সনেট কবিতা।। দেবাশীষ ইম্মানূয়েল রেমা।।


দেবাশীষ ইম্মানূয়েল রেমা


সনেট কবিতা

দেবাশীষ ইম্মানূয়েল রেমা
উদীয়মান তরুণ কবি, প্রাবন্ধিক ও অনুবাদক।





(১)

অবিস্মৃত

দেবাশীষ ইম্মানূয়েল রেমা

সিঁদুরে মেঘেরা দূরে গোধূলী বেলায়
নিবিড় সখ্যতা গড়ে নীলবন প্রান্তে
দিগন্ত ছাপিয়ে ভাসে ইঙ্গিত; অজান্তে
সুরধ্বনি তুলে ওরা ভালোবেসে যায়।
মেঘালয় নীল বেশে স্পষ্ট ইশারায়
কত কথা বলে যায়, হারাই অনন্তে
কষ্টদিনে সঙ্গী ওরা, অবলা দ্বীপান্তে
মরুময় প্রাণ তৃষা-ব্যাথারা মিলায়।

তোমার আমার দেশ, বন ছেড়ে হেথা
নীরব অবলোকন সৃষ্টির আনন্দ
নদীর মোহনা চুয়ে চুয়ে যায় ব্যাথা
তোমাদের স্মৃতিভেলা, চলে সৃষ্টিদ্বন্দ্ব
স্থিরচিত্রের অন্তরে চলমান কথা
মনোলোকে মেঘ-গিরি-বন কথাছন্দ।



(২)

বিচিত্র নগরী 

(একটি ফিচার অবলম্বনে)
দেবাশীষ ইম্মানূয়েল রেমা

সন্ধ্যার প্রস্থানে নামে রাতের আঁধার
ভিড় ভাঙ্গে ধীর লয়ে প্রমোদ উদ্যানে
জনতা ডেরায় ফিরে আপন ভুবনে
শুরু এক অন্য স্বাদে স্খলিত নিশার।
অঙ্গনে মাতম জাগে নিশিকন্যাদের
বাগিয়ে খদ্দের রাখে নিশির বাগানে
পাণ্ডুর আলোয় তারা অনুভূতি কিনে
মজে যায় পঞ্চাশেক টাকার আঁধার।

নির্মল বায়ুতে শ্বাস বিশুদ্ধ সকাল
অবয়ব বদলায় দিনান্তে নগরী
দিন যায় রাত আসে, নিশারা হাসিতে। 
অসুস্থ নিঃশ্বাসে ভারী আকাশ-পাতাল
পাল্টায় দিনের আলো খদ্দের-প্রহরী
তিলোত্তমা নগরীর বিচিত্র মূর্তিতে।



(৩)


একটি শিশু
দেবাশীষ ইম্মানূয়েল রেমা

শিশুটি বাড়ায় হাত, সর্বাঙ্গ মলিন
ফুটপাত অলিগলি শিশুর ঠিকানা
বড়লোক বাবুদের দেখে গৃহহীনা
ক্ষুধার্ত দৌড়ায়, অনাহারে পুরো দিন।
নিষ্ঠুর পৃথিবী তুমি, মমতা বিহীন
স্নেহ-বঞ্চিতা অনাথা পিতৃমাতৃহীনা
কাকে বলে পাঠশালা শিশুটি জানেনা  
অনাথার গতি তুমি নও প্রাণহীন।

স্নিগ্ধমুখে স্বর্গ-হাসি, বুকে টেনে নিও
বিবেক না হোক নষ্ট, কষ্ট নিবো কেড়ে 
পথকলি পথদেবী, ভালোবেসে যেও।
পৃথিবীর মানবতা জেগে উঠো ঝেড়ে
অন্ধ চোখ মেলো, ভালোবেসে রুটি দিও 
ছিন্ন পরিচ্ছদ দেখে তাড়ায়ো না ওরে।


(৪)



প্রেমতরী

 দেবাশীষ ইম্মানূয়েল রেমা

দিব্যি ভেসে উঠে স্মৃতি সে মানসে তার
দুটি হাত দুটি প্রাণ তোমার আমার। 
ভরা রোদে হেসে খেলে দুটি মন-প্রাণ
দৃঢ়পণ এ বন্ধন রবে অনির্বাণ। 

আমন্ত্রণে তোমারই দিলাম উড়িয়ে 
কাব্যগাঁথাখানি সেথা আকাশ ছাড়িয়ে।
শ্যামলিমা শোভাময় নিসর্গ অপূর্ব,
মন আর না চায় সাঙ্গ করি এ পর্ব।

আমি হবো যে না-ফেরা, আর ফিরবো না
স্মৃতি শুধু রয়ে যায় কথারা উড়ে না। 
অদৃষ্টের সে বাঁধন হৃদয় দহনে
অশ্রুই শক্তি তোমার জানি তা সহনে। 

তবু জেনো ঝরবে না প্রস্ফূটিত চেরী
মেঘভেলা হয়ে ভাসে চির প্রেমতরী।










No comments

Theme images by saw. Powered by Blogger.