সময় ও আমার চিন্তা
সময় ও আমার চিন্তা
Sulogna Rema
আমরা নতুন প্রজন্মরা নিজেদেরকে কত ভাগ্যবান ভাবছি!কত কিছু আমরা না চাইতেই পেয়ে গেলাম.... ইন্টারনেট থেকে শুরু করে গোটা বিশ্ব!!আমরা ভাবছি কোনো কিছু আমাদের আটকাতে পারবে না। আসলেই তো!!কথাটা সত্যি কোনো কিছু আমাদের আটকাটে পারে না,কথায় আছে না মনের জোরই আসল।কিন্তু বাস্তবতা হলো আমরা আমাদের আমিত্বটাকেই হারাচ্ছি এই ইন্টারনেট আর মর্ডান যুগে।আজকাল আমরা চাইলেই অনেক কিছু কত কম দামে কিনতে পারছি...দামটা এই কারনে কারন আমরা আজকাল সবকিছু টাকা দিয়েই হিসাব করছি,মাপছি।তাই দাম সবজায়গায় আব্যশক।আজকাল ভালোবাসা থেকে শুরু করে সবকিছু টাকা থাকলে পাওয়া যায় এমনকি মেধা পর্যন্ত।আর এই জিনিষগুলো আমরা তরুনরাও বেশ ভালোই উপভোগ করছি।কারো কি সময় আছে এই আলতু ফালতু জিনিষগুলো দেখার সবাই ব্যস্ত টাকা কামানোর রাস্তায়।কথায় আছে না!!দেখতে দেখতে সব সয়ে যাই।তাই আজকাল খুন,ধষর্ন,মারামারি,কাটাকাটি আমাদের কিছুই মনে হয়...হাইস্যকর ব্যাপার আমরা রোবট তৈরি করি কিন্তু আমরা কি জানি আমরাই নিজেরাই একটা রোবট...আমাদের চেতনাগুলো রোবট এর সমান হয়ে গেছে!পাষান হয়ে যাচ্ছি আমরা।তাই তো এত কিছুর পরেও আমরা সবকিছু নরমাল এই ভেবে দিন কাটাচ্ছি।
আমার দেখা অনেক বড় বড় মানুষদের মুখে শুনেছি তোমরাই পারবে এই পৃথিবীকে বদলে দিতে, পরিবর্তন করতে।বাস্তবতা উনারা নিজেরাই ব্যস্ত নিজের সুনাম রক্ষায়,সবর্দা ব্যস্ত নিজেকে নিয়ে সমাজটাকে দেখার সুযোগ তো উনাদের হাতে নেই...এই বলে আমি সবাইকে অপমান করছি না আমার দেখা অনেক বড় মাপের মানুষ আছে যারা কথায় এবং কাজে এক..আমি তাদেরকে সম্মান করি মন থেকে।থাক সেসব কথা...হ্যাঁ আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের ইগো ছাড়েন,দেখবেন আপনি ভালো কিছু দিতে পারছেন এবং নিজেও কিছু নিতে পারছেন।হাজার হোক সমাজতো এটায় বলে দশে মিলে করি কাজ হারিজিতি নাহি লাজ!!পিছনে পিছনে আপনার দক্ষতা না দেখিয়ে সামনে এসে কথা বলতে শিখুন আর তা করতেও শিখুন।ভালো ভালো বক্তব্য সবাই দিতে পারে বাট কাজটাও তার সাথে করে দেখান..আমি বলছি আপনার সুনাম নিয়ে আপনাকে আর ভাবতে হবেনা।
শুনেছি শিক্ষিত মানুষরা অনেক বেশি গোড়াঁ আর প্রগতিপন্থি হয়...আমার দেখা এমন অনেক মানুষকে আমি দেখেছি যারা সবার সামনে বলে কেনো এটা করা যাবেনা এটা করা উচিত..বাট পিছনে গিয়ে বলে এটা করা উচিত না এটা তো ধর্মবিরোধি।আমি নিজেকে প্রগতিশীল বলে সবার সামনে পরিচয় দিলাম, অথচ আমি পুরনো ধ্যন-ধারনা থেকে নিজেকে বার করতেই পারলাম না...আপনাদের জন্য এক বালতি সমবেদনা রইলো।সাল বলে আমরা ২০ দশকে এসে পড়েছি বাট আমাদের মন মানসিকতা বলে আমি ১৯ দশকটাকেই পেরুতে পারলাম!!এটায় সত্যি যে আমরা এখনও অনেক কিছু ১৯ দশকেরটা চর্চা করি।এ আর নতুন কি!!তাই তো পোশাকাদিতেই মর্ডান আর চিন্তাধারাই ক্ষ্যত।
