পরিচিত মানুষগুলো হারিয়ে যায়..অপ্রত্যাশিত ভাবে
Jadil Mri
পরিচিত মানুষগুলো হারিয়ে যায়..
পরিচিত মানুষগুলো না বলেই কোথায় যেন হারিয়ে যায়।যত খুঁজি যত দেখা পাওয়ার চেষ্টা করি, সব সময় আমি ব্যর্থ হই।আমি নিজেকে নিজে, মনকে বড়ই অভিযোগ করি, আমি কেন আগে বুঝি নাই?যখন থাকে না তখন বড়ই আপসোস হয়।মনে মনে ভাবতে থাকি, আরে! আমি বড় অপরাধী। কারন, যখন থাকে তখন কেন অনেক ভালো ব্যবহার করি নাই? তখন কেন আরো ভালো আচরন করি নাই?জানো তো,এই মৃত্যুর সময় সবার কাছে আসবে।আমার কাছেও আসবে।আমি কি সহজে বরণ করতে পারবো?আমি জানি না।
অনেক দিন না দেখলে মনে মনে খুঁজি,দেখার ইচ্ছা হয়, পরিচিত মুখের কথা মনে হয়।বিতৃষ্ণা থেকে যখন জিঙ্গাসা করি অমুক কোথায়!যখন বলে মারা গেছে,আমার ভেতর টা কেমন যেন চিন করে উঠে।কোথায় কবে কোন সময় মারা যায় এই আধুনিক যুগেও খবর পাই না।নাকি আমার ব্যর্থতা?
আমি তো এত বড় হয়নি, নাকি নিজেকে এত বড় মনে হয় না!
সময় খুবই স্বার্থপর, কেমন কেমন করে যেন চলে যায়..
তেমনি আস্তে আস্তে পরিচিত মানুষগুলো হারিয়ে যায় অপ্রত্যাশিত ভাবে।
পরিচিত মানুষগুলো হারিয়ে যায়..
Jadil Mri |
পরিচিত মানুষগুলো না বলেই কোথায় যেন হারিয়ে যায়।যত খুঁজি যত দেখা পাওয়ার চেষ্টা করি, সব সময় আমি ব্যর্থ হই।আমি নিজেকে নিজে, মনকে বড়ই অভিযোগ করি, আমি কেন আগে বুঝি নাই?যখন থাকে না তখন বড়ই আপসোস হয়।মনে মনে ভাবতে থাকি, আরে! আমি বড় অপরাধী। কারন, যখন থাকে তখন কেন অনেক ভালো ব্যবহার করি নাই? তখন কেন আরো ভালো আচরন করি নাই?জানো তো,এই মৃত্যুর সময় সবার কাছে আসবে।আমার কাছেও আসবে।আমি কি সহজে বরণ করতে পারবো?আমি জানি না।
অনেক দিন না দেখলে মনে মনে খুঁজি,দেখার ইচ্ছা হয়, পরিচিত মুখের কথা মনে হয়।বিতৃষ্ণা থেকে যখন জিঙ্গাসা করি অমুক কোথায়!যখন বলে মারা গেছে,আমার ভেতর টা কেমন যেন চিন করে উঠে।কোথায় কবে কোন সময় মারা যায় এই আধুনিক যুগেও খবর পাই না।নাকি আমার ব্যর্থতা?
আমি তো এত বড় হয়নি, নাকি নিজেকে এত বড় মনে হয় না!
সময় খুবই স্বার্থপর, কেমন কেমন করে যেন চলে যায়..
তেমনি আস্তে আস্তে পরিচিত মানুষগুলো হারিয়ে যায় অপ্রত্যাশিত ভাবে।
No comments