সবকিছু
সবকিছু
জাডিল মৃ
সবকিছু ছাড়িয়ে দু'হাত বাড়িয়ে
এই প্রান্ত থেকে অপর প্রান্ত ছুঁতে চলা
আমার জীবন, আমার সিদ্ধাত
বাঁধাহীন জীবনযাপনের স্বাদ পাওয়া
সবকিছু ছাড়িয়ে আজ আমি একা।
জীবনের যত ক্লান্তি, মিশিয়ে দিলাম শালবনে
শালবনের ভেতর যত শান্তি পাবো কি শহরে?
জীবনের ব্যস্ততম রাতদিন দিলাম ছুটি
শালবন কে সময় দিলাম প্রকৃতিপ্রেমী!
স্থান-বোয়ালমারা,হালুয়াঘাট, ময়মনসিংহ।
No comments