কথায় আছে জ্ঞান চর্চার জন্য মুক্ত পরিবেশ দরকার।যেখানে চিন্তার জন্য কোনো সীমাবদ্ধতা থাকবে না।কেউ তোমাকে বলে দিবে না তুমি কি বলবে আর কি বলবে না।
কিন্তু!!মামা!! বাস্তবতা এটায় আমি কি বলবো না বলবো সব আমার আশেপাশের মানুষ ঠিক করে দেয়।বাহ!কত সুন্দর সত্যিই অনেক সুন্দর!!ময়না পাখিকে কথা শিখালে সে যা বলে আমাদের অবস্থাও সেরকম হয়ে গেছে।এর জন্য আমার মধ্যে সৃজনশীলতা বীজটা জন্ম হওয়ার পরই মৃত্যু হয়।তখন নাম হয় সোসাইটির..বোকা মানব সোসাইটিতো তাই যা আমি তৈরি করছি।
এত কিছু পরেও ভেবেছিলাম আমরা যুবরা এগুলো দেখবো,শিখবো আর ঠিক করবো..কিন্তু এর বিপরীত ঘটছে।সবাই আমরা তেল চক্রে আবদ্ধ।যে বেশি এটা সংগ্রহ করতে পারবে সে তত লাভবান।আর এই চক্র আগের থেকে অনেক বেশি এখন বিদ্যমান।তাই তো আমি আমার চিন্তা প্রকাশের জন্য বাধাগ্রস্ত হচ্ছি,আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি,আমার মুখে কাপড় বেধে দিচ্ছে যাতে আমি আর কথা বলতে না পারি।
তাহলে কি আমার সমতার সমাজের স্বপ্ন দেখা কি স্বপ্নই থেকে যাবে!!?
প্রশ্ন আপনাদের কাছে?নিজের বিবেকে একবার প্রশ্ন করুন!
পরিশেষে এটায় বলতে চাই,সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আবার সময়ই সব কিছু ঠিক করে দেয়।
এখন সময়ের অপেক্ষা।
Sulogna Rema
Sulogna Rema |
আমরা নতুন প্রজন্মরা নিজেদেরকে কত ভাগ্যবান ভাবছি!কত কিছু আমরা না চাইতেই পেয়ে গেলাম.... ইন্টারনেট থেকে শুরু করে গোটা বিশ্ব!!আমরা ভাবছি কোনো কিছু আমাদের আটকাতে পারবে না। আসলেই তো!!কথাটা সত্যি কোনো কিছু আমাদের আটকাটে পারে না,কথায় আছে না মনের জোরই আসল।কিন্তু বাস্তবতা হলো আমরা আমাদের আমিত্বটাকেই হারাচ্ছি এই ইন্টারনেট আর মর্ডান যুগে।আজকাল আমরা চাইলেই অনেক কিছু কত কম দামে কিনতে পারছি...দামটা এই কারনে কারন আমরা আজকাল সবকিছু টাকা দিয়েই হিসাব করছি,মাপছি।তাই দাম সবজায়গায় আব্যশক।আজকাল ভালোবাসা থেকে শুরু করে সবকিছু টাকা থাকলে পাওয়া যায় এমনকি মেধা পর্যন্ত।আর এই জিনিষগুলো আমরা তরুনরাও বেশ ভালোই উপভোগ করছি।কারো কি সময় আছে এই আলতু ফালতু জিনিষগুলো দেখার সবাই ব্যস্ত টাকা কামানোর রাস্তায়।কথায় আছে না!!দেখতে দেখতে সব সয়ে যাই।তাই আজকাল খুন,ধষর্ন,মারামারি,কাটাকাটি আমাদের কিছুই মনে হয়...হাইস্যকর ব্যাপার আমরা রোবট তৈরি করি কিন্তু আমরা কি জানি আমরাই নিজেরাই একটা রোবট...আমাদের চেতনাগুলো রোবট এর সমান হয়ে গেছে!পাষান হয়ে যাচ্ছি আমরা।তাই তো এত কিছুর পরেও আমরা সবকিছু নরমাল এই ভেবে দিন কাটাচ্ছি।
আমার দেখা অনেক বড় বড় মানুষদের মুখে শুনেছি তোমরাই পারবে এই পৃথিবীকে বদলে দিতে, পরিবর্তন করতে।বাস্তবতা উনারা নিজেরাই ব্যস্ত নিজের সুনাম রক্ষায়,সবর্দা ব্যস্ত নিজেকে নিয়ে সমাজটাকে দেখার সুযোগ তো উনাদের হাতে নেই...এই বলে আমি সবাইকে অপমান করছি না আমার দেখা অনেক বড় মাপের মানুষ আছে যারা কথায় এবং কাজে এক..আমি তাদেরকে সম্মান করি মন থেকে।থাক সেসব কথা...হ্যাঁ আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের ইগো ছাড়েন,দেখবেন আপনি ভালো কিছু দিতে পারছেন এবং নিজেও কিছু নিতে পারছেন।হাজার হোক সমাজতো এটায় বলে দশে মিলে করি কাজ হারিজিতি নাহি লাজ!!পিছনে পিছনে আপনার দক্ষতা না দেখিয়ে সামনে এসে কথা বলতে শিখুন আর তা করতেও শিখুন।ভালো ভালো বক্তব্য সবাই দিতে পারে বাট কাজটাও তার সাথে করে দেখান..আমি বলছি আপনার সুনাম নিয়ে আপনাকে আর ভাবতে হবেনা।
শুনেছি শিক্ষিত মানুষরা অনেক বেশি গোড়াঁ আর প্রগতিপন্থি হয়...আমার দেখা এমন অনেক মানুষকে আমি দেখেছি যারা সবার সামনে বলে কেনো এটা করা যাবেনা এটা করা উচিত..বাট পিছনে গিয়ে বলে এটা করা উচিত না এটা তো ধর্মবিরোধি।আমি নিজেকে প্রগতিশীল বলে সবার সামনে পরিচয় দিলাম, অথচ আমি পুরনো ধ্যন-ধারনা থেকে নিজেকে বার করতেই পারলাম না...আপনাদের জন্য এক বালতি সমবেদনা রইলো।সাল বলে আমরা ২০ দশকে এসে পড়েছি বাট আমাদের মন মানসিকতা বলে আমি ১৯ দশকটাকেই পেরুতে পারলাম!!এটায় সত্যি যে আমরা এখনও অনেক কিছু ১৯ দশকেরটা চর্চা করি।এ আর নতুন কি!!তাই তো পোশাকাদিতেই মর্ডান আর চিন্তাধারাই ক্ষ্যত।
কথায় আছে জ্ঞান চর্চার জন্য মুক্ত পরিবেশ দরকার।যেখানে চিন্তার জন্য কোনো সীমাবদ্ধতা থাকবে না।কেউ তোমাকে বলে দিবে না তুমি কি বলবে আর কি বলবে না।
কিন্তু!!মামা!! বাস্তবতা এটায় আমি কি বলবো না বলবো সব আমার আশেপাশের মানুষ ঠিক করে দেয়।বাহ!কত সুন্দর সত্যিই অনেক সুন্দর!!ময়না পাখিকে কথা শিখালে সে যা বলে আমাদের অবস্থাও সেরকম হয়ে গেছে।এর জন্য আমার মধ্যে সৃজনশীলতা বীজটা জন্ম হওয়ার পরই মৃত্যু হয়।তখন নাম হয় সোসাইটির..বোকা মানব সোসাইটিতো তাই যা আমি তৈরি করছি।
এত কিছু পরেও ভেবেছিলাম আমরা যুবরা এগুলো দেখবো,শিখবো আর ঠিক করবো..কিন্তু এর বিপরীত ঘটছে।সবাই আমরা তেল চক্রে আবদ্ধ।যে বেশি এটা সংগ্রহ করতে পারবে সে তত লাভবান।আর এই চক্র আগের থেকে অনেক বেশি এখন বিদ্যমান।তাই তো আমি আমার চিন্তা প্রকাশের জন্য বাধাগ্রস্ত হচ্ছি,আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি,আমার মুখে কাপড় বেধে দিচ্ছে যাতে আমি আর কথা বলতে না পারি।
তাহলে কি আমার সমতার সমাজের স্বপ্ন দেখা কি স্বপ্নই থেকে যাবে!!?
প্রশ্ন আপনাদের কাছে?নিজের বিবেকে একবার প্রশ্ন করুন!
পরিশেষে এটায় বলতে চাই,সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আবার সময়ই সব কিছু ঠিক করে দেয়।
এখন সময়ের অপেক্ষা।
No comments