভুল ছিল
কখনো আমি চাই না সেটা তুমি মনে কর।
সবসময় নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রেখ
জানোই তো, তুমি তো এখন ছোট না, ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছিলে,
হয়তো আমাকে তোমার আর প্রয়োজন নেই।
তোমার যতটুকু প্রেম পেয়েছি, আমাকে দিয়েছো
তাতেই আমি খুশি,খুব যত্ন করে আগলে রাখব
নিশ্চিত থেকো কোন দিন অবহেলা হতে দিব না।
তোমার আগে যদি মরে যায় একহাত মাটি দিতে এসো,
আমার জন্য তোমায় কান্না করতে হবে না, শুধু এক মুঠো মাটি দিও আমার কবর খানায়।
মেয়ে, সব সত্ত্বেও কোন একদিন তোমায় আমি খুব ভালোবেসেছিলাম।
আমার আর সে ভালোবাসা নেই,সেই কবেই তুমি ভোতা করে দিয়েছ ,
বলেছ আমাকে আর তোমার প্রয়োজন নেই।
মেয়ে,আমার সারাজীবন চাওয়া থাকবে, ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে
তুমি ভালো থাকবে,সব সময় ভালো থাকবে।
সত্যি বলছি মেয়ে,তোমায় খুব ভালোবাসতাম।
ছবি:কল্পিত |
উৎসর্গ- প্রবীণ ত্রিপুরা (বন্ধু)
মেয়ে আমায় প্রেম কর?
তুমি যে বললে সেদিন, আমায় ভালোবাসো!
তখন কি তুমি মেয়ে ছিলে,নাকি অন্য কিছু?
আজ কেমন যেন সন্দেহ হলো।
জানো,তোমার ভালোবাসা প্রতিজ্ঞার পর
এক মন এক প্রাণ ভেবে এসেছিলাম।
জানো,বৃষ্টির দিনে এক কাপ চা হাতে সিগারেট নিয়ে
কত রকমে ভালোবাসার স্বপ্ন বুনেছিলাম,তার কোন ইয়ত্তা নেই।
এই তো সেদিন,গাঢ় অন্ধাকার রাতে ল্যাম্ব পোস্টে দাঁড়িয়ে তোমায় চুম্বন করতে চেয়েছিলাম,
তখন তুমি সাড়া দাওনি, তাই জোর করার সাহসও পায়নি।
তারপরে, ক্যাপাসের টং দোকানে দাঁড়িয়ে চাঁদের আলোয় চা খেতে চেয়েছিলাম
জোঁনাকি আলোয় গ্রামের আঁকা বাঁকা পথে হাঁটব বলে ভেবে রেখেছিলাম।
ওই দূর পাহাড়ে আদিবাসী গ্রামে নিয়ে যেতাম
কত বার তুমি দেখতে চেয়েছিলে।
জানো তো মেয়ে, তোমায় আমি খুব ভালোবাসতাম।
এই তো সেদিন পর্যন্ত আমায় কত ভালোবাসতে
কত বার আমার হাত ধরে বলেছিলে
আমি শুধু তোমায় প্রেম করব
সেই কথা কবে যে ভুলে গেলে?
হঠাৎ করে কেমন যেন পাল্টে গেল
আমি তোমায় ভালোবেসেছিলাম, সত্যি।
কিন্তুু তবে আজকে কেন আমার উপর এত অবহেলা
আমার দোষ যদি থাকে, ধরিয়ে দিতে পারতে
আমি তো তোমাকে কোন কিছু না করতাম না
কত স্বাধীনতা,কত প্রেম, কত ভালোবাসা দিয়েছিলাম
নাকি সেগুলো দেওয়া আমার ভুল ছিলো?
তুমি কি শরীর শরীর খেলা চেয়েছিলে
তুমি তো আমায় কোন দিন বলনি?
আমি তো ভেবেছিলাম তোমার সব কথা আমায় বলো
কোন দিন মনে হয়নি কোন কথা লুকাছো।
মেয়ে, সত্যি তোমাকে আমি বুঝেনি নাকি বু্ঝতে দাওনি?সেটা কি আমার ব্যর্থতা!
গোপনে গোপনে আমার উপর খুব রাগ ছিলো
কই, তুমি তো কোন দিন বলনি?
মেয়ে,আমাকে কষ্ট দিয়ে ভালো থাকবে তো?
আমাকে ছাড়া যদি ভালো মনে কর, তাই করো
তোমার ব্যক্তিগত সিদ্ধান্তে আমার বলার কিছু নাই।
মেয়ে,আজকাল খুব নিজেকে সময় দিচ্ছি
সময় কিভাবে যেন চলে যায়,শনি-রবি খেয়াল থাকে না,ভাবছো মনভুলা তা নয় ব্যস্ততায়।
জানো,তোমার জন্য আমার জীবন পড়ে থাকবে না
আমার ভবিষ্যত,আমার জীবন
তোমার জন্য হা হুতাশন করবে না।
ঢের অনেক সময় বাকি আমিও নতুন সঙ্গী পেয়ে যাব
কোন দিন তোমার কথা মনে রাখবনা, দেখে নিও।
মেয়ে,আমার কাছে আর ফিরে আসতে চেওনা
আমি অতীতে ফিরে দেখব না,যা হয়েছে তা তো হয়েছে।
শুধু এটুকু চাওয়া থাকবে, যদি কোন দিন কোন জায়গায় দেখা হয়,
তোমার কাছে যেন শুধু শুনতে পাই, তুমি অনেক ভালো আছো।
তাতেই আমি খুশি।
তোমার কাছে এত প্রশ্ন,এত অভিযোগ,না পাওয়া স্বপ্ন
সব কিছু একটি কথায় ভুলে যাব ।
আমি সবসময় চাই তুমি ভালো থাক,যা আগেও চেয়েছিলাম,সেটা তো তুমি জানোই।
যদি কোন দিন বিপদে পড়ে থাক,আমার কাছে চাইতে দ্বিধা কর না,
তোমার জন্য সাহায্যের হাত সবসময় খোলা থাকবে।
আবার যদি মনে কর, তোমার সিদ্ধান্ত ভুল ছিল
কখনো আমি চাই না সেটা তুমি মনে কর।
সবসময় নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস রেখ
জানোই তো, তুমি তো এখন ছোট না, ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছিলে,
হয়তো আমাকে তোমার আর প্রয়োজন নেই।
তোমার যতটুকু প্রেম পেয়েছি, আমাকে দিয়েছো
তাতেই আমি খুশি,খুব যত্ন করে আগলে রাখব
নিশ্চিত থেকো কোন দিন অবহেলা হতে দিব না।
তোমার আগে যদি মরে যায় একহাত মাটি দিতে এসো,
আমার জন্য তোমায় কান্না করতে হবে না, শুধু এক মুঠো মাটি দিও আমার কবর খানায়।
মেয়ে, সব সত্ত্বেও কোন একদিন তোমায় আমি খুব ভালোবেসেছিলাম।
আমার আর সে ভালোবাসা নেই,সেই কবেই তুমি ভোতা করে দিয়েছ ,
বলেছ আমাকে আর তোমার প্রয়োজন নেই।
মেয়ে,আমার সারাজীবন চাওয়া থাকবে, ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে
তুমি ভালো থাকবে,সব সময় ভালো থাকবে।
সত্যি বলছি মেয়ে,তোমায় খুব ভালোবাসতাম।
No comments