পীরেন স্নালের মেয়ে স্কুলে ভর্তি হয়েছে!!
পীরেন স্নালের মেয়ে স্কুলে ভর্তি হয়েছে!!
আজকে প্রশ্নবিদ্ধ গারো জাতি..
চরম হতাশার মাঝেও; আপনাদের একটি সু-খবর দিতে চাই।বছর'২০ শুরুতে শহিদ পীরেন স্নালের মেয়ে "ভূটিয়া উচ্চ বিদ্যালয়ে" অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে।এইটা আমাদের জন্য বিরাট সু-খবর কেন না,মেয়েটি মাঝখানে পার্লারে কাজ করতে চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম আর বোধয় পড়াশুনা হবে না।"কেমন আছেন শহিদ পীরেন স্নালের ছেলে-মেয়ে?" নামে থকবিরিম নিউজ.কম
এর জন্য একটি ফিচার লিখেছিলাম।সেখানে পীরেনের ছেলেমেয়েদের বর্তমান অবস্থান জানানোর চেষ্টা করেছিলাম।সেই লেখাটি পড়ে আমেরিকান প্রবাসী কবি বাবুল ডি নকরেক আমার সাথে যোগাযোগ করেন এবং তাদের সম্পর্কে খোঁজখবর রাখার চেষ্টা করেন।আমার মনে হয়,তিনিই ভর্তি করার উদ্যোগ গ্রহণ করেছেন। সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন।আমেরিকা থেকে সবসময় খোঁজ খবর রাখার চেষ্টা করেছেন।কিন্তুু আমরা যারা দেশে আছি আমরা কতজন তা চেষ্টা করি বা করেছি?আমরা কত জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি?সাহায্যের মনোভাব পোষণ করেছি?
শহিদ পীরেন স্নাল সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।শহিদ পীরেন স্নালের রক্তের বিনিময়ে আমরা আজো আ'বিমায় বসবাস করতে পারছি।শহিদ পীরেন স্নালের ছেলে-মেয়েদের দায়িত্বভার আমাদের উপর বর্তায়!!নিজ উদ্যোগে ছেলে-মেয়েদের দায়িত্ব আমরা কতজন নিতে পেরেছি?সত্যি আমরা পারিনি।এই লজ্জা আমরা কোথায় রাখবো?যাদের জন্য শহিদ পীরেন স্নালের মৃত্যুবরণ, তাঁরা শহীদ পীরেনের ছেলেমেয়েদের জন্য কি করেছে?কিছু করেছে?আমি অস্বীকার করছি না, চেষ্টা করা হয়নি।তবে যতটুকু করার কথা আমরা কতটুকু পেরেছি।
আজকের দিনে পীরেনের মেয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে।নিজের পড়াশুনার বাসনা থেকে ভর্তি হয়েছে। এখন আমাদের কি করা উচিত?আমাদের হয়তো কিছু করা দরকার।কাজ করতে হবে।নিজের বিবেকের তাড়না থেকে কিছু করতে হবে।তবে কি ভাবে সাহায্য করা যায়,সেটা নিজেদেরি উদ্যোগ গ্রহণ করতে হবে।
এখন যদি আমরা মেয়েটির জন্য কিছু না করি তাহলে আমাদের জন্য লজ্জার বিষয়, আমরা জাতি হিসাবে ব্যর্থ, ,তাই নয় কী?
সবার কাছে আমার আহ্বান থাকবে,আমাদের মধ্য থেকে মেয়েটির পড়াশুনা দায়িত্বভার গ্রহণ করা উচিত।এবং যে যেমন পারি নিজ উদ্যোগে সাহায্য করার চেষ্টা করি।
মেয়েটি ভর্তি হওয়ার মধ্য দিয়ে আমরা আবার প্রশ্নবিদ্ধ হলাম।জাতি হিসাবে আমরা কতটা কৃতজ্ঞ!!!!!!!!!!!
ছবি:ভূটিয়া উচ্চ বিদ্যালয় |
আজকে প্রশ্নবিদ্ধ গারো জাতি..
চরম হতাশার মাঝেও; আপনাদের একটি সু-খবর দিতে চাই।বছর'২০ শুরুতে শহিদ পীরেন স্নালের মেয়ে "ভূটিয়া উচ্চ বিদ্যালয়ে" অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে।এইটা আমাদের জন্য বিরাট সু-খবর কেন না,মেয়েটি মাঝখানে পার্লারে কাজ করতে চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম আর বোধয় পড়াশুনা হবে না।"কেমন আছেন শহিদ পীরেন স্নালের ছেলে-মেয়ে?" নামে থকবিরিম নিউজ.কম
এর জন্য একটি ফিচার লিখেছিলাম।সেখানে পীরেনের ছেলেমেয়েদের বর্তমান অবস্থান জানানোর চেষ্টা করেছিলাম।সেই লেখাটি পড়ে আমেরিকান প্রবাসী কবি বাবুল ডি নকরেক আমার সাথে যোগাযোগ করেন এবং তাদের সম্পর্কে খোঁজখবর রাখার চেষ্টা করেন।আমার মনে হয়,তিনিই ভর্তি করার উদ্যোগ গ্রহণ করেছেন। সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন।আমেরিকা থেকে সবসময় খোঁজ খবর রাখার চেষ্টা করেছেন।কিন্তুু আমরা যারা দেশে আছি আমরা কতজন তা চেষ্টা করি বা করেছি?আমরা কত জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি?সাহায্যের মনোভাব পোষণ করেছি?
শহিদ পীরেন স্নাল সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।শহিদ পীরেন স্নালের রক্তের বিনিময়ে আমরা আজো আ'বিমায় বসবাস করতে পারছি।শহিদ পীরেন স্নালের ছেলে-মেয়েদের দায়িত্বভার আমাদের উপর বর্তায়!!নিজ উদ্যোগে ছেলে-মেয়েদের দায়িত্ব আমরা কতজন নিতে পেরেছি?সত্যি আমরা পারিনি।এই লজ্জা আমরা কোথায় রাখবো?যাদের জন্য শহিদ পীরেন স্নালের মৃত্যুবরণ, তাঁরা শহীদ পীরেনের ছেলেমেয়েদের জন্য কি করেছে?কিছু করেছে?আমি অস্বীকার করছি না, চেষ্টা করা হয়নি।তবে যতটুকু করার কথা আমরা কতটুকু পেরেছি।
আজকের দিনে পীরেনের মেয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে।নিজের পড়াশুনার বাসনা থেকে ভর্তি হয়েছে। এখন আমাদের কি করা উচিত?আমাদের হয়তো কিছু করা দরকার।কাজ করতে হবে।নিজের বিবেকের তাড়না থেকে কিছু করতে হবে।তবে কি ভাবে সাহায্য করা যায়,সেটা নিজেদেরি উদ্যোগ গ্রহণ করতে হবে।
এখন যদি আমরা মেয়েটির জন্য কিছু না করি তাহলে আমাদের জন্য লজ্জার বিষয়, আমরা জাতি হিসাবে ব্যর্থ, ,তাই নয় কী?
সবার কাছে আমার আহ্বান থাকবে,আমাদের মধ্য থেকে মেয়েটির পড়াশুনা দায়িত্বভার গ্রহণ করা উচিত।এবং যে যেমন পারি নিজ উদ্যোগে সাহায্য করার চেষ্টা করি।
মেয়েটি ভর্তি হওয়ার মধ্য দিয়ে আমরা আবার প্রশ্নবিদ্ধ হলাম।জাতি হিসাবে আমরা কতটা কৃতজ্ঞ!!!!!!!!!!!
No comments