"কাকরাগুনি" গ্রাম;গারোদের জন্য হতে পারে রোল মডেল।।গারো গ্রাম-৯।।জাডিল মৃ।।


"কাকরাগুনি" গ্রাম;গারোদের জন্য হতে পারে রোল মডেল।।গারো গ্রাম-৯।।জাডিল মৃ।।

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার

ছবি-হারিয়াকোনা




আমাদের শীতকালীন ক্যাম্পাস ছুটি প্রায় বিশ(২০) দিনের।ছুটির দিনে কিংবা সুযোগ থাকলে, যতটুকু পারি আ'বিমার প্রতিটা গারো গ্রামে যাই। যেতে চেষ্টা করি।বার বর গ্রামগুলো দেখার চেষ্টা করি,পর্যবেক্ষণের চেষ্টা করি,ভাবতে চেষ্টা করি,কাজের পরিকল্পনা নিতে চেষ্টা করি,গ্রামের পরিবর্তন দেখি,মানুষজন দেখি, নতুন মানুষ খুঁজি,পুরাতন পরিচিতদের সাথে সম্পর্ক উন্নতির চেষ্টা করি,লেখার কন্টেন্ট খুঁজি,নতুন কিছু খুঁজি, আরো অনেক কিছুই করি!



আমি এবং জ্যাক হাজং,
সেদিন ঘুরতে ঘুরতে গিয়ে হাজির হই কাকরাগুনি গ্রামে।যে গ্রামটি আ'বিমায় অবস্থিত।গিয়ে দেখি গ্রামের মানুষ এক সাথে বসে গল্প  করছে,কেউ রান্না করছে,কেউ লিখছে,কেউবা চেয়ার টেবিল সড়াছে।আমরা গ্রামের আগন্তুুক বলে হোন্ডা থেকে নামার সাথে সাথে আমাদের দিকে সবাই বিস্ময় চোখে তাকিয়ে ছিল।খুবই বিব্রতবোধ করছিলাম।পরে আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হয়ে যায়।আমরা মূলত গিয়েছিলাম "লতিন সিমসাং "নামক মুরুব্বীর কাছে। যিনি প্রায় ১৬ বছর ধরে পীরেন স্নালের খিম্মায় "খুথুপ" পড়িয়ে আসছেন।তাঁর সাথেই মূলত আমাদের কিছুক্ষণেরর জন্য আলাপচারিতা হয় এবং থকবিরিম নিউজের জন্য ফিচার লিখি।কথার প্রসঙ্গে জানতে পারলাম,কাকরাগুনি গ্রামের আজকে উন্নয়ন মিটিং হবে।ফলে আমরাও কথা না বাড়িয়ে তাঁর সাথে দেখাসাক্ষাৎ বা কথাবার্তা সংক্ষিপ্ত করলাম।কারণ, আমরা মনে করেছিলাম গ্রামের মিটি্ং এ আমাদের থাকা উচিত হবে না।গ্রামের গুরুত্বপূর্ণ সিদ্ধাত নিবে এবং যেহেতু শুধুমাত্র গ্রামের মিটি্ং। ফলে, আমরা তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে আসি।



তিনি বাদেও গুটিকয়েক জনের সাথে আমাদের কথা বার্তা হয়।তা থেকেই হালকা ধারণা নিয়ে চলে আসি।আমাদের কাছে মনে হয়েছে কাকরাগুনি গ্রামের মতো প্রতিটা গ্রামেই সেটা প্রযোজ্য।যেটুকু ধারণা পেয়েছি তা এমন..
গ্রামের উন্নয়ন মিটিং এ সিদ্ধাত হবে বা হয়।গ্রামের কারো জমিজমা বিক্রি হলে তা ক্রয়ের অগ্রাধিকার থাকবে গ্রামের মানুষ তাঁরপর আ'চিক মান্দি(গারো)।গ্রামের একতা মজবুত ও গ্রাম উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত। গ্রামে ভালো মন্দ রক্ষণাবেক্ষণ বিপদ আপদ দায় দায়িত্ব সকলেই বুঝে নিবে হবে।গ্রামের উন্নয়ন ও গ্রাম রক্ষায় সকলের অংশীদার হতে হবে।
এটুকুই জানতে পেরেছি।হয়তো আরো সিদ্ধাত নিতে পারে যা আমার জানা নাই।



গ্রামের উন্নয়ন মিটিং দেখতে পেরে মনে শান্তি লেগেছে। গ্রামের মানুষগুলো সচেতন হচ্ছে, ঐক্য তৈরি হচ্ছে,কাজ করতে দৃঢ় প্রতীক্ষ। এইগুলো শুনতে কার না ভালো লাগে!স্বপ্ন দেখি প্রত্যেকটা গারো গ্রাম সচেতন হোক।গ্রামের সকল মানুষের হিংসা বিবাদ মুছে যাক।উন্নয়ন ও উন্নতি আসুক।এক সাথে থাকুক,কাজ করুক ও একে অপরকে সাহায্য করুক, বিশ্বাস বাড়ুক।এইগুলোই তো হওয়া উচিত।
কাকরাগুনি গ্রামের জন্য, গ্রামের মানুষের জন্য রইল শুভ কামনা।গারো গ্রামের অস্তিত্ব থাকুক যুগ থেকে যুগান্তর।

৫/১/২০২০ খ্রিষ্টাব্দ।

No comments

Theme images by saw. Powered by Blogger.