'সং নকমা' প্রশাসন ;সাধুপাড়া গ্রাম।।গারো গ্রাম-২।।

'সং নকমা' প্রশাসন ;সাধুপাড়া গ্রাম।

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার


ছবি:অফিস(সং নকমা,সাধুপাড়া গ্রাম)


গারো গ্রামগুলোতে 'সং নকমার'(গ্রামের প্রধান) অস্তিত্ব এখনো বিদ্যমান রয়েছে। তবে প্রশাসনিক কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধাত বা সং নকমার ক্ষমতা কতটা কার্যকরী তা প্রশ্ন থেকেই যায়।সং নকমা কতটুকু ক্ষমতাবান হতে পারে!কিংবা গ্রামের যে কোন সিদ্ধাত নেওয়ার ক্ষেত্রে নকমার অনুমতি বা সেখানে নকমা থাকা আবশ্যক কিনা, আমি জানি না।তবে কোন কোন এলাকায় সং নকমার উপস্থিতি লক্ষ করেছি।



আমি যতগুলো গারো গ্রাম ঘুরেছি, দেখেছি। সাধুপাড়া গ্রামের মতো কোন গ্রামে সং নকমার প্রশাসনিক কার্যালয় কিংবা অফিস দেখি নাই।প্রথমে সাইনবোর্ড দেখে আশ্চর্য হয়েছিলাম! ভাবছিলাম, সত্যি কিনা?তবে সেই সাইনববোর্ড'টি সত্যিই।আমার কাছে 'সং নকমার" অফিস গুরুত্বপূর্ণ    মনে হয়েছে।যা প্রত্যেকটা গ্রামে সত্যিই দরকার।আমি এতদিন "সং নকমার" কথা বলেছি।"সং নকমার" প্রয়োজনীয়তা ও গুরুত্বপূর্ণ ভূমিকা কতটুকু আছে। তা বলার চেষ্টা করেছি, বলছি। বর্তমানে সময়ে এসে "সং নকমা" বিষয়টা কেউ কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।  "সং নকমা" সম্পর্কে আলাপ গল্প করতেও শুনিনা, দেখিও না।আমি জানি না,  "সং নকমা" এখন গুরুত্বহীন কেন?



জানার ইচ্ছা থেকে সাইনবোর্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে। তা দিয়ে যোগাযোগের চেষ্টা করি।দুইবার অফিসে গিয়ে ফিরে আসতে হয়।আমাদের ভাগ্য এতটাই খারাপ যে, তৃতীয় বারের মাথায় আবারো ব্যর্থ হতে হয়।কোন ভাবে আমরা সং নকমার সাথে যোগাযোগ করতে পারিনি।হয়তো ভবিষ্যতে হতেও পারে।অনেক কিছু জানার ইচ্ছা ছিল,তা অজানায় রয়েগেল ।



আমি জাতির নেতৃত্ববৃন্দের কাছে আহ্বান রাখতে চাই।আমার জানা মতে,আ'বিমা এলাকায় যতগুলো গারো গ্রাম আছে।সব গ্রামে "সং নকমা" আছে।তবে নাম মাত্র ও কার্যক্ষমতাহীন এবং অবমূল্যায়ন অবস্থায় আছে।যদি সকল নকমা কে এক করে পরিকল্পনা করে কাজকর্ম  গুছানো যেতো এবং তা যদি বাস্তবায়ন  করা যেতো। যদি "সং নকমার" ক্ষমতা কিংবা কাজের ধরণ চিহ্নিত করতে পারতাম।তাহলে বিশাল বড় আ'বিমা গারো গ্রাম অস্তিত্বের সংকট থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া পেতো। অবশ্য এইটা অতি জরুরী।

আমার মতে, বর্তমান সময়ে এক আলোচনার বিষয় বস্তুু হতে পারে "সং নকমা"।




No comments

Theme images by saw. Powered by Blogger.