রুম নাম্বার ৪০৪! ।। জাডিল মৃ।।
রুম নাম্বার ৪০৪!
জাডিল মৃ(Jadil Mri)
"রুম নাম্বার ৪০৪",স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখার পরেই আমার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি শেষ হওয়ার সাথে সাথে কেমন জানি,আমার শরীর মোচড় দিয়ে উঠলো ! অনুভূতির ভাষা কিভাবে লেখার মাধ্যমে প্রকাশ করবো/তুলে ধরবো নিজেই বুঝতে পারছিলাম না।তা সত্ত্বেও কিছু লেখার প্রয়াস করছি...
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখার পরেই ক্যাম্পাস নিয়ে নতুন করে ভাবতে বা চিন্তা করতে বাধ্য করেছে।কেন না,যা অপ্রত্যাশিত ছিল তা বাস্তবে রুপ নিয়েছে।নিজের ক্যাম্পাস কে নিয়ে অনেকগুলো গর্বের কারণ আছে। সেইটা আজকে নাইবা বললাম। ক্যাম্পাস থেকে সবসময় ভালো কিছু প্রত্যাশা করি।সে-ই জন্যই হয়তো ক্যাম্পাসের কাছ থেকে এই ভাইরাস প্রাদুর্ভাবের সময়ে অনাকাঙ্ক্ষতি উপহার পেয়েছি।যা সত্যিই অবাক করার মতো।অসম্ভব সুন্দর কনসেপ্ট,অভিনয়, অসাধারণ গল্প ফুটিয়ে তোলা হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।যা আদিবাসী জাতিগোষ্ঠীর প্রত্যেকের সত্য গল্প-ঘটনা প্রকাশ পেয়েছে।আদিবাসী গ্রাম কত সুন্দর, প্রাকৃতিকভাবেই কত সমৃদ্ধ,পরিবেশ বাদ্ধব, ছিমছাম পরিবেশ,সেই দৃশ্যপট মন জুড়িয়ে দেয়।আদিবাসীদের সত্য কথা সত্যিই বলা প্রয়োজন;কিন্তুু কতজন বলে,কে বলবে? যা সচরাচর সে-গুলো কে নিয়ে কেউ কাজ করে না,আদিবাসীদের কথা সাহস করে বলতে পারে না,আদিবাসীদের ন্যায্য অধিকার, পাশে থাকা অঙ্গীকার সত্যিই জরুরি।
যারা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছে, তারা অনেকেই আমার ব্যাচের, সত্যিই আমি গর্বিত। প্রত্যেকের অভিনয় অসাধারণ লেগেছে,তাদের ভবিষ্যতের জন্য শুভ কামনা।বিশেষ করে শুভ কামনা, "বন্ধুবর জয় চাকমা "।
প্রথমেই ধন্যবাদ দিতে চাই,যিনি গল্পের কনসেপ্ট ও আইডিয়া দিয়েছেন।সত্যিই অসাধারণ।
গল্পের প্রেক্ষাপট একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া "মারমা" আদিবাসী ছেলেকে নিয়ে।যে ছেলেটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পরেই নানা ধরণের সমস্যায় সম্মুখীন হয়।তাঁর কারণ সে "মারমা" জাতি কিংবা আদিবাসী জাতিগোষ্ঠীর একজন সদস্য এবং তাঁর/তাঁদের সাথে কোনদিন সংখ্যায় অধিক জাতির কোন সম্পর্ক বা সংম্পৃক্ততা না থাকার ফলে তাঁদের ভেতর আদিবাসীদের সম্পর্কে,সংগ্রামের কথা তাদের জানা ছিল না।ফলে,তাদের জানার কমতি থাকবেই, সেটা স্বাভাবিক। তবে সবাই যে এমন তা-না,কিছু মানুষ থাকে যারা আদিবাসী জাতিগোষ্ঠীর সম্পর্কে জানে এবং খুবই সংবেদনশীল।গল্পের সর্বশেষে মারমা ছেলেটি বিপদে পড়ে।তখন তার বন্ধু সবাই নিজেদের ভুল বুঝতে পারে। তাঁদের বন্ধু "মারমার"বাড়িতে গিয়ে তাকে মনোবল,সাহস,বন্ধুত্বের ভালোবাসা ও নতুন বাড়ি তৈরি করতে সাহায্য করে।মানুষ মানুষের পাশাপাশি একসাথে বেঁচে থাকার যে অধিকার তা সত্য এবং বাস্তব হোক!
শেষে কী হলো তা সবকিছু জানতে, ১৫ মিনিট ৩১ সেকেন্ড এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখতে হবে।আমি বিশ্বাস করি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আপনার মনে দাগ কাটবেই এবং পুনরায় নতুন করে চিন্তা করতে বাধ্য করবে;মানুষ মানুষের জন্য!
সবাই বাড়িতে থাকুন,সুস্থ্য থাকুন,নিরাপদে থাকুন।
"রুম নাম্বার ৪০৪ " স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে গল্পলেখক মোস্তাফিজুর রহমান মোস্তফা এর "সমবাই ভিন্ন একসাথে অনন্য" ক্যাম্পেইনে পাঠানো গল্পের উপর ভিত্তি করে।
বাস্তবায়নে: Outbox Limited
সহযোগিতায় : ইউএসএইড'র অবিরোধ : রোড টু টলারেন্স প্রোগ্রাম।
No comments