"নিশি কান্ত মাজি" নামটি উচ্চারিত হোক।


"নিশি কান্ত মাজি" নামটি উচ্চারিত হোক।

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার

ছবি:কাকরাগুনি। 




"নিশি কান্ত মাজি" নামটি উচ্চারিত হোক বার বার।যে নামে গারো জাতি খুঁজে পাবে নিজেদের সম্পদ।ভবিষ্যত প্রজম্মের জন্য, আমাদের জন্য কতটুকু মূল্যবান সম্পদ তিনি রেখেগেছেন, তার ইতিহাস আমাদের জানা দরকার।
"নিশি কান্ত মাজি'র" কোন লেখা বই আকারে প্রকাশিত  হয়নি।তবে ভবিষ্যতে যদি বই আকারে বের হয়। তাহলে সেটা হবে আমাদের জন্য মূল্যবান সম্পদ।



নিশি কান্ত মাজি এমন একজন ব্যক্তি যিনি নিরবে নিভৃতে গারো সাহিত্য,গারোদের ইতিহাস,ঐহিত্য ইত্যাদি  চর্চা  করেগেছেন মৃত্যু অবধি।প্রচারবিমূখতা কিংবা অপ্রকাশিত লেখার কারণে আমরা তাকে চিনি না।তবে তিনি যে মূল্যবান সম্পদ রেখেগেছেন তার গুরুত্ব আমাদেরি বুঝতে হবে।


তিনি আমাদের জন্য অনেক মূল্যবান সম্পদ লেখা রেখেগেছেন। যেমন,আনাল গুনাল,দিকগী বাদদী,নন নুশাস,আগিনেস পালা,মিসি সালচং, ইতিহাসিক নাটক,আজিয়া,দুরুয়া,খাতা দগগা,গ্রিগা, জাম্বুল মেসা, দুক্কুরুক সুয়া,রেরে,রেরেংজিং,আজিয়া....প্রভৃতি।


ফলে,এখন সময় এসেছে; যারা গারোদের নিয়ে কাজ করেন। বিশেষ ভাবে,লেখক,গবেষক,ব্লগার,ইউটিউবার, সাংবাদিক,সংস্কৃতিমনা বা যে কেউ নিশি কান্ত মাজিকে নিয়ে কাজ করতে পারেন সেই সুযোগটা আছে।আমার জানা মতে,নিশি কান্ত মাজিকে নিয়ে এখন পর্যন্ত কাজ হয়নি।


আগ্রহীরা কাজ করতে পারেন।
কাকরাগুনি গ্রাম,শোলাকুড়ী ইউনিয়ন,মধুপুর উপজেলা,জেলা টাংগাইল।



ছবি:কবর

৫ জানুয়ারি, ২০২০!








No comments

Theme images by saw. Powered by Blogger.