"Da Suraka"মেঘালয় রাজ্যের গারো ব্যান্ড।

"Da Suraka"মেঘালয় রাজ্যের গারো ব্যান্ড।


ছবি:Da Suraka ফেইসবুক পেজ থেকে।



"Da Suraka" জনপ্রিয় একটি গারো ব্যান্ড।নামটি নতুন মনে হচ্ছে?তা তো অবশ্যই! আপনি ঠিক ধরেছেন। এই ব্যান্ডটির পথ চলা বেশিদিন হয়নি।তবে ইতিমধ্যে ব্যান্ডটির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।আমাদের কাছে ব্যান্ডটি অপরিচিত কিংবা নতুন মনে হতে পারে।কিন্তুু ব্যান্ডের পথচলা ইতিমধ্যে অনেকটা বছর পাড়ি দিয়েছে।



আমরা সাধারণত মাতৃভাষায় ভালো গানের জন্য হতাশ হই।ভাবি,এই বুঝি ভালো গান নেই।অথবা একি গান বার বার শুনতে শুনতে অভ্যস্ত হয়েগেছি।নতুন গান চাই,নতুনত্ব চাই।তবে সেটাকে গানের খরা মৌসুম বলা যেতে পারে।আমরা ইতিপূর্বে ভালো গান বা জনপ্রিয় অনেক গান পেয়েছি।কিন্তুু আমাদের মাতৃভাষায় গান পর্যাপ্ত আছে, সেটা বলা যাবে না।অনেক ভাল গান আছে, হয়েছে, হচ্ছে।আমি নিজেই মাতৃভাষায় নতুন গানের জন্য অপেক্ষায় থাকি।কেউ বোধয় গান করছে, গান বের করছে অথবা ভিডিও সহ..ভালো কিছু!



বর্তমানে আমি তিনটা গান শুনি 'Hai china','Ripeng','Maina?'। সবগুলো মেঘালয়া আ'চিকদের(গারো)গান।মাঝে মাঝে গুটিকয়েক শব্দ বুঝি না।তারপরেও গানের মর্মকথা হালকা হলেও বুঝি, বোঝার চেষ্টা করি।এই তিনটি গান বেশিদিন হয়নি, যে রিলিজ পেয়েছে।গানগুলো দারুণ সাড়া ফেলেছে।ব্যক্তিভাবে আমি তিনটি গানের ভক্ত হয়েগেছি। বিশেষ করে "Da suraka" ব্যান্ডের প্রতি।আজকে মূলত গারো ব্যান্ড "Da Suraka" কে উপস্থাপনা বা তাদের সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো।

প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি , Waree Nokrek Marak কে, সকল তথ্য প্রদানের জন্য।যা তথ্য পেয়েছি তা সবকিছু দাদার কারণেই।

"Da Suraka"

 Da suraka একটি পাখির নাম।প্রথমে ব্যান্ডটি যাত্রা শুরু করে ৬ আগস্ট ২০১৭ খ্রিষ্টাব্দে 'Suicide Note' নামে ।পরবর্তীতে ২০১৯ খ্রিস্টাব্দে নাম রাখা হয় ' Da Suraka'।জানতে পারি,ভোকাল বাদে ব্যান্ডের সকল সদস্য ব্যান্ড ছেড়ে দেয় ফলে ভোকালিস্ট নতুন করে ব্যান্ডের যাত্রা শুরু করে।নাম পরিবর্তনের আরেকটা কারণ হচ্ছে গানের সাথে ব্যান্ডের নামের অমিল থাকা।যখন Suicide Note নামে ব্যান্ড ছিল তখন যে গান গুলো রিলিজ হয়েছিল সেই গানগুলো ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। এবং পুরানো গান গুলো নতুন ব্যান্ডের নামে নতুন করে গান করবেন  বলে জানান।নতুন নামে নতুন করে শুরু করা ব্যান্ডটি ইতিমধ্যে শ্রোতা জনপ্রিয়তা লাভ করেছে।আমরা আশা করতেই পারি, Da Suraka ব্যান্ডটি গারো জাতির জন্য একটি মাইফলক হয়ে দাঁড়াবে।আপাতোত যে দু'টি গান বের হয়েছে। এই দু'টি গানেই ভক্ত হয়েগেছি। দু'টি গানের মাধ্যমেই বুঝতে পারছি ভবিষ্যতে আমাদের জন্য মানে শ্রোতাতের জন্য কী অপেক্ষা করছে।গানটি শুনে থাকলে আমার সাথে একমত হবেন যে দু'টি গান বের হয়েছে তা মাস্টার পিস।বিশেষ করে 'Maina?' গানটি।


ব্যান্ডের সদস্যের নাম দেওয়া হলো...

>Ricky Abbot Marak On Vocals
>Chukambe Marak On Base Guitar
>Changteang Marak On Lead Guitar
>Pious S Marak On Rhythm/Lead Guitar
>Bong Hardihood A Sangma On Drums


শুনেছি, ভবিষ্যতে ব্যান্ডটি বাংলাদেশে আসবে।
যদি আসে আমাদের জন্য নিশ্চিয় আরেকটি মাইফলক হবে,"Notes Of Aronnga" মতো








No comments

Theme images by saw. Powered by Blogger.