গারো ভাষায় ওয়েবসাইট, "almega-mediums.com."



গারো ভাষায় ওয়েবসাইট, "almega-mediums.com."
জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার








অনেক লেখাতে'ই বলেছি,বর্তমান গারো সমাজে ভাষার প্রতি কম করে হলেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।যা আশার আলো নিভু নিভু করে জ্বলে।  অনেকে নতুন করে ভাষা শিখছে,শেখানোর চেষ্টা করছে।এখন ভাষার শেখার অনেক প্লাটফর্ম রয়েছে। সহজেই আমরা সেখান থেকে শিখে নিতে পারি, যদি ইচ্ছা থাকে আরিকি!



গারো ভাষায় ডিকশনারি আছে, অ্যাপস আছে,ছোট বড় বই আছে,গবেষণামূলক গ্রন্থ আছে,আবার ই-বুক ওয়েবসাইট পর্যন্ত  আছে, আর কি চাই?যদি এমন হয় , যেখানে শুধু মাত্র গারো- আচিক ভাষায় লেখা থাকবে, কেমন হবে!চিন্তার কোন কারণ নেই সেটাও আছে।আছে বলেই আপনাদের সামনে ওয়েবসাইটি তুলে ধরছি।



ওয়েবসাইটে গারো-আ'চিক ভাষায়  অনেকগুলো লেখা আছে।যদিও আমি ভাষা গবেষক না তবে পড়ে দেখলাম, আমার কাছে Standard মনে হলো।এমন নিজস্ব লেখা আমি কোন ওয়েবসাইটে পাইনি।আপনার যদি আগ্রহ থাকে তাহলে ওয়েবসাইটি দেখতে পারেন।এই ওয়েবসাইট দেখে মনে হলো, যদি এমনটা করা যায়,একটা প্লাটফর্ম সৃষ্টি হবে।যেখানে, পৃথিবীর যে প্রান্তেই   গারো জাতিগোষ্ঠীর সদস্য  থাকুক না কেন,ভাষা চর্চা বা সাহিত্য চর্চা বা পড়ানো বা শেখানো যেতে পারে একটি ওয়েবসাইটের মাধ্যমে।



ওয়েবসাইট তো গেল,এবার অন্য চিন্তা করা যাক। আমি চাই যে কেউ ইউটিউব চ্যানেল খুলুক,যেখানে গারো শিশু বান্ধব চ্যানেল হবে।যেখানে পশু,পাখি,শাক-সবজি,ফলমূল, গাছের নাম,ছোট ছোট অংক এমনি করে কার্টুনেরর মাধ্যমে গারোদের লোককাহিনী, ঐহিত্য, সংস্কৃতি দেখাবে বু্ঝাবে মানে সবকিছুই থাকবে।কেন বলছি,কারণ বর্তমানে সবার হাতেই স্মার্টফোন। ছোটবাচ্চাদের এখন স্মার্টফোন খেলতে দেওয়া হয়।তারা বিভিন্ন রকমের ভিডিও দেখে,শেখার চেষ্টা করে।যদি এমন হয় বাচ্চারা নিজেদের সম্পর্কে জানবে, দেখে দেখে ভাষা সহ অনেক কিছুই শিখবে।ব্যাপারটা তো ভালোই হবে।

আপনাদের বুঝার সুবির্ধাতে কিছু ছবি যোগ করা হলো...










ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো..


2 comments:

Theme images by saw. Powered by Blogger.