বইমেলা'২০,"থকবিরিম" থেকে নতুন বই! ।। জাডিল মৃ।।

বইমেলা'২০,"থকবিরিম" থেকে নতুন বই!
জাডিল মৃ
তরুণ লেখক এবং ব্লগার






থকবিরিম প্রকাশনী অর্থাৎ গারো সাহিত্যপত্র।যে প্রকাশনী গর্বের সাথে নিরলস ভাবে দেশ ও জাতির জন্য কাজ করে চলছে । থকবিরিম একটি গারো শব্দ।যার বাংলা অর্থ "বর্ণমালা"।  গারোদের মধ্যে সর্বপ্রথম প্রকাশনী সংস্থা হচ্ছে "থকবিরিম"।শুরু থেকেই থকবিরিম গারো জাতি তথা আদিবাসীদের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে লেখা বই বের করছে।যার ফলে আদিবাসী লেখকরা নির্ভরযোগ্য প্রকাশনী পাচ্ছে। তেমনি যারা লেখালেখি করে, তাদের জন্য সুন্দর প্লাটফর্ম তৈরি করেছে থকবিরিম ।


থকবিরিম প্রকাশনী, বইমেলা'২০ সালেও পাঠকদের জন্য নতুন বই নিয়ে স্টলে হাজির হয়েছে।থকবিরিম প্রকাশনী ও থকবিরিম নিউজের কর্ণধার মিঠুন রাকসাম জানান,"এই বার বইমেলা'২০ সালে থকবিরিম প্রকাশনী থেকে ১০টির মতো নতুন বই আসছে ও আসবে।যে বইগুলো থকবিরিম স্টলে পাওয়া যাবে"।গারো জাতি তথা আদিবাসীদের বই মানে এখন নির্ভরযোগ্য প্রকাশনী থকবিরিম। থকবিরিম প্রকাশনী থেকে পাওয়া নতুন বইয়ের কিছু কাভার নিচে দেওয়া হলো।























বইমেলাতে গেলে, অবশ্যই থকবিরিম স্টলে যাবেন। এবং থকবিরিম প্রকাশনীর বই কিনবেন। থকবিরিম যেমন উপকৃত হবে, তেমনি আপনিও নিরাশ হবেন না।থকবিরিম যেমন আমাদের জন্য কিছু করছে।আমরাও থকবিরিম  এর জন্য কিছু করতে পারি।তবেই না সম্পর্কের বোঝাপড়া মজবুত হবে।থকবিরিম এর জন্য শুভ কামনা থাকলো সাথে মিঠুন দা....






No comments

Theme images by saw. Powered by Blogger.