সঞ্জীব দ্রং এর হাত থেকে পাওয়া, আমার প্রিয় জিনিস "বই


সঞ্জীব দ্রং এর হাত থেকে পাওয়া, আমার প্রিয় জিনিস "বই ।


জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার


প্রোগ্রামে অংশগ্রহণকারী 





গত ১৫ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, মধুপুর উপজেলা শোলাকুড়ী ইউনিয়ন পীরগাছা গ্রামে "থমথমানি নক" মিলনায়তনে ইন্ডিজেনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিস  (আইপিডিএস)আয়োজিত  দিনব্যাপী ইয়ুথ্য কনফারেন্স  সভা অনুষ্ঠিত হয়েছিল।দিনব্যাপী যুব সম্মেলনে স্থানীয় যুবক যুবতী ছাড়াও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।দিনটি ছিল যুবক যুবতীদের জন্য,সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, সমস্যা সামাধানের পথ খোঁজার চেষ্টা করেছি।তবে আমাদের জন্য সময় ছিল খুবই অল্প যার কারণে সবকিছুই তাড়াহুড়া করে আলোচনা বা প্রশ্নের উত্তর  কিংবা বিভিন্ন বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা  করতে হয়েছে।যদি দীর্ঘ সময় নিয়ে আলোচনা এবং সামাধানের পথ খোঁজার চেষ্টা করা যেতো,তাহলে সেটাই যুগোপযোগী ছিল।



আমাদের ক্যাম্পাস থেকে অংশগ্রহণকারী 




শেষ পর্যন্ত, আমরা আমাদের ক্যাম্পাস(বিশ্ববিদ্যালয়) থেকে ২০ জন যুবক যুবতী  সম্মেলনে গিয়েছিলাম।ক্যাম্পাস থেকে সকাল ৭ টায় রওনা দিয়ে ঠিক ৯ টায় পৌঁছে গিয়েছিলাম আবার সন্ধ্যায় ৭টায় রওনা দিয়ে ৮:৩০ মিনিটেই ক্যাম্পাসে পৌঁছে গিয়েছিলাম।আমার জন্য সবচেয়ে  মজার ব্যাপার হচ্ছে,ভাগ্য সহায় বিধায়  ঝামেলাবিহীন একটি প্রোগ্রাম বা ভ্রমণ ছিল।



কি বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা উহ্য রাখলাম।আমার বই পাওয়ার প্রাপ্তিটাই একটু শেয়ার করতে চাই এবং সেটাকে মূখ্য বিষয় হিসাবে বিবেচনা করতে চাই।


লেখখের পরিচয়

এই বইটি পেয়েছি।






আমাদের ক্যাম্পাসের দায়িত্বে আমি ছিলাম বিধায় হয়তো সামনে গিয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম।আমরা পাঁচ জন শিক্ষার্থীবৃন্দ সামনে গিয়ে কথা বলেছিলাম। সেখানে আলোচনা বা কথা বলার ধরণটা কেমন হলো জানি না তবে আলোচনা বা কিছু কথা বলার সুবাধে সঞ্জীব দ্রং এর হাত থেকে আমরা পাঁচ জন  উনার লেখা একটি করে বই পেয়েছিলাম।আমার প্রাপ্তির জায়গাটা আমার কাছে বিশাল।কারণ যখন ছোট ছিলাম তখন বিভিন্ন পত্রিকায় উনার কলাম পড়েছি। হাতে যদি কোন পত্রিকা বা বই থাকতো কিংবা উনার লেখা কোথাও পেতাম লোভ সামলাতে পারতাম না। কারণ উনি সবসময় আদিবাসীদের কথা লিখতেন, স্বপ্নের কথা,সম্ভাবনার কথা, প্রেরণামূলক কথা,সমস্যার কথা,উত্তরণের কথা আরো অনেক কিছু নিয়েই লিখতেন।





আমার প্রিয় লেখকদের মধ্যে সঞ্জীব দ্রং অন্যতম, শুধু মাত্র লেখক কেন বলছি?আসলে উনার ব্যক্তিত্বই আমাকে আর্কষণ করে।উনার সাথে যতগুলো প্রোগ্রাম করেছি বা সুযোগ হয়েছে কোনদিন বোরিং অনুভব করিনি।যাইহোক,উনার কাছ থেকে মানে উনার হাত থেকে বই নিয়েছি, আমার কাছে বিশাল কিছু! উনার নিজের লেখা বই, 

"ঈশ্বর সাঁওতালদের ভুলে গেছে "
প্রান্তিক সংখ্যালঘু আদিবাসী মানুষের
কান্না ও হাহাকারের চিত্র।

সঞ্জীব দ্রং


আপনার চাইলে রকমারি থেকে কিনে নিতে পারেন।রকমারিতে  উনার সবগুলো বই আছে,চাইলেই অন্যান্য বই দেখতে পারেন কিংবা নিতে পারেন।


রকমারি তে বইগুলো পাবেন।


১৫ নভেম্বর দিনটি, আমার জন্য একটি স্মরণীয় দিন হিসাবে থাকবে।প্রিয় লেখকের কাছ থেকে পাওয়া বই নিশ্চিয় আমার জন্য অনুপ্রেরণা তৈরি করবে কিংবা নতুনত্ব সৃষ্টি করবে।


No comments

Theme images by saw. Powered by Blogger.