কবিতাগুচ্ছ-১।।জাডিল মৃ।।
কবিতাগুচ্ছ-১
জাডিল মৃ
(১)
ঈশ্বর পর্যন্ত জানে কী!
ঈশ্বর পর্যন্ত জানে কী!!
বাস্তব সত্যের সাক্ষী হয়েছি! বিশ্বাস কিংবা অবিশ্বাস শুধুমাত্র ব্যক্তি নির্ভরতা।
তবুও মৃত্যুর আগে একটি কথা বলা,যেন আফসোস না থাকে।
আমি তোমাকে পছন্দ করি,আমার কাছে এইটাই চিরন্তন সত্য।সত্যের কোন পাপ আছে?
বাস্তবতা মেনে তবুও বলা, মনের শান্তির জন্য!
ভালোবাসা, পছন্দ কিংবা ভালোলাগা এইটা কোন অপরাধ হতে পারে কি?
তবে সেটাও ব্যক্তির উপর নির্ভর করে
সে ইতিবাচক নাকি নেতিবাচক হিসাবে নিচ্ছে।
এতটুকু বিশ্বাস করি ঈশ্বর পর্যন্ত জানবে না বাস্তব সত্যের কথা,
সব কথাই ধামাচাপা পড়ে যাবে কাউকে ক্ষতি না করে।
যা সত্য, যা বাস্তব, যা বাস্তব সত্যের সম্মুখীন..
(২)
পাত্তা!!
কাউকে পাত্তা দিতে মন চাই না
পাত্তা দিয়েই বা কী হবে!!
যতটুকু জানি,পাত্তা দিয়ে কারো পাত্তা নিয়ে সংসার চালানো বড় দায়।
পাত্তা পাত্তা রব উঠলে জীবনের সব স্বপ্নই
নির্ঘাত ধ্বংস হবে।
তাই,নিজের যা প্রয়োজন, কে কি বলছে তাতে পাত্তা না দিয়ে কাজ চালিয়ে যাওয়াটাই ভাবনাতে উত্তম
কাউকে পাত্তা দিলে নিজের জন্য কিছুই হবে না।
তাই আমি কাউকে পাত্তা দিই না,পাত্তা নিই না,পাত্তা দিতেও চাই না।
(৩)
ভালোবাসার জন্য প্রয়োজন অনুভবের ক্ষমতা!!
ভালোবাসার জন্য প্রয়োজন অনুভবের ক্ষমতা।সত্যি বলছি, তোমার যদি অনুভবের ক্ষমতা বা তুমি যদি মনের ভেতর অনুভূতি সৃষ্টি করতে না পারো। তাহলে ভালোবাসা কি সম্ভব হবে!ভাবছি,যদি তোমার অনুভবের শক্তি থাকে বা তুমি অনুভব করতে পারো তাহলে যে কোনর প্রতি তোমার ভালোবাসার পথ তৈরি হবে।এই যে গাছ,লতা,পাতা,ফুল,পাখি,ফল,শেকড়,বই,মোবাইল যাই হোক;অনুভূতি থাকলে সবকিছুই ভালোবাসা সম্ভব।
(৪)
যোজন যোজন দূরত্ব!
তোমার আমার যোজন যোজন দূরত্ব
তবুও ভালোবাসার কমতি থাকেনি
আমার ভালোবাসার ব্যাটারি শেষ হবার নই
তবুও বলছো লো-ব্যাটারি!
ব্যাটারি সক্ষমতার প্রমাণ পেয়েছো,তবুও মিথ্যের আশ্রয় নিয়ে বলছো,দুই নাম্বার- ব্যাটারি।
আমি কোনদিন তোমার জন্য যোগ্য ছিলাম না,
তা বলে বেড়িয়েছো।
তুমি কতটুকু যোগ্যতা রাখো তা কখনো চিন্তা করোনি,শুধু অভিযোগ করেছো।
শত অভিযোগের মাঝেও তোমাকে ভালোবেসেছি
আমাদের মাঝে যোজন যোজন সবকিছুরি দূরত্ব
তবু্ও তোমাকে ভালোবেসেছি,ভালোবেসে যাবো!
No comments