'টিয়াখালী' গারো গ্রাম আ'বিমা অঞ্চলে|| গারো গ্রাম-7||
'টিয়াখালী' গারো গ্রাম আ'বিমা অঞ্চলে।
টিয়াখালী গ্রাম |
গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন(জিবিসি)।
টিয়াখালী গারো গ্রাম।বোঝার উপায় নেই যে, সেখানে গারো পরিবার থাকতে পারে!আ'বিমা অঞ্চলে গুটিকয়েক যে গারো গ্রাম আছে।যে গ্রামগুলো মানুষের আড়ালে থাকে, মানুষ জন কম জানে বা জানতে পারে না।সেটির মধ্যে টিয়াখালী গ্রামটি অন্যতম।টিয়াখালী গ্রামে যেক'টি গারো পরিবার আছে, তাঁর চারপাশে ধান ক্ষেত। ধান ক্ষেতের মাঝখান দিয়ে গ্রাম্য সরু রাস্তা চলেগেছে গারো পরিবার গুলোর দিকে।সরু রাস্তার দুইপাশে গাছপালা। খুব সুন্দর পরিবেশ, ভালো লাগে।একটা বাড়ি থেকে অন্য বাড়ি বেশ দূরে দূরে।গ্রামের বেশিভাগ সদস্য দেশের বিভিন্ন জায়গায় কাজ করে বিধায় গ্রামে গারো শূণ্য মনে হবে বা মনে হতে পারে।তবে টিয়াখালী গ্রামে প্রায় ২৬ টার মতো গারো পরিবার রয়েছে।যে বাড়িগুলো ছিমছাম পরিবেশ বাদ্ধব, পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গা গুলো আড়িবাড়ি।
টিয়াখালী গ্রামে গারো পরিবার কম হলেও,গারো পরিবারগুলো যেদিকে আছে,সেদিকে ঘুরলেই মন ভালো হয়ে যায়।গ্রামের প্রায় প্রত্যেকেই খুব আন্তরিক। টিয়াখালী গ্রামে কাজের সূত্র ছাড়া যাওয়া হয়ে উঠে না।গ্রামের মাঝখানে কিংবা গারো পরিবারগুলোর আশেপাশে কোন দোকানপাট নেই।প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় জিনিস নিতে একটু দূরে যেতে হয়।বর্ষাকালে খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়।কারণ রাস্তা মাটির তারপর আবার লালমাটি।টিয়াখালী গ্রামে একটি 'গারো ব্যাপ্টিষ্ট কনভেনশনের(জিবিসি)' চার্চ আছে।আরেকটি Seventh-day Adventist এর চার্চ আছে।গ্রামে যতবার গিয়েছি ততবার গ্রামটি নিশ্চুপ নির্জীব দেখেছি।কোলাহলপূর্ণ কিংবা মানুষের সমাগম দেখার সৌভাগ্য হয়নি।
গ্রামটিতে চিরান মাহারি বেশি এছাড়াও
মানখিন,সিমসাং, রুরাম,রেমা,চাম্বুগং, দালবত, রিছিল,রংরেং,নকরেক ইত্যাদি মাহারি আছে।
মানখিন,সিমসাং, রুরাম,রেমা,চাম্বুগং, দালবত, রিছিল,রংরেং,নকরেক ইত্যাদি মাহারি আছে।
গ্রামটি ১ নং দুল্লা ইউনিয়ন পরিষদ, উপজেলা মুক্তাগাছা, জেলা ময়মনসিংহে অবস্থিত।
গ্রামের মানুষজন ভালো থাকুক,গ্রামে গারো পরিবার বাড়ুক।এই প্রার্থনা করি।
(ভ্রমণ/সফর
১৫ জানুয়ারি ২০২০।)
১৫ জানুয়ারি ২০২০।)
No comments