১০ বছর বাদে নিজ গ্রামে!
১০ বছর বাদে নিজ গ্রামে!
জাডিল মৃ(Jadil Mri)
মনে হতে পারে খুব আশ্চর্যের কথা; দশ বছর বাদে আমি নিজ গ্রামে!হ্যাঁ,সত্যি কথাই বলছি; করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক মাসের মতো আমি নিজ গ্রামে অবস্থান করছি।যে গ্রামে আমার জন্ম,যে গ্রামে আমার বেড়ে উঠা সেই গ্রামে ঠিক ১০ বছর বাদে এত দীর্ঘ সময় ধরে গ্রামে অবস্থান করছি তার মূল কারণ ভাইরাসের আর্শীবাদ,হয়তো! আমি যখন ৬ষ্ট শ্রেণীতে উঠেছিলাম তখন গ্রাম ছেড়ে আমার বাবার বাড়ি ভূটিয়া গ্রামে চলে যাই(বাবাকে থানারবাইদ গ্রামে জামাই নিয়ে আসা হয়েছিল)। ফাইভ পাশ করার পরে আমি ভূটিয়া গ্রামে চলেগিয়েছিলাম।সে-ই যে গেলাম, তারপর থেকে থানারবাইদ গ্রামে মানে নিজ বাড়িতে দীর্ঘ সময় থাকা হয়নি।বাড়িতে আসলেও দুই কী তিন দিন থাকতাম,তারপর আবার ভূটিয়া গ্রামে চলে যেতাম।ভূটিয়া গ্রামে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম বিধায় থানারবাইদ গ্রাম অসহ্য লাগতো।অভ্যস্ততা কারণে এখনো ঠিকমত গ্রামে মানিয়ে নিতে পারিনি, অনেক ক্ষেত্রে সমস্যা হয় তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। করোনাভাইরাসের কারণে ঠিক ১০ বছর পর আমি গ্রামে অবস্থান করছি।নতুন করে আবার গ্রামের সাথে পরিচিত হচ্ছি।ব্যাপারটা দারুণ লাগে যখন ছোটবেলার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়,কথা হয়,ছোটবেলার স্মৃতিরোমন্থন করি।
ভাইরাসের কারণে কোন জায়গাতে যেতে চাওয়াটাও অপরাধ ফলে বাড়ির আশেপাশে এদিক সেদিক করা ছাড়া উপায় নেই।যখন গ্রামের পরিচিত কোন মুখ দেখি মানে পূর্ব পরিচিত কেমন জানি তাদের কে বেশি বেশি বয়স্ক লাগে।মনে হয়,এই তো সেদিন মাত্র খুব শক্ত, জোয়ান, শক্তিশালী, যুবক বয়সী দেখেছিলাম।যাদের শক্ত সামর্থ্য শক্তি ছিল আজ তাদের কে কেমন দুর্বল লাগছে।নিজেকে খুবই ছোট মনে হয় আর মনে হয় সবি পরিবর্তন হচ্ছে, হয়েছে;শুধু মাত্র আমি ছাড়া।নিজেকে অপরিবর্তিত মনে হয়।কিন্তুু এর মাঝে ১০টা বছর চলেগেছে,তার হিসাব ভুলে যাই।বসে চিন্তা করছিলাম, এই ১০ বছরে আমি গ্রামের কতকিছুই দেখিনি শোনার সুযোগ হয়নি।যাক গে,নতুন করে আবার পরিচিত হচ্ছি,মানুষজন দেখছি,গ্রামের সুবাতাস গায়ে মাখছি,মন্দ না,সময় কেটে যাচ্ছে অবিরত..
অনেকদিন বাদে সেদিন বিকালের সূর্য যখন নিভু নিভু তখন আমার প্রিয় প্রাইমারি স্কুলে গিয়েছিলাম। মাঠের এক কোণে ঘাসের উপর শুয়ে সূর্যাস্ত দেখেছিলাম।আ-হা!তখন ভাবছিলাম কবে কোথায় কিভাবে ১০টা বছর চলেগেল টের পেলাম না।আমার স্কুলের মেয়ে বন্ধুরা বেশিভাগ বিয়ে করে ফেলেছে, ছেলেরা অবশ্য বাকি আছে।আমিও বাকি আছি,হাহাহাহহাহাাহ!!!
এই স্কুল মাঠে অনেক স্মৃতি আছে ভালোবাসা আছে আবেগ আছে।যতদূর মনে পড়ে এই স্কুলের পাঠ্যদান কিংবা নিয়মকানুন বা স্কুলের ডিজাইন বা চেয়ার টেবিল অন্যান্য স্কুলের মতো ছিল না সবকিছুই অদ্ভুত ছিল মানে অন্যরকম।
থানারবাইদ গ্রামটা বড় হওয়ার সুবাধে অনেকগুলো পাড়া হয়েছে।যা আজকে কিছু পাড়া গ্রাম হিসাবে বিবেচনা করা হয়।এখন পর্যন্ত গ্রামে অনেক শান্তি তে আছি।আমাদের বাড়ি গ্রামের শেষ মাথায় পড়েছে মানে শেষ সীমানা।
সবকিছুই ভালো লাগছে,১০ বছর বাদে গ্রামে দীর্ঘসময় অবস্থান করছি।
জাডিল মৃ(Jadil Mri)
ছবি-সৌহার্দ চিরান। |
মনে হতে পারে খুব আশ্চর্যের কথা; দশ বছর বাদে আমি নিজ গ্রামে!হ্যাঁ,সত্যি কথাই বলছি; করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক মাসের মতো আমি নিজ গ্রামে অবস্থান করছি।যে গ্রামে আমার জন্ম,যে গ্রামে আমার বেড়ে উঠা সেই গ্রামে ঠিক ১০ বছর বাদে এত দীর্ঘ সময় ধরে গ্রামে অবস্থান করছি তার মূল কারণ ভাইরাসের আর্শীবাদ,হয়তো! আমি যখন ৬ষ্ট শ্রেণীতে উঠেছিলাম তখন গ্রাম ছেড়ে আমার বাবার বাড়ি ভূটিয়া গ্রামে চলে যাই(বাবাকে থানারবাইদ গ্রামে জামাই নিয়ে আসা হয়েছিল)। ফাইভ পাশ করার পরে আমি ভূটিয়া গ্রামে চলেগিয়েছিলাম।সে-ই যে গেলাম, তারপর থেকে থানারবাইদ গ্রামে মানে নিজ বাড়িতে দীর্ঘ সময় থাকা হয়নি।বাড়িতে আসলেও দুই কী তিন দিন থাকতাম,তারপর আবার ভূটিয়া গ্রামে চলে যেতাম।ভূটিয়া গ্রামে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম বিধায় থানারবাইদ গ্রাম অসহ্য লাগতো।অভ্যস্ততা কারণে এখনো ঠিকমত গ্রামে মানিয়ে নিতে পারিনি, অনেক ক্ষেত্রে সমস্যা হয় তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। করোনাভাইরাসের কারণে ঠিক ১০ বছর পর আমি গ্রামে অবস্থান করছি।নতুন করে আবার গ্রামের সাথে পরিচিত হচ্ছি।ব্যাপারটা দারুণ লাগে যখন ছোটবেলার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়,কথা হয়,ছোটবেলার স্মৃতিরোমন্থন করি।
ভাইরাসের কারণে কোন জায়গাতে যেতে চাওয়াটাও অপরাধ ফলে বাড়ির আশেপাশে এদিক সেদিক করা ছাড়া উপায় নেই।যখন গ্রামের পরিচিত কোন মুখ দেখি মানে পূর্ব পরিচিত কেমন জানি তাদের কে বেশি বেশি বয়স্ক লাগে।মনে হয়,এই তো সেদিন মাত্র খুব শক্ত, জোয়ান, শক্তিশালী, যুবক বয়সী দেখেছিলাম।যাদের শক্ত সামর্থ্য শক্তি ছিল আজ তাদের কে কেমন দুর্বল লাগছে।নিজেকে খুবই ছোট মনে হয় আর মনে হয় সবি পরিবর্তন হচ্ছে, হয়েছে;শুধু মাত্র আমি ছাড়া।নিজেকে অপরিবর্তিত মনে হয়।কিন্তুু এর মাঝে ১০টা বছর চলেগেছে,তার হিসাব ভুলে যাই।বসে চিন্তা করছিলাম, এই ১০ বছরে আমি গ্রামের কতকিছুই দেখিনি শোনার সুযোগ হয়নি।যাক গে,নতুন করে আবার পরিচিত হচ্ছি,মানুষজন দেখছি,গ্রামের সুবাতাস গায়ে মাখছি,মন্দ না,সময় কেটে যাচ্ছে অবিরত..
ছবি-স্কুলের বারান্দায়। |
অনেকদিন বাদে সেদিন বিকালের সূর্য যখন নিভু নিভু তখন আমার প্রিয় প্রাইমারি স্কুলে গিয়েছিলাম। মাঠের এক কোণে ঘাসের উপর শুয়ে সূর্যাস্ত দেখেছিলাম।আ-হা!তখন ভাবছিলাম কবে কোথায় কিভাবে ১০টা বছর চলেগেল টের পেলাম না।আমার স্কুলের মেয়ে বন্ধুরা বেশিভাগ বিয়ে করে ফেলেছে, ছেলেরা অবশ্য বাকি আছে।আমিও বাকি আছি,হাহাহাহহাহাাহ!!!
এই স্কুল মাঠে অনেক স্মৃতি আছে ভালোবাসা আছে আবেগ আছে।যতদূর মনে পড়ে এই স্কুলের পাঠ্যদান কিংবা নিয়মকানুন বা স্কুলের ডিজাইন বা চেয়ার টেবিল অন্যান্য স্কুলের মতো ছিল না সবকিছুই অদ্ভুত ছিল মানে অন্যরকম।
থানারবাইদ গ্রামটা বড় হওয়ার সুবাধে অনেকগুলো পাড়া হয়েছে।যা আজকে কিছু পাড়া গ্রাম হিসাবে বিবেচনা করা হয়।এখন পর্যন্ত গ্রামে অনেক শান্তি তে আছি।আমাদের বাড়ি গ্রামের শেষ মাথায় পড়েছে মানে শেষ সীমানা।
সবকিছুই ভালো লাগছে,১০ বছর বাদে গ্রামে দীর্ঘসময় অবস্থান করছি।
No comments