গারো বিয়ে;ডেকোরেশনের বাজার।।জাডিল মৃ।।

গারো বিয়ে;ডেকোরেশনের বাজার।।জাডিল মৃ।।
জাডিল মৃ
তরুণ লেখক এবং ব্লগার


ছবি:আ'বিমা।




সময়ের পরিক্রমায় কত কিছুই তো পরিবর্তন হয়।সেই সুবাধে গারো বিয়ের রীতিনীতি কিংবা বিয়ের সাজসজ্জা তো পরিবর্তন হবেই।তা তো স্বাভাবিক ।আজকে বিয়ের ডেকোরেশন সাথে কিছু যাবতীয় জিনিস নিয়ে আলোচনা করতে চাই।আমাদের বিয়ের ডেকোরেশন প্রতিনিয়ত যেমন আপডেট হচ্ছে;তেমনি খরচের পাল্লাটাও মোটা অংকে চলে যাচ্ছে ।ফলে বর্তমানে লাখের নিচে বিয়ের কল্পনা বা পরিকল্পনা করতে চাওয়া, শুধু মাত্র মরীচিকা। কিন্তুু এত খরচ করে বিয়ে কিংবা বিয়ের ডেকোরেশন যদি নিজস্ব প্রক্রিয়ায় বা নিজ নতুন আইডিয়া বের করতে পারি।মানে হালকা টাকা খরচ করে যদি নিজেরাই সাজাই তাহলে খরচের মাত্রা যেমন কমে।তহলে ডেকোরেশনের সৌন্দর্য অদ্বিতীয় হবেই।



বর্তমানে গারো বিয়ে ডেকোরেশন ছাড়া কল্পনা করা যায়?অবশ্যই যায় না।এখন বিয়ে মানে অনুষ্ঠান,গায়েহলুদ, স্টেজ, সাউন সিস্টেম.......ব্লা ব্লা ব্লা। কিন্তুু ব্যবসায়ীক ডেকোরেশনের সাথে গারো কত জন যুক্ত আছে?বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে কী/করেছে কী বা ইভেন মেনেজমেন্ট?করে নাই!বিয়ে বাদেও ডেকোরেশনের এত বড় বাজার, কেউ কী হাত ছাড়া করে?নিশ্চয় টাকা পয়সার সংকট।তাই ব্যবসা শুরু করছে পাচ্ছে না। অবশ্য ডেকোরেশনের ব্যবসা এককালীন তবুও ডেকোরেশনের সাথে অারো অনেক বিষয় যুক্ত হতে পারে যেমন,ফটোগ্রাফার,ভিডিও,....ইত্যাদি!এখন যদি কেউ ডেকোরেশন নিয়ে উদ্যোগ গ্রহণ করে বা কাজ শুরু করে তাহলে সহজেই  সফল উদ্যোগতা হতে পারবে।কেউ করবে নাকি?এমন মহান উদ্যোগ!



তবে সময়ের সাথে সাথে মানুষ কিন্তুু সচেতন হচ্ছে।নিজস্বতা কিংবা নিজেদের পরিচিত উপাদান দিয়েই ডেকোরেশন বা স্টেজ সাজাচ্ছে। খুব ভালো লাগে যখন দেখি নিজেদের নিজস্বতা ছাপ থাকে।আমি কিছু প্রোগ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছি,  যে ছবিগুলো দেখলে এমনেই মন ভালো হয়ে যাবে।












এই ছবিগুলো, ডিসেম্বর'১৯,জানুয়ারি'২০,ফেব্রুয়ারি'২০ এর ছবি।দেখতেই পাচ্ছেন কত সুন্দর।আশা রাখি ভবিষ্যতে আরো বড় ধরনের সৌন্দর্যমন্ডিত নিজস্বতা বজায় রেখে স্টেজ বা সাজসজ্জা বা প্রোগ্রাম পাবো।
বিয়ে মানে টাকা আর টাকা।এখন ডেকোরেশনে প্রচুর টাকা খরচ করে।চিন্তা করে দেখতে পারো....

No comments

Theme images by saw. Powered by Blogger.