আদিবাসীরা নিজেদের কে "মানুষ" ভাবে!।। জাডিল মৃ।।
আদিবাসীরা নিজেদের কে "মানুষ" ভাবে!
জাডিল মৃ(Jadil Mri)
১.
সরকারি অন্তর্ভুন্ত বর্তমানে ৫০টি'র মতো আদিবাসী জাতিগোষ্ঠীর কথা বলা হয়েছে।আদিবাসী কী বা কাকে বলে বা আদিবাসী নাকি উপজাতী ইত্যাদি বিষয়ে এই দেশে নানা মত,আলোচনা-সমালোচনা,যুক্তি, পাল্টা যুক্তি তো রয়েছেই।সেদিকে নাইবা গেলাম।আজকের মূলকথা, 'আদিবাসীরা নিজেদের কে মানুষ ভাবে' ও ভাবে কিনা!বাংলাদেশে বসবাসরত প্রত্যেক জাতিগোষ্ঠীর আলাদা সংস্কৃতি,ঐতিহ্য,কৃষ্টি, ইতিহাস,প্রচলিত আইন, নিয়মকানুন,কৃত্য ও কৃত্য কেন্দ্রিক নানা অনুষ্ঠান রয়েছে।যা সত্যিই ইউনিক ও গর্বের বিষয়।অর্থাৎ বাগানে যেমন অনেক ফুল থাকলে সুন্দর দেখায় বৈচিত্র্যময় হয়;তেমনি আদিবাসী আছে বলেই দেশটা বিভিন্ন জাতিগোষ্ঠীর আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য চমৎকার সুন্দর দেখায়।তবে অনেকেই তা বুঝতে চাই না।বরং অন্য ফুলগুলো তুলে ফেলতে চাই।
২.
যখন সঞ্জীব দ্রং এর "আদিবাসী মেয়ে" বইটি পড়ছিলাম তখন কোন এক জায়গায় দেখেছিলাম আদিবাসীদের নামের অর্থ বাংলা করলে দাঁড়ায় 'মানুষ'।তখন থেকেই মাথায় বার বার আসছিল, "সত্যিই তো!আদিবাসীরা নিজেদের কে মানুষ ভাবে।মানুষ ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করে"।সে-ই ভাবনার জায়গা থেকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো বলে মনস্থির করলাম।
৩.
যে ক'টি আদিবাসীর নাম পেয়েছি বা জাতির নাম পেয়েছি তা নিচে উল্লেখ্য করা হলো-
পৃথিবীতে অনেক আদিবাসী জাতি আছে,যাদের নামের অর্থ 'মানুষ'।গারোরা নিজেদের পরিচয় দেয় 'মান্দি' হিসেবে।মান্দি অর্থ মানুষ।সাঁওতালরা নিজেদের পরিচয় দেয় 'হড়' বলে।হড় অর্থ মানুষ।অতীতে বম আদিবাসীরা নিজেদের 'লাই' বা 'লাইমি' বলতো-লাইমি অর্থও মানুষ।বান্দরবান ও রাঙামাটি জেলায় ম্রো আদিবাসী। 'ম্রো' শব্দের অর্থও মানুষ।
('ম্রো' প্রবন্ধে ৭২ পৃষ্টায় লেখা আছে)
আমরা যদি আরো দেখি তাহলে দেখতে পাবো-
(১)ত্রিপুরা ভাষায়-ককবরক অর্থ হচ্ছে 'মানুষের ভাষা'। কক মানে ভাষা, বরক মানে মানুষ অর্থাৎ ত্রিপুরাদের বোঝায়।অর্থাৎ যারা ইতিহাস সচেতন তারা "বরক" বলে পরিচয় দেয়।
(২)আবার গঞ্জু জাতির বাংলা অর্থ 'আত্নত্যাগ করে বাঁচা মানুষ'।
(৩) চাকমা জাতির বাংলা অর্থও 'মানুষ'।
(৪)রাখাইন জাতি নিজেরা নিজেদের পরিচয় দিতে, 'রাখাইংসা বা রাখাইনসা = এখানে সা(Tsa)[, tsa তে t এর ব্যবহার খুব হালকা] মানে 'সন্তান'।
(৫) মারমা জাতি বাংলা অর্্থও মানুষ।
৪.
যাহোক,এমনি করে অন্যান্য জাতিগোষ্ঠীর নাম সম্পর্কে গবেষণা করলেও হয়তো পাওয়া যাবে সে-ই জাতিগোষ্ঠীর নামের অর্থ "মানুষ"।তবে গবেষণামূলক/অনুসন্ধানের ব্যাপার আছে।হাতে যা তথ্য পেলাম তাতে কেমন যেন কাকতালীয় ব্যাপার মনে হলো।কেন বলুন তো?কারণ যাদেরকে আমরা আদিবাসী বলি সে-সব জাতিগোষ্ঠীগুলো নিজেদের কে "মানুষ" হিসাবে ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে এবং ভালোবাসে।নিজেদের কে "মানুষ"হিসাবে চিন্তা করা বা ভাবনার মধ্যে আনা চারটিখানি কথা নয়।যা আদিবাসীরা পারে, পেরেছে।*অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতে কিংবা চিন্তা করতে আগে নিজেকে "মানুষ" হিসাবে চিন্তা-ভাবনা করা অতি জরুরি।অবশ্য 'অসাম্প্রদায়িক' শব্দ ধারণ করা চারটিখানি কথা নয়।
অন্যদিকে,
হয়তো বিস্তর গবেষণা করলে আরো পাওয়া যেতো যে, অমুক জাতির বাংলা অর্থ মানুষ।যা সময় সাপেক্ষ ব্যাপার।আপনাদের কারোর ইচ্ছা থাকলে তা পর্যালোচনা কিংবা গবেষণামূলক ও অনুসন্ধান করে দেখতে পারেন। তাদের জন্য অগ্রিম "শুভ কামনা"।ধন্যবাদ।
No comments