গারো জাতির বিপর্যয় করোনাভাইরাস নিয়ে আসবে কী!!!!
গারো জাতির বিপর্যয় করোনাভাইরাস নিয়ে আসবে কী!!!!
ছবি-Ja'dil |
গারো জাতির বিপর্যয় করোনাভাইরাস নিয়ে আসবে কি? কিছুটা উদ্বিগ্ন মনে অথবা অবাক হয়ে প্রশ্ন করলেও;সেটা যে সত্যিই, মহা-বিপদের দিকে গারো জাতি পতিত হচ্ছে,তা বলার অপেক্ষা রাখে না।কেন না আমরা আলোর মতো পরিষ্কার দেখছি যেখানে সারাবিশ্ব থমকে দাঁড়িয়েছে, অর্থনীতি ভেঙ্গে পড়েছে।সেইখানে গারো জাতির কি অবস্থাইনা হবে সেটা চোখকান খোলা রাখলেই দেখতে পাওয়া যাবে,শুনতে পাওয়া যাবে।সহজেই ধারাণা করা যায় কী অবস্থা হতে চলছে!!
আমি জীবনে প্রথম গারোদের অর্থনীতি বিপর্যয় দেখেছি ২০০৭ সালের তত্বাবধায়ক সরকারের আমলে/সময়ে।ছোট হলেও তখন মধুপুর গড় অঞ্চলের গারো আদিবাসীদের অবস্থা প্রত্যক্ষ দেখার সুযোগ হয়েছিল। কত স্বপ্ন ভেঙ্গে টুকরোটুকরো হয়েছিল তা আজ ক'জনিবা জানে;ক'জনিবা খবর রেখেছিল বা বিষয়টা মনে রেখেছে।তবে আমাার সুস্পষ্ট মনে আছে!সে-ই যে প্রথম অর্থনীতি ধাক্কা দেখেছি, কিভাবে পরিবার, সমাজের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখান থেকে আজও মধুপুরের গারো আদিবাসী মাথা তুলে দাঁড়াতে পারেনি।আজও সে-ই পুরানো ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি।বলতে পারেন,পঙ্গু হয়ে গিয়েছিল। আমার দেখা কালো অধ্যায় ২০০৭ সাল।
এই যে করোনাভাইরাসের ফলে নতুন করে আবার অর্থনীতি ভাঙ্গন শুরু হয়েছে। যদি সত্যিই আরো ক'টা দিন এমনেই থাকতে হয় তাহলে কী অবস্থা হবে,ভাবতেই ভয় লাগে!কত বছর লাগবে পুনরায় আগের অবস্থানে যেতে, আমি জানি না।আমাদের গারোদের বেশিভাগ কৃষক নয়তো ছোটখাটো চাকরি করে এমন লোক সংখ্যায় বেশি।যেমন-পার্লারের মালিক কিংবা পার্লারে কাজ করে,ড্রাইভার,নাপিত,দোকানদার,দারোয়ান, দর্জি, দিনমজুর,গার্মেন্টস কর্মী ইত্যাদি।
এই দুর্যোগপূর্ণ মুহূর্তে যারা চলনসই মানে যাদের অবস্থা ভালো তাঁদের সহযোগীতার মনোভাব যৎসামান্য দেখেছি।আমি জানি না,হয়তো সবাই সবার মতো করে সাহায্য সহযোগীতা করছে, যা আমি বিশ্বাস করতে চাই।
অনেকে নিজ উদ্যোগে বা কোন সংস্থা,চার্চ,সংগঠন, ফাউন্ডেশন কিংবা ইভেন্ট খুলে টাকা পয়সা সংগ্রহ করছে অনেকেই ত্রাণ বিতরণ করছে।যা আশার আলো দেখায়।তবে কতটুকু সুবিধা পাচ্ছে বা ঢাকায় যারা আটকে আছে তাঁদের অবস্থাইবা কেমন আছে,আমি সঠিক জানি না!তবে ধারণা করতেই পারি তাঁরা ভালো নেই।
অনেক মানুষ মরছে অনেক আক্রান্ত হচ্ছে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে তা সত্ত্বেও কিছুটা আশার আলো দেখায় যে ভ্যাকসিনের জন্য গবেষণা হচ্ছে।মাঝে মাঝে আবিষ্কারের কথা শুনতে পারি।এই পর্যন্ত যতজন গারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাঁরা সবাই সুষ্ঠুতার পথে।
আমি বিশ্বাস করতে চাই,এই বিপর্যয় ঠেকিয়ে গারোজাতি আবার স্ব-অবস্থানে ফিরে যেতে পারবে নতুন উদ্যমে দুরন্ত গতিতে...
No comments