স্বপ্নের বাস্তবায়ন "আমানি জুমাং তাঁত"।


স্বপ্নের বাস্তবায়ন "আমানি জুমাং তাঁত"। 

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার

ছবি :তাঁত ঘর



অদম্য ইচ্ছা শক্তি ও স্বপ্ন বাস্তবায়নের প্রতিফলন আমাদের চোখের সামনে কুটির শিল্প। যেটি "আমানি জুমাং তাঁত" নামে পরিচিত।ইচ্ছা শক্তি থাকলে কত কিছুই তো করা যায়।যার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়ে চলেছি।"আমানি জুমাং তাঁত" কিংবা "মুনমুন নকরেক" কে নিয়ে ইতিমধ্যে "থকবিরিম নিউজ.কম" এর জন্য ফিচার লিখেছিলাম।নতুন উদ্যোগটা হিসাবে কিংবা আপসানের পথ চলার আপডেট খবর দেওয়া চেষ্টা করেছি প্রতিনিয়ত। ইতিমধ্যে "আপসান"আচিক ব্র্যান্ড হিসাবে একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।মুনমুন নকরেকে'র (দিদি)সাথে যতবার কথা হয়েছে, তত বারি তিনি বলেছেন,"অর্ডার প্রচুর,হিমশিম খেতে হচ্ছে"।প্রতিনিয়ত তাঁর পণ্যের চাহিদা বাড়ছে, নতুন পণ্য আসছে।আপসানের পণ্য নতুনত্বের কারণে গ্রাহক লুফে নিচ্ছে।


কাজের ফাঁকে একটু ঘুরে এসেছিলাম।

"আমানি জুমাং তাঁত"

সেদিন কাকরাগুনি গিয়েছিলাম,কাজে।ভাবলাম,"আমানি জুমাং তাঁত" দেখে আসলে মন্দ হবে না।যেই ভাবা, সেই কাজ।গিয়ে দেখি পুরোদমে কাজ চলছে। একজন নারী কর্মী কাজ করছেন আরেক জন ছুটিতে।দিদিকে জিজ্ঞাসা করলাম, কেমন চলছে কাজ কর্ম?উত্তরে বললেন," অর্ডার অনেক বসে থাকার সময় নেই।লোকবল আরো দরকার তবে দক্ষ হলে ভালো হতো।নিজেরা কাজ শিখিয়ে দিচ্ছি। তবে কিছুদিন পর কাজের গতি আরো বাড়বে"।আরো জিজ্ঞাসা করলাম, দিদি  ভারতে কবে যাবেন ?দিদি বললো,"এই তো কাজ গুছিয়ে নিই।তাঁরপর না হয় ভালো সময় পেলে চলে যাবো।দায়িত্বে রেখে যাবো এমন মানুষ তো দরকার"।(মুনমুন দি'র ছোটবোন কাজ শিখতে ভারত যাবে)
আরো টুকিটাকি কিছু কথাবার্তা হলো।সেইগুলো নাইবা বললাম।



আমি বিশ্বাস করি,এই ছোটঘর আরো বড় হবে। অনেক জনের কর্মসংস্থান তৈরি হবে।চাকরির পেছনে না ছুটে আমাদের মধ্য থেকে আরো যদি উদ্যোগটা তৈরি হতো আরো কতজনের যে কর্মসংস্থান তৈরি হতো,যা ভাবনার বিষয়।নিজের জন্য,জাতির জন্য অর্থনীতির ভিত্তি মজবুত করতে হলে কর্মসংস্থান তৈরি করতে এবং কাজের পরিধি বাড়াতে হবে।আমানি জুমাং তাঁত নিয়ে প্রতিনিয়ত আপডেট দিতে চেষ্টা করবো।


"আপসান এবং আমানি জুমাং তাঁতে'র" পণ্য কিনুন।নিজে কিনুন, অন্যকে কিনতে উৎসাহ দিন।বিশ্ববাজারে যেন যেতে পারে, সকলের সহযোগীতা কাম্য।

আমানি জুমাং তাঁত এখন স্বপ্ন নয়, সত্যিই বাস্তবতা।



কাজ চলছে



৫ জানুয়ারি ২০২০।

2 comments:

Theme images by saw. Powered by Blogger.