লাল সংকেত!
লাল সংকেত!
ফা রাজা পরেশ চন্দ্র মৃ |
কালকে গারোদের অবিসংবাদিত নেতা ফা রাজা পরেশ চন্দ্র মৃ এর মৃত্যুবার্ষিকী। ২৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হবে।বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হবেন।ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করবেন। উনার যাবিত জীবনের কর্মযজ্ঞ এবং জাতির প্রতি অবদানের কথা তুলে ধরবেন।উনার কাজের মূল্যায়ন যেমন কষ্টসাধ্য কাজ এবং উনার কাজের অবদান অপরিসীম। ফা পরেশ চন্দ্র মৃ যে কাজ করেগেছেন,তা জাতির জন্য আগে যেমন প্রাসঙ্গিক ছিলো, তা আজ অবধি বর্তমান।বর্তমানে স্বার্থান্বেষী কিছু ব্যক্তি ফা পরেশ চন্দ্র মৃ এর কাজ অস্বীকার করতে চাই।যার নেতৃত্বে "জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ" মধুপুর গড়াঞ্চলে (অাবিমাতে) আদিবাসীদের অধিকার আদায়ে একটি বৃহত্তর সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন তিনি সকল কে নিয়ে মাতৃ সংগঠন গড়ে তোলেন। কিন্তু আজকে বর্তমান সময়ে মাতৃ সংগঠনের সাথে জড়িত থেকে, মাতৃ সংগঠনের নাম ভাঙ্গিয়ে জাতির জন্য কল্যাণকর না,এমন সিদ্ধাতে মত দেওয়া সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা,সেই নেতৃত্বের কাছে জনগণ/আম জনতা কিছু প্রত্যাশা করতে পারে না।ফা পরেশ চন্দ্র মৃ এর কর্মযজ্ঞ আগে যেমন প্রাসঙ্গিক ছিল, আজকে সংকটপূর্ন মুহূর্তে প্রাসঙ্গিক।
কিছু নেতৃবৃন্দ জাতির জন্য লাল সংকেত।সে-ই লাল সংকেত কে ছুঁড়ে ফেলে দিতে হবে।লাল সংকেত প্রশ্রয় দেওয়া মানে জাতির সর্বনাশ।
No comments