আসকিপাড়ায় আমার এগারো(১১)জন সফরসঙ্গী।।গারো গ্রাম-৫।।


আসকিপাড়ায় আমরা বারো(১২)জন। 







অনেক বছর যাবৎ আসকিপাড়ায় যাওয়া হয়ে উঠেনি।যাবো যাবো করে এত বছর পর গেলাম,তাও আবার যেখানে যাওয়ার ইচ্ছা ছিল ;সেখানেই। যখন আমি খুব ছোট ছিলাম,তখন গারো ব্যাপ্টিষ্ট কনেভেনশন এর বড়সভা অনুষ্ঠিত হয়েছিল।কত সনে তা মনে নেই। মাঝখানে আবার পরাগ দার সাথে গিয়েছিলাম, তবে অল্প সময়ের জন্য।





আমার জীবনে ভ্রমণ অন্যতম পছন্দের বিষয়,যে প্রান্তে'ই যেতে বলা হয় না কেন বা সুযোগ থাকে পারতপক্ষে আমি কোনদিন না করি না।আমি জানি, জীবনের সময় খুবই অল্প। এই অল্প সময়টা'কে যতটুকু পারি ব্যবহার চেষ্টা করি।যদিও আমি খুবই অলস প্রকৃতি মানুষ,তবে ঘুরাফেরাতে অলস দূরে পাঠিয়ে দিতে কার্পণ্য করি না।সবেচেয়ে বেশি বার এই বছর ভ্রমণে বের হয়েছি, আশে পাশের কথা তো বাদি দিলাম,দূরদূরান্তে পর্যন্ত চলেগেছি।
যাক গে সেই সব কথা..





আসকিপাড়ায় আমরা বারো জন গিয়েছিলাম,মনেই হয়নি, আমরা কেউ কারো অপরিচিত। সবাই সবার সাথে সহজেই মিশেগেছি।যদিও কম সময় ছিলাম, তবে আমাদের মাঝে সম্পর্কটা অন্য মাত্রায় চলেগেছে। আমি দল বেঁধে যতগুলো ট্যুর বা প্রোগ্রামে গিয়েছি।কারো সাথে কথা হয় আবার হয়নি, কথা হলে গাঢ় সম্পর্ক হয়নি।তবে এই ট্যুর বা প্রোগ্রামে যারা গিয়েছে, সবার সাথেই কথা হয়েছে, মনে হয়েছে অনেক বছর ধরে চিনি।মামা কে(অলিক মৃ) অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কারণ আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে।আমরা যারা ছিলাম সবার মনমানসিকতা একে অপরের প্রতি ইতিবাচক ছিল।যদিও আমি সাইকোলজি বুঝি কম,তবুও হালকা ধারণা করতে পারি আরিকি!




জীবনে যতগুলো ট্যুর বা প্রোগ্রামে গিয়েছি তার মধ্যে বেস্ট হলো এই ট্যুর। জীবনে অনেক প্রোগ্রাম করেছি কিংবা ট্যুরে গিয়েছি,তবে আসকিপাড়া ট্যুরকেই সবচেয়ে গুরুত্ব দিবো। কেন না আমি সবেচেয়ে গুরুত্ব দিচ্ছি মানুষে মানুষের সম্পর্ক এবং ইতিবাচক দৃষ্টিকোণ। আমরা একে অপরের সাথে অপরিচিত থাকা সত্ত্বেও সবকিছু ছিল বোঝাপড়া মধ্যেই, আমরা একে অপরকে বুঝতে সক্ষম হয়েছিলাম।আরো খেয়াল করেছি, আমরা সবাই একি ধাঁচের ছিলাম,সেই জন্য বেশি সুবিধা হয়েছে।




আপনাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে,তবে ছবি দেখে সহজেই বুঝে নিতে পারেন।আমাদের ট্যুর বা ভ্রমণ অধ্যায় কেমন হয়েছে।অনেক প্রোগ্রামে, অনেকদিন থাকা সত্ত্বেও কথা বার্তা হয় না, সম্পর্ক তৈরি হয় না। তবে এই ট্যুর অল্প সময়ের মধ্যে আমাকে দিয়েছে মানুষে মানুষের সম্পর্ক এবং ইতিবাচক মনমানসিকতা।আমি জানি না, এই প্রোগ্রাম থেকে কে কি পেয়েছে।তবে আমি পেয়েছি অনেক কিছুই।এত অল্প সময়ের মধ্যে অনেক কিছু পাওয়া, আসলেই ভাগ্যের ব্যাপার।




আমি সাক্ষী দিচ্ছি,জীবনের সর্বশ্রেষ্ঠ ট্যুর বা প্রোগ্রাম আসকিপাড়া।যে প্রোগ্রামের কারণে আমরা বারো জন হয়েছিলাম।আমার, এগারো জনের সাথে নতুন করে পরিচিয় হয়েছে।
সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা।
আবার কোন একদিন দেখা হতেও পারে।সত্যি বলছি, এগারো জন সবাইকে আমার ভালো লেগেছে।

No comments

Theme images by saw. Powered by Blogger.