যত'দিন যাই।।জাডিল মৃ।।

যত'দিন যাই

জাডিল মৃ(Jadil Mri)

ছবি-জাডিল মৃ।



সম্প্রতি করোনাভাইরাসের কারণে বাড়িতেই থাকছি।যা এত বছর দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকার সুযোগ হয়নি।তবে সৌভাগ্যের ব্যাপার বলো কিংবা উপলব্ধির জায়গা বলো, নিজের চোখে অনেক কিছুই দেখছি।যা দেখছি তাতে নিজেই আতঙ্কে আছি/থাকছি।মাঝে মাঝে খুব ভয় হয়;মৃত্যুর আগেই না হয়, সব দেখে যেতে হবে।যা কল্পনার বাইরে ছিল তা সব বাস্তবে হয়ে যাবে।সাজানো সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, তারা উল্লাসে মেতে উঠবে।চারিদিকে শুধু হাহাকার আফসোস আর অপ্রাপ্তি গ্রাস করবে।

যত'দিন যাই গারো গ্রাম সংকচিত হয়
যত'দিন যাই বন জঙ্গল সংকচিত হয়
যত'দিন যাই ভূমি কমতে থাকে
যত'দিন যাই গাছ লতাপাতা কমে যায়
যত'দিন যাই প্রাণ প্রকৃতি ধ্বংসের দ্বারপ্রান্তে
যত'দিন যাই প্রচলিত প্রথা শেষ সীমানায়
যত'দিন যাই সবকিছু ব্যক্তিকেন্দ্রিক হতে থাকে
যত'দিন যাই একা একা লাগে
যত'দিন যাই বৃদ্ধরা মরে যায়
যত'দিন যাই স্বার্থপর নেতা তৈরি হয়
যত'দিন যাই মানুষ হিংস্র হতে থাকে
যত'দিন যাই মানবিক মূল্যবোধ হ্রাস পায়
যত'দিন যাই গারোদের শক্তি কমতে থাকে
যত'দিন যাই অসহায়ের রুপ প্রকাশ পেতে থাকে
যত'দিন যাই চরম বিশ্বাসঘাতকতা তৈরি হয়
যত'দিন যাই দুই নাম্বার লোক স্বগর্বে থাকে,বাস করে
যত'দিন যাই আফসোস বাড়তে থাকে
যত'দিন যাই......বিষণ্ণতা গ্রাস করে

যত'দিন যাই.....

যত'দিন যাই মনে হয় আদিবাসী হিসাবে জন্মানো মানেই পাপ।আচ্ছা নিজেকে পাপী হিসাবে, অপরাধী হিসাবে ভাবতে কে বাধ্য করেছে!! কার কাছে বলবো, আমার মনের কথা?সে কি শুনবে, তাকে তো বহুবার বলেছি,কতবার বলতে হবে।বলার ভাষা যে আর নেই।আমি জানি সে আমাকে পাপী,অপরাধী ভাবতে বাধ্য করেছে।সে সেটাই তো চাই, যাতে আমি আমরা মরে যাই,চিরদিনের জন্য,চিরকালের জন্য।

তোমার পরিকল্পনা মতো, গারো জাতি বলো আদিবাসী বলো ধ্বংস হয়ে যাচ্ছে দিন কে দিন।তোমার চিন্তা নেই,বেশিদিন অপেক্ষা করতে হবে না,আমরা এই পৃথিবী থেকে হারিয়ে যাবো। তখন তোমার মুখে হাসি ফুটবে অজস্র।তুমি ভালো থেকো,তোমার কল্যাণ হোক,মঙ্গল হোক।তবে বিশ্বাস করি একদিন অন্ধকারে ঘরে আলো ফুটবেই।




1 comment:

  1. What Does A Casino Have in Its Name
    Casino 골인 벳 먹튀 Holdem; Casino 토토 사이트 신고 Holdem; Casino 저녁 메뉴 추천 룰렛 Holdem; Casino Holdem; Casino Holdem; Casino Holdem; 울산 대딸 Casino Holdem; Casino Holdem; 커뮤니티 사이트 Casino Holdem

    ReplyDelete

Theme images by saw. Powered by Blogger.