"Notes Of A'rongga", এবং আমার স্বপ্ন ভঙ্গের কথা।
"Notes Of A'rongga", এবং আমার স্বপ্ন ভঙ্গের কথা।
জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার
ছবি:সংগ্রহীত |
"Notes Of A'rongga" গারোদের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ব্যান্ড।যে ব্যান্ড ভারত তো বটেই বাংলাদেশেও সমান জনপ্রিয়তা লাভ করেছে। এই ব্যান্ডটির সাথে প্রথম পরিচয় হয় 'Jajong-জাজং" গানের মাধ্যমে, যে গানটি প্রথম ইউটিউবে শুনি।প্রথম গান শুনা মাত্রই ব্যান্ডটির প্রতি আলাদা দুর্বলতা কাজ করেছিল।অফিশিয়াল কোন ইউটিউব চ্যানেল আছে কিনা তা দেখার চেষ্টা করেছিলাম,তবে সেটা নেই।কিন্তুু অনেক গান এবং ইন্টারভিউ আছে।
ব্যান্ডটির প্রতি আলাদা দুর্বলতার থাকার কারণে গত বছর বনানী ওয়ানগালাতে গিয়েছিলাম। যদি ব্যান্ডটি দেশে আসে তাহলে কি বসে থাকা যায়?নিশ্চয় না।বনানী ওয়ানগালা'তে ২০১৮ সালে ব্যান্ডটি আসার কথা ছিল।ব্যান্ডটির গান শুনতে এবং নিজের চোখে দর্শন করতে টাকা না থাকা সত্ত্বেও গিয়েছিলাম। শুধু মাত্র ব্যান্ডটির গান শুনবো বলে, ভাগ্যরেখা ভালো ছিল না বিধায় দেখাও হয়নি শুনাও হয়নি। যতদূর জানতে পেরেছিলাম বিভিন্ন সমস্যা থাকার কারণে ভোকাল বা ব্যান্ডের সদস্যগণ আসতে পারেনি।সেইবার,যে কারণে বনানী ওয়ানগালা গিয়েছিলাম,সেই স্বপ্ন ব্যর্থ মানে স্বপ্ন ভঙ্গ হয়ে যায়।
কিন্তুু আবার যখন ফেইসবুকের মারফতে দেখলাম "Notes of A'rongga" এই বছর আসবে ঢাকা বনানী ওয়ানগালা'তে, প্রথম বার স্বপ্ন ভঙ্গের কারণে তেমন আর যাওয়ার আগ্রহ হয়নি।মনে ভয় ছিল আবার যদি স্বপ্ন ভঙ্গ হয়ে যায়,প্রথম বারের মতো।শেষ পর্যন্ত যাওয়া হয়নি।তবে ভিডিও দেখে আফসোস হচ্ছে, গেলেই ভালো হতো নাকি!!
যাই হোক, আবার যদি ব্যান্ড আসে পরের বার কোন ভাবে মিস দেওয়া যাবে না।মনের ভেতর নিজেকে সান্ত্বনা দিয়ে রেখেছি এই বলে যে ব্যান্ডের সব মেম্বার তো আসেনি,পরের বার হয়তো সব মেম্বার আসবে।তখন দেখতে যাবো, একাই যেহেতু ফাটিয়ে দিলো,সব মেম্বার আসলে তো..আরো জোশ হবে!!
একদিকে ভালোই হলো ভারত ও বাংলাদেশের ব্যান্ডের সাথে কিংবা গারো গানের মধ্যে একটা সেতুবন্ধ তৈরি হলো বা সৃষ্টি হচ্ছে।একে অপরের সাথে যদি যোগাযোগ থাকে সম্পর্কগুলো গাঢ় হয়।এমনো দিন আসবে যখন ভারত কিংবা দেশে সম্মেলিত কনসার্ট হবে বা গানের আসর হবে।যে সম্পর্কের মাধ্যমে আ'চিক মান্দি(গারো) গান গুলো আরো সমৃদ্ধ হবে,নতুনত্ব পাবে।
"Notes Of A'rongga" ও ভোকালিস্ট এবং যারা উনার সাথে এসেছে সবার জন্য রইল শুভ কামনা। আশা করি পরবর্তীতে আবার আসবে এবং বিশ্বাস করি দেশের গারো ব্যান্ড ভারতে কনসার্ট করতে যাবে।
"Garo Jat Tangbachina,
Garo Band Tangbachina".
Garo Band Tangbachina".
No comments