"ছায়াকানন উৎসব" Salkimbari কবির নিজ বাড়ি..

Jadil Mri



"ছায়াকানন উৎসব" Salkimbari কবির নিজ বাড়ি..


ছায়াকানন, Salkimbari 


যারা লেখালেখি করে তাদের সান্নিধ্যে আসা, আমার কাছের সৌভাগ্যের ব্যাপার মনে হয়।আমি সব সময় ইচ্ছা পোষণ করি লেখালেখির সাথে যারা যুক্ত তাদের কাছাকাছি থাকা তাদের কথা শুনা,তাদের আড্ডার জায়গা সামান্যতম অংশ দখল করা।।আমার জায়গা থেকে তাদের সান্নিধ্য মিস করা, অসহ্য যন্ত্রণাদায়ক ব্যাপার।হাতে যদি সুযোগ থাকে কখনো মিস করি না,তখন কোন অজুহাত আমারর মাথায় খেলে না।আমি সব সময় চাই যারা লেখালেখি করে তাদের সাথে যুক্ত থাকা।শুধু মাত্র যে লেখালেখি পছন্দ করি তেমন না, এছাড়াও আমার অনেক গুলো পছন্দের কাজ করার জায়গা আছে।সেই কথা আজকে নাই বা বললাম।



আমি ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম" ছায়াকানন উৎসবে" এসে।আমি যে "ছায়াকানন উৎসবে" উপস্থিত হতে পেরেছি তার মূলে ছিল "থকবিরিম"। বিশেষ করে ধন্যবাদ জানাই কবি মিঠুন রাকসাম দাদাকে।দাদা যদি উৎসাহ না দিতো জোর না করতো আমার আসা হতো না।তখন আমার হাতে এক পয়সাও টাকা ছিল না, কবি মিঠুন দা সাহস দিয়েছে বলেই যেতে পেরেছি।ধন্যবাদ কবি মিঠুন দা এবং থকবিরিম।

কবির সাথে

আমার দেখা মান্দিদের মধ্যে পুরো বাড়ি নিয়ে, মানে বাড়ির সীমানা নিয়ে নাম থাকতে পারে আমার জানা ছিল না।এই প্রথম আমি শুনেছি দেখেছি "ছায়াকানন "নামক একটু জায়গা, যেখানে মান্দিদের কবি গুরু কবি মতেন্দ্র মানখিন বসবাস করেন।কল্পনার চাইতে "ছায়াকানন"জায়গা অনেক সুন্দর।সব চেয়ে বেশি ভালো লেগেছে যেখানটায় কবি বসে লেখালেখি করেন চিন্তা করেন বসে ধ্যান করেন।বসার জায়গার পাশে বড় বড় গাছ, ফুলের গাছ ফলের গাছ,গাছগাছালিতে ভরা।কবির "ছায়াকানন,Salkimbari"নামের সাথে পুরোপুরি যাই।কবি যে নাম রেখেছে আমি পুরোপুরি একমত নামের সাথে।"থকবিরিম "এই প্রথম বারের মতো কাজের স্বীকৃতি স্বরুপ স্মারকচিহ্ন প্রদান করেছে এবং যতটুকু দেওয়া সম্ভব আর্থিক অনুদান দিয়েছে(আমি অবশ্য জানি না, কত টাকা দিয়েছে)।

দুই কিংবদন্তী 



যখন দেখলাম কবির বাড়ি তখনি আমার মনে এক স্বপ্নের বাসা বাঁধলো। যদি জীবনে কিছু করতে পারি আমিও কবির মতো নাম দিবো, আমারো জায়গা থাকবে।যে জায়গা লোক জন এক নামে চিনবে।আমি নাম চিন্তা করছিলাম কিন্তুু কবির জায়গার নামটাই বার বার মাথায় আসে,কেন?বেশি রকম ভাবেই পছন্দ করে ফেলেছি বোধয়।আমি জানি না।
সেদিন অনেকে উপস্থিত ছিল সবার নাম মনে করতে পারছিনা যাদের নাম মনে আছে তাদের নাম স্মরণ করছি(কোন পদবি লিখছি না)

থিওফিল নকরেক
মিঠুন রাকসাম
শাওন রিছিল
পরাগ রিছিল
সুমনা চিসিম
জেমস জর্নেস চিরান



"থকবিরিমেরর"পরিকল্পনা বা কার্যক্রম আমার সব গুলোই ভালোলেগে।অবশ্য খারাপ না লাগার মতো কোন কিছু ছিল না।আমি আশা রাখি যারা লেখালেখির সাথে যুক্ত তারা উৎসাহিত হবে যেমন আমি নিজেও একটু লেখার চেষ্টা করি।"থকবিরিম"যদি এমন করে কাজ করতে থাকে, আমার জন্য যারা লেখা লেখি করে তাদের জন্য অনুপানরূপে কাজ করবে।
প্রোগ্রাম চলাকালীন "ফণীর"বৃষ্টি হয়েছিল।যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে হয় নাই,হয়েছে বারান্দায়।সে সময় বৃষ্টি আমার কাছে উপভোগের ছিল। কবির বাড়িতে প্রথম গিয়েছি বৃষ্টি না হলে কি হয়!হতেই হবে।

যারা কম বেশি লেখালেখির সাথে যুক্ত মোটামোটি অনেক জন এসেছিল।এত লেখকের আগমন আবার যাদেরকে টপ লেভেলের লেখক বলা হয় তারা এসেছিল। ভাবা যায় আমার কাছে কেমন অনুভূতি হবে?

ডায়নাকে ধন্যবাদ না দিলেই নয়,যদি আবার কিছু মনে করে।মনে মনে ভাবতে পারে, শালা এত কিছু করলাম একটা ধন্যবাদ পর্যন্ত দিল না।হাহাহহাহাহ হিহিহিহহি।

আমরা যারা গিয়েছিলামম তাদের নাম নিচে লিখে দিলাম।লিখছি এই কারনে যে, এই যে আমরা গিয়েছিলামম আমাদের স্মৃতি থাক যুগ যুগ ধরে...

আমরা সাত জন..




ডায়না চিরান
নিলীমা মাঝি
জ্রাংআ মৃ
মং
সিং মেও
দানিয়ে ত্রিপুরা
জাডিল মৃ(আমি)


No comments

Theme images by saw. Powered by Blogger.