আমার ছোটবেলার ইশকুল (স্কুল), স্মৃতি হাতড়ে বেড়ায়।। প্রথম পর্ব।।

আমার ছোটবেলার ইশকুল (স্কুল), স্মৃতি হাতড়ে বেড়ায়।। প্রথম পর্ব।।

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার



ছবি:বন্ধুবর ইমন।




প্রথমেই বলে রাখি এই ইশকুলটি"চার্চ অব বাংলাদেশ" দ্বারা পরিচালিত মিশনারি একটি ইশকুল।যে ইশকুলটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ খ্রিষ্টাব্দে।সময়ের দাবিতে এখন ইশকুল'টি হাই স্কুল হওয়ার প্রযোজ্য, তবে কেন হচ্ছে না; জানি না। শুনেছি ক্লাশ সপ্তম নাকি অষ্টম পর্যন্ত চালু হয়েছে (সঠিক জানি না)।



আমার ছোটবেলার প্রিয় ইশকুল।যে ইশকুলে কেজিতে দুই বছর পড়েছি।ফেল করেছি বলে নয়, ভয় পেয়েছিলাম বলে পরবর্তী ক্লাশে উঠিনি। প্রথম যখন ইশকুলে পড়তাম,তখন বার বার স্কুলের নাম মুখস্থ করানো হতো।আমরা সবাই মিলে বলতাম,"থানারবাইদ কে.আর প্রাথমিক বিদ্যালয়",""থানারবাইদ কে.আর প্রাথমিক বিদ্যালয়","থানারবাইদ কে.আর প্রাথমিক বিদ্যালয়"...


যে বিদ্যালয়ে আমার দিন কেটেছে, সময় পেলেই ছুটে যায় এক পলক দেখবো বলে।যখন আমার ছোট বোন ভাই এই ইশকুলে যেতো(পড়তো), তখন মাঝে মাঝে হোন্ডায় করে তাদের কে সকালবেলা নিয়ে যেতাম।যখন তাদের(বোন এবং ভাই) কে নিয়ে যেতাম নিজেকে বড় ভাই মনে হতো।যারা তখন ইশকুলে ছিল তাদের কে দেখানোর একটা ভাব ছিল , আমিও এই ইশকুলে পড়েছি, আমি এখন তোদের বড় ভাই,তবে সাবেক।  সবার মতো আমারো অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কু্লটি কে ঘিরে,অনেক স্মৃতি।



মনে পড়ে, যখন ক্লাশ ফাইভে ছিলাম তখন এক বান্ধবীর বিয়ে হয়ে যায়।তার সাথে আর কোনদিন দেখা হয়নি।অনেক বছর গড়িয়েছে, কারো সাথে যোগাযোগ নেই, তবে আমার খুব মনে পড়ে স্মৃতি হাতড়ে বেড়ায়।যতদূর শুনেছি,  বন্ধু বা বান্ধবী সবাই মোটামোটি বিবাহিত, আমরা ক'জন বাদে।অনেক জনের বাচ্চা বড় হয়েগেছে,হয়তো কয়দিন পর তাদের(বন্ধু বান্ধবীর সন্তান) বিয়ের বয়স হয়ে যাবে আরিকি! এমনো হতে পারে আমার বিয়ে হলে, সেই ছেলেটিও বিয়ের (সব সাময়িক)জন্য বায়না ধরবে,কে জানে?



অনেক বান্ধবীর সাথে মাঝে মাঝে দেখা হয়, তবে কথা হয় না। তারা ভীষণ লজ্জা পাই,কেন পাই জানি না।ছোটবেলায় তো তাদের সাথে একদম কথা বার্তা'ই হতো না, সেই জন্যই  বৈকি!আমার একটা স্বপ্ন আছে, প্রাইমারি ইশকুলে যারা আমার বন্ধু বা বান্ধবী ছিল, তাদের কারোর বিয়েতে যাওয়া, দাওয়াত খাওয়া বড়ই শখ।মাঝে সাঝে, এই সব চিন্তা করে শিহরিত হই,কেমন হবে ব্যাপারটা? উপল্ধির চেষ্টা করি মাত্র।



ইশকুলের জাতীয় সংগীত গান গাওয়া প্যারা মনে হতো, কতবার যে পালিয়ে গিয়েছি,পাশের কলা বাগানে লুকিয়েছি ,ধরা খেয়েছি, মনে নেই।তবে, তখন খুব মজা লাগতো যখন অপ্রত্যাশিত ভাবে কোন কারণে ক্লাশ হতো না বা নাম ডাকার পরেই ইশকুল ছুটি।মনে হতো স্বর্গের সুখ হাতে পেলাম।কেন না, আমি অনেক সময় পড়া পারতাম না, ভালো ছাত্র ছিলাম না বিধায় সবসময়  ইশকুল এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম।ভালো ছাত্র ছিলাম না বলতে আমার কোন লজ্জা  নেই, কেন জানি গর্ব করে বলতে ইচ্ছে করে টাইনা টুইনা পাশ করেছিলাম, এখনো করি।তবে সবগুলো এক চান্সে পাশ,কি মজা!!এক চান্সে পাশ বললে নিশ্চয় মহাভারত অশুদ্ধ হবে না!



মনে যা আসছে, তাই লিখছি, হয়তো ভবিষ্যতে আরো লিখবি পার্ট ২.৩.৪ কিংবা ১০।
নিচে যে ভিডিও'টি দেওয়া আছে, আমার এবং আমাদের স্কুলের দৃশ্য।ছোটবেলায় যা দেখেছি, এখনো তেমনি আছে তবে সামান্য এদিক সেদিক পরিবর্তন হয়েছে, তবে বাদবাকি ঠিক আছে।আরেকদিন আমার ইশকুল নিয়ে আরো কথা হবে।সবাইকে ধন্যবাদ লেখাটি পড়ার জন্য...










No comments

Theme images by saw. Powered by Blogger.