ভারতের ওয়ানগালায় বাংলাদেশি "গারো"!

ভারতের ওয়ানগালায় বাংলাদেশি "গারো"!


ছবি:A'chik Krima.




ভারতের ওয়ানগালায় বাংলাদেশি গারোদের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে শুনে, আমি আনন্দিত সাথে উচ্ছ্বসিত।দুই দেশের মধ্যে গারো জাতিগোষ্ঠীর যে সম্পর্ক স্থাপন হচ্ছে এবং মিলনমেলার যে পরিবেশ তৈরি হচ্ছে। তা প্রসংশা না করে থাকতে পারছি না।১৯৪৭ সালে দেশ ভাগের পর গারো জাতিগোষ্ঠী ভারত এবং বাংলাদেশ নামে পৃথক আলাদা রাষ্ট্রে ভাগ হয়ে যায়।দেশ ভাগের পর থেকে ওপার এবং এপারের   গারো জাতিগোষ্ঠীর যে সম্পর্কের মিলনমেলা বা নিজেদের মধ্যে যে আদান প্রদান তা কমতি বা কমি ছিল ।




তবে ইদানিং আদান প্রদানের বিষয়গুলো চোখে পড়ার মতো।ব্যক্তিগতভাবে কিংবা প্রতিষ্ঠান থেকে অনেকে প্রতিনিধিদল হিসাবে বা আত্নীয় স্বজনের কাছে বা ট্যুরিস্ট হিসাবে ভারতে সফর করেছেন। এছাড়াও ওপার থেকেও অনেকেই এসেছেন এদেশে।কিন্তুু এখন পর্যন্ত শক্ত মজবুত কোন প্লাটফর্ম তৈরি হয়নি।যে প্লাটফর্ম সম্পর্ক গুলোকে আরো গাঢ় ও মধুর করবে। ফলে অনেকেই আছেন যারা ইচ্ছা থাকা সত্ত্বেও ভারতীয় গারোদের সাথে দেখা করতে পারছেন না বা দেখা হচ্ছে না বা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে না।



ঢাকা ওয়ানগালা'১৯ সালে, মেঘালয়া রাজ্য এবং ত্রিপুরা রাজ্য থেকে গারোদের প্রতিনিধিদল এসেছিল।ওয়ান্নাতে এসে তাঁরা খুব আদর অাপ্যায়ন পেয়েছেন।এক কথায় তাঁরা মুগ্ধ হয়েছেন। তাদের বাংলাদেশে এসে ভালো লেগেছে,তা ইন্টারভিউ ও ভিডিও থেকে জানতে পেরেছি ।কিন্তুু ভারতের কোন রাজ্যে, দেশীয় কোন গারোদের বিশাল বড় দলের মুভমেন্ট এইটাই প্রথম।হতে পারে।আমি জানি না।যাঁরা ভারতে গিয়েছেন সবার জন্য রইল ভালোবাসা এবং শুভকামনা। আশা রাখি,সম্পর্কের বন্ধন যে তৈরি হচ্ছে তা যেন চালু থাকে এবং প্রতিনিয়ত যেন সম্পর্কগুলো আপডেট হয়।বিশ্বাসের জায়গায়টা যেন বৃদ্ধি পাই।এই কামনা করি।


ত্রিপুুুরা রাজ্যের, ১৫তম স্টেন্ট  ওয়ান্না'তে  সফর আমি ইতিবাচক হিসাবে দেখছি।আপনারা কেমন দেখছেন বা কী মত পোষণ করছে তা কমেন্টে জানাবেন।


No comments

Theme images by saw. Powered by Blogger.