প্রতিভা বিকাশে গারো সমাজের অবদান।


প্রতিভা বিকাশে গারো সমাজের অবদান।

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার


ছবি:জাডিল মৃ।



এই লেখাটা আ'বিমার এলাকার উপর পর্যবেক্ষণ করে লেখা।
গারো জাতিগোষ্ঠীর সমাজ দ্রুত পরিবর্তন হচ্ছে।শুধুমাত্র  সমাজের কথাই বলছি কেন? আবাহাওয়া জলবায়ু,প্রযুক্তি,মনস্তাত্ত্বিক, সমাজ ব্যবস্থা মানে পৃথিবীর মধ্যে যা কিছু বিরাজমান সবকিছুই তো পরিবর্তন হচ্ছে।আমাদের সমাজে আমূল পরিবর্তনের ফলে সৃষ্টি হচ্ছে সমস্যা আবার কিছুটা সুবিধা।সেক্ষেত্রে আমি প্রতিভা বিকাশে গারো সমাজের অবদান নিয়ে কিছুটা আলোকপাত করতে চাই।
হয়তো,এইসব বিষয় বস্তুু বিস্তর আলোচনা সাপেক্ষ।কিন্তুু বিস্তারিত না হলেও কিছুটা আলোচনা করতে চাই।সংগঠনের প্লাটফর্মের কথা বলবো না। সমাজের প্রত্যক্ষক সমর্থন  এবং সমাজের অবদানের কথা একটু বলতে চাই।


আমাদের সমাজ ইতিমধ্যে বিভিন্ন ক্লাশ বা শ্রেণীতে পরিণত  হচ্ছে বা হয়েছে।এই ধরুণ,হাই ক্লাশ,মিডল ক্লাশ,লো ক্লাশ ইত্যাদি ইত্যাদি।এই শ্রেণীর সৃষ্টির ফলে বৈষম্যের পরিমাণ'টা যেমন বাড়ছে তেমনি গুরুতর সমস্যা সৃষ্টি করছে।যাই হোক,যে যেমন পারে নিজ বাড়ির অনুষ্ঠানে সামর্থ্য অনুযায়ী টাকা খরচ করে বা করছে।এখন, সব অনুষ্ঠান গুলো খুবই জাঁকজমকপূর্ণ হয়।অনুষ্ঠানের মধ্যে কিছু জিনিস যোগ হয়েছে আবার কিছু জিনিস বাদ পড়েছে বা পড়ে যাচ্ছে।শীতের সময় কে গারোদের অনুষ্ঠানের মৌসুম বলা চলে।শীতকালে এমনো দিন যায়, যেদিন গারো গ্রামে গ্রামে বিয়ে,শ্রাদ্ধ,পানচিনি,ধন্যবাদ সভা,ওয়ানগালা,রংচুগাল্লা,বড়দিন,ছোটদিন,ব্যান্ডে শো আরো বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠান হয়ে থাকে।অনেক সময় একদিনে ১০ থেকে ১৫ টার মতো অনুষ্ঠান থাকে।এত সব অনুষ্ঠানের ফলে গারোদের প্রতিভা বিকাশের এক মস্ত বড় সুযোগ বা সমাজ সুযোগ  তৈরি করে দিচ্ছে।
যেকোন অনুষ্ঠানি হোক, এখন সাউন সিস্টেম এবং আলাদা মঞ্চ  থাকবেই।যেখানে সারারাত নাচ,গান, ব্যান্ড সংগীত,নাটক,উপস্থাপনা আরো অনেক ধরণের আইটেম থাকে। এই সব অনুষ্ঠানে প্রত্যেকে উৎসাৎ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে।বিশেষ করে মেয়ে-ছেলেরা।এই সব অনুষ্ঠানের জন্য মেয়ে-ছেলেরা সারাবছর মুখিয়ে থাকে।ব্যক্তিগত ভাবে মনে করি,এই সব অনুষ্ঠান আমাদের প্রতিভাবান মেয়ে-ছেলেদের জন্য একেকটা প্লাটফর্ম।যে প্লাটফর্ম থেকে উঠে আসে একেক জন প্রতিভাবান মানুষ।
আমাদের যতজন প্রতিভাবান মানুষ আছেন বা তৈরি হচ্ছে বা হয়েছেন, এই ছোট ছোট প্লাটফর্ম থেকেই উঠে এসেছেন।সেই জন্য এই প্লাটফর্ম গুলো কে আমি ইতিবাচক হিসাবে দেখি।
তবে আমার আহ্বান থাকবে যে, যদি কেউ বছরে বছরে গঠনমূলক প্রতিভা বিকাশের অনুষ্ঠান আয়োজন করতেন এবং প্রতিভাবানদের সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিতেন।তাহলে প্রতিভাবান মানুষ গুলো মাঝপথে এসে হারিয়ে যেতো না।একটি সুন্দর প্লাটফর্ম যদি তৈরি করা যেতো,যেখানে প্রত্যেক জনের অংশগ্রহণ নিশ্চিত থাকবে এবং প্রতিভাবান মানুষকে উৎসাহ দেওয়া হবে, সাহায্য করবে।ব্যাপারটা কেমন হতো? ভাবতেই ভালো লাগে।
কবে যে হবে সুন্দর একটা প্লাটফর্ম, গুছানো প্লাটফর্ম?


No comments

Theme images by saw. Powered by Blogger.