পাপী

Ja'Dil Mri



Photo:Ja'Dil Mri






 প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে,মুহূর্ত গুলো খুব আকর্ষণীয় হয়,আবার বেদনায় সময় চলতে থাকে। তেমনি আমাদের সময়টাও খুব বেদনা সময় চলছে, অতীতে যে ছিল না তা কিন্তুু নয়।অনেকে নিজের স্বার্থের জন্য সব কিছু করে, আবার অনেকে নিজের জাতির জন্য করে রেখে যায়। সব কিছুর পরেও যারা নিজের জাতির জন্য কিছু রেখে যায় তাদের প্রতি মানুষের ভালোবাসা অটুট থাকে। যত দিন যায় তারা হয়ে উঠে জাতির সংগ্রামের চেতনার এক উৎস। প্রতিনিয়ত তাদের আমরা মনে করি,তাদের কর্ম আমাদের উৎসাহ দেয়। শারীরিক অস্তিত্ব না থাকলেও তারা বেঁচে থাকে আমাদের মনে আমাদের চেতনায় আমাদের ভালোবাসায়।তেমনি আমাদের মাঝে বেঁচে আছে,পা পীরেন স্নাল নামক নামটি।যিনি জাতির অস্তিত্ব সংকটে আন্দোলনে মারা গিয়েছিলেন। আমরা হয়তো জানি তার মৃত্যুর কথা হয়তো কেউ জানি না তবে বেঁচে থাকার স্বার্থে নিজেদের ইতিহাস যদি না জানি কর্মের কথা বা স্বার্থ বির্সজন দিয়ে কাজ করা যদি স্মরণ না করি,তাহলে আমদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। আমরা যতই চিৎলায় না কেন যত বড় বড় বক্তব্য দেয় না কেন !শেষ পর্যন্ত আমরা টিকে থাকতে পারবব না।আমাদের প্রচুর সংকট রয়েছে, সংকটের মধ্য দিয়ে যেতে হবে,আমাদের বাধ্য করা হচ্ছে যেন জাতির অস্তিত্ব ধ্বংস হয়ে যাক,একটি জাতি ছাড়া সব জাতি বিলুপ্তি হোক।

 আমরা হয়তো কেউ চাইব না আমাদের জাতি ধ্বংস হোক,কিন্তুু শেষ পর্যন্ত ধ্বংস হতে বাধ্য।রাষ্ট্র  অনেক ভাবে আমাদের আবিমা থেকে তাড়িয়ে দিতে তৎপর, যেটা দেশ স্বাধীনতা হওয়ার আগেও ছিল এখন ঠিক তাই,আমরা যদি আমাদের কৌশল ঠিক করতে না পারি, আমাদের অস্তিত্ব সংকটের মধ্যেও আমাদের মধ্যে যদি গারো চেতনা উদয় না হয় অচিরে আমাদের যাদুঘুরে থাকতে হবে । যা এখন হওয়ার পথে ,আমরা কিন্তুু শেষ প্রান্তে দাড়িয়ে।আমি জানি না আসলে কতটুকু এই মুহূর্তে আমরা সচেতন হতে পারছি বা পারছি কিনা? ইর্কোপাক আন্দোলন অনেক হয়েছে,এখন হচ্ছে, সরকার নানা ভাবে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমি জানি না আবিমায় আর কত রক্ত ঝরবে আর কত জনকে প্রাণ দিতে হবে। আমাদের সংগ্রাম করেই বেঁচে থাকতে হবে যদি সংগ্রাম থেকে পিছিয়ে পড়ি আমদের এত সব আন্দোলন ব্যর্থতার মুখ দেখবে।

আমাদের রক্তে সংগ্রামের বীজ রয়েছে, ইতিহাস যদি দেখি আমাদের যোদ্ধা কম হলেও আধুনিক অস্ত্র না থাকলেও আমাদের জনশক্তি কম হলেও আমাদের সমর্থন না করা মানুষ থাকলেও, আমরা কোন দিন মাথানত করেনি। আমাদের মাথানত করা কোন  ইতিহাস নেই।পরাজিত সম্ভবনা থাকা সত্ত্বেও নিজের জীবন দান করতে দ্বিধাবোধ করেনি। তেমনি আমাদের সাহসী বীর পা পীরেন স্নাল। যখনি আমি সময় পাই তখনি তার মৃত্যুর জায়গায়  দেখতে যাই । অনেকে ভাবতে পারে কবর দেখে কি হবে আমি জানি নিছক শুধু এটা কবর নয় আমাদের শক্তি আমাদের চেতনা আমাদের সাহস আমাদের সমর্থন।আমি জানি না, যতজন বীর আদিবাসী বা গারো শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার হয়েছে কিনা?পা পাীরেন স্নাল এর হত্যার বিচার হয়নি আজও হবে কিনা জানি না?আমি জানি না বিচার পেতে হলে যুগ যুগ অপেক্ষা করতে হয় কিনা? আমি জানি না আসলে নিজের অস্তিত্ব রক্ষা আন্দোলন পাপ কিনা?


আমরা প্রত্যেকে পাপী,আমরা যারা গারো জাতিগোষ্ঠী এছাড়াও অন্যান্য জাতিগোষ্ঠী আছি, আমরা সবাই পাপী।আমি ব্যক্তি ভাবে পাপী বলছি এই কারনে আমরা এই দেশে জম্ম নিয়েছি।সব চাইতে বড় পাপ হচ্ছে জম্মানো।আমার মনে হয় আমরা সবসময় পাপ করি।যেমন,নিজেদের অস্তিত্ব সংকটে আমরা উদ্বিগ্ন   ,নিজেদের অধিকার চাইতে তৎপর,প্রতিনিয়ত নিজেদের সমস্যার কথা তুলে ধরছি,নিজেদের সংস্কৃতি, ঐহিত্য রক্ষাতে আমরা লড়াই করি,পাহাড়ে কিনবা সমতলে অন্যায়ের প্রতিবাদ করি, রাষ্ট্রের উন্নয়ন নামক শব্দটি আমাদের সাথে বেমানান, পর্যটন -ইর্কোপাক-টুরিষ্ট্য  ইত্যাদির সাথে আমরা ঠিক খাপ খাওয়াতে পারি না,শহীদ ধর্ষণ হত্যা অন্যায়ের প্রভৃতির বিচার চাই।এই সব  নানা কারনে আমরা পাপ করে থাকি।উনাদের কাছে আমরা পাপী কারন আমরা এই সব করি।যদি এই সব কিছু না করে বসে থাকতাম আঙুল চুসতাম তাহলে আমরা পাপ করতাম না।কোন পাপ আমাদের গায়ে আচর দিতে পারতাম না,অামরা পবিত্র থাকতাম।


অনেক কিছু দায় নিয়েই আমরা পাপী ,আমরা পাপ করি,আমাদের পাপ অনেক।

No comments

Theme images by saw. Powered by Blogger.