Hari Hajong এর কবিতাগুচ্ছ-২
Hari Hajong
ছবি:রাঙামাটি |
(১)
আমি একটা রাষ্ট্রে বাস করি
পাহাড়ের কুল ঘেঁষে বয়ে চলা ঝর্ণার পানির অক্লান্ত ছুটে চলা,
সবুজে ঘেরা নির্মল বাতাস বয়ে চলা পাহাড়ের প্রকৃতি,
সবই কেমন জানি ফ্যাকাসে হয়ে গেছে,
পাহাড়ের মানুষ কেমন জানি কি একটা ভয়ের মধ্যে বসবাস করছে।
আমি সেই রাষ্ট্রে বাস করি, যে রাষ্ট্রে বাক স্বাধীনতা নেই,
আমি সেই রাষ্ট্রে বাস করি, যে রাষ্ট্রে ধর্ষকের কোনো বিচার নেই,
খাবারে ভেজাল, দূষিত বাতাস, দুর্গন্ধ পরিবেশ,
আমি এই রাষ্ট্রের মধ্যে বসবাস করি।
আমি সেই রাষ্ট্রে বাস করি, যে রাষ্ট্রে আমি মানুষ হিসেবে নই ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে বাঁচি,
আমি একটা রাষ্ট্রে বাস করি যেখানে ধনী গরিবের আকাশ পাতাল বৈষম্য,
আমি সেই রাষ্ট্রে বাস করি যেখানে রক্ষকই ভক্ষক,
আমি সেই রাষ্ট্রে বাস করি যেখানে নিরাপত্তা বলে কিছু নেই।
যে রাষ্ট্রে আইন কানুন শুধু উনাদের জন্য, নিরাপত্তাও উনাদের জন্য,
যে রাষ্ট্রে নারী শিশু হরহামেশাই নির্যাতনের শিকার হয়,
যে রাষ্ট্রে মুক্ত পাখিদেরও উড়তে মানা, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া!
যেখানে উনাদের কথার অমান্য করিলে আমি রাষ্ট্র দ্রোহী।
(২)
ভালো থাকুক ভালোবাসা
ভালো থাকুক ভালোবাসা
মার ভালোবাসা, বাবার ভালোবাসা।
ভাইয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা,
বেঁচে থাকুক সবার ভালোবাসা ।
বন্ধুর ভালোবাসা, বান্ধবীর ভালোবাসা,
ভালো থাকুক ভালোবাসা গুলো।
ঘাসের সাথে শিশিরের ভালোবাসা,
আঁধারের গায়ে জোনাকির ভালোবাসা,
রাজপথের সাথে লেমপোস্টের ভালোবাসা,
জন্মের সাথে আনন্দের, মৃত্যুর সাথে কান্নার ভালোবাসা।
ভালো থাকুক প্রেমিক প্রেমিকার ভালোবাসা,
নীলের সাথে অসীম আকাশের ভালোবাসা,
রজনীর সঙ্গে চাঁদের আলোর ভালোবাসা,
গোধুলির সাথে লাল কুসুম সূর্য মামার, নিরাশার সাথে আশার।
বেঁচে থাকুক মানুষের সাথে মানুষের ভালোবাসা,
হারিয়ে যাক মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত
হারিয়ে যাক মানুষের অপসংস্কার, হিংসা,
জেগে থাকুক মানুষের ভালোবাসা।
ভালো থাকুক মানুষ
ভালো থাকুক ভালোবাসা
ভালো থাকুক পৃথিবী
বেঁচে থাকুক মানুষের ভালোবাসা।
(৩)
কথোপকথন
ভোরের পাখিরা গুনগুন গান গাইছে,
র্পূব আকাশে রক্তিম র্সূয উকিঁ দিচ্ছে।
মোবাইলের কলের রিংটন,
কিরিং কিরিং করে বেজে উঠল।
নাম্বারটা অচেনা, রিসিভ করলাম,
কেমন আছ? ওপাশ থেকে প্রশ্ন করল।
ভালো আছি, আপনি কেমন আছেন?
আমিও ভালো, চিনতে পেড়েছ আমাকে?
নাতো! আপনি কে?
জানি, তুমি খুব সহজেই ভুলে যাবে আমাকে।
মনে পড়ে তোমার সেই বন্ধুকে,
যাকে তুমি কখনোই ভুলবে না, কথা দিয়েছিলে।
স্মরন হয়েছে কি তোমার?
যাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলে।
তুমি ছিলে ভুলোমনা,
তবুও আমার জন্য কবিতা লিখে আনতে।
কবিতা আমার পছন্দের ছিল,
তাই কবিতা আবৃতি করে শোনাতে।
হুম, মনে পড়েছে।
হ্যালো, চুপ করে যে রইলে।
বল, কি বলবে? শুনতেছি।
তুমি সেই আগের মতই রইলে।
এখনও একদম পাল্টাওনি,
ও, তোমার সহধর্মীনি কেমন আছে?
কথা বলছ না কেন?
তোমার সন্তানেরা কেমন আছে?
তোমার এইসব প্রশ্ন অর্নথক,
তুমি আমাকে মাফ করবে না জানি।
আমি সেদিন মিথ্যে বলেছিলাম,
এখনও বিয়ে করিনি।
জুনজুনি..
(৪)
ক্যানভাস
আমার মনের ক্যানভাসটা সাদাকালো
পুরোনো ঘরের মতো ভরে আছে ধুলো,
বনের কিছু মায়াবী বুনোফুল
আর তোমার ছবি, সাজিয়ে রেখেছি এলোমেলো।
এই মনের ক্যানভাসে তোমার আসা যাওয়া
চুপি চুপি ঢুকে গেছ এই মনের প্রাসাদে,
শক্ত করে লাগিয়েছি তালা
ভাঙ্গবে না কখনো কোনো অবসাদে।
আমায় দাও কিছু স্বপ্ন তোমার
আমিও দেখতে চাই স্বপ্ন, নিয়ে তোমায়,
কুড়িয়ে পাওয়া ভালোলাগা গুলো
চাই না হারাতে এখনি তোমায়।
আমি পায় না খুজে তোমায় আলোতে
অন্ধকারে তোমার দেখা মিলে,
ক্যানভাসে সংরক্ষিত স্বপ্ন গুলো
উজ্জলতায় হাসে মনের অন্তরালে।
জুনজুনি....
(৫)
আদিবাসী
তোমার ভাষায় ফুটে উঠে
এই পৃথিবীