"তাই, ঈশ্বর এনে দিলো লুকানো বেনসন।"


"তাই, ঈশ্বর এনে দিলো লুকানো বেনসন।"

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার


ছবি:জাডিল মৃ।⇳↞❤




"তাই, ঈশ্বর এনে দিলো লুকানো বেনসন।"
এই ডায়লগের পিছনের কাহিনী'টা আপনাদের জানাতে চাই।



সেদিন, সময়ের পরিক্রমায় পৌঁছে গিয়েছিলাম আ'বিমা (মধুপুর) এলাকায়।নিজের পরিবারের কিছু ভিডিও'র কাজ ছিল, সাথে কিছু মানুষের সানিধ্য পাওয়ার আঙ্ক্ষাকা লোভ সামলাতে পারিনি।কাজের ফাঁকে ফাঁকে প্রিয় মানুষদের সাথে দারুণ সময় কেটেছে।যে যাই বলুক, যদি আমি বলি আ'চিক মান্দি এলাকার মধ্যে যতগুলো গ্রাম আছে তাদের মধ্যে বিশেষ এলাকা বা বিশেষত্ব আছে আ'বিমা এলাকায়, তবললে কী ভুল হবে?সেটা নানা কারণে হতে পারে।অনেক লেখাতেই বলেছি, আমি যতগুলো গারো গ্রাম ঘুরেছি দেখেছি আ'বিমার মতো কোন এলাকা দেখিনি।নিজের এলাকা নিজেই প্রশংসা করি!সবাই করে, আমিও করি।



যখন কোন ভালো কাজ হয় বা নিজের জন্য বা কাছের মানুষের জন্য,তখন অজান্তেই মুখে কথামালা এসে পড়ে, ঈশ্বর ভালোর জন্যই করেছেন।কিন্তুু খারাপ মুহূর্তে হয়তো বলতে ভুলে যাই, ঈশ্বর ভালোর জন্যই করেছেন! কে জানে?
ভালো খারাপ মিলে'ই সবকিছু, আলো-অন্ধকার,সময় -অসময়,যাওয়া-আসা,বাম-ডান, ইচ্ছা-অনিচ্ছা .....ইত্যাদি।



সেদিনের কথা বলছিলাম,অপ্রত্যাশিত ভাবেই চুনিয়া গ্রামে রাত ৩ টা পর্যন্ত আড্ডা চলে।আড্ডার আসরে আমরা অনেক জন ছিলাম, শাওন দা,পরাগ দা,শ্যাম দা,তিতিল দি,ওয়েলশন দা,বন্ধুবর ইমন ও থৈয়াই।আমাদের আড্ডা জমেছিল বিভিন্ন কারণে, আরো কিছু " চু " থাকলে,সকালে সূর্যের সাথে নিশ্চিত সাক্ষাৎ হতো।আমরা যতজন সেখানে ছিলাম, প্রত্যেকে বিভিন্ন কাজের সাথে যুক্ত বিধায়, বিভিন্ন জনের বিভিন্ন মত, যুক্তির উপর পাল্টা যুক্তি। এই ভাবেই চলতে থাকে আমাদের আড্ডা।মনে রাখার মতো একটি রাত।



চু শেষ হচ্ছে, সিগারেট শেষ হচ্ছে, রাত গভীর হচ্ছে সকাল আসবে বলে।কথায় আছে না,রাত যত গভীর হয় সকাল তত সন্নিকট। সময় যাচ্ছে, আমাদের আড্ডা জমে উঠেছে।নানা কথার মাঝে, সময়ের তালে তালে বন্ধুবর কাছ থেকে বের হয়ে আসলো প্যাকেট থেকে বেনসন।সেইখান থেকে পরাগ দা'র উল্লেখ্যযোগ্য এবং মনে রাখার মতো একটি ডায়লগ দিয়েছেন, "তাই,ঈশ্বর এনে দিলো লুকানো বেনসন"।
যথার্থ ভাবে অর্থ বুঝতে হবে, না হলে বিপদ!!


(বি:দ্র-আরো অনেক ডায়লগ ছিল তবে যথা সময়ে নোট করতে পারি নাই বিধায় এই একটি মাত্র ডায়লগ লেখা সম্ভব হয়েছে।)








No comments

Theme images by saw. Powered by Blogger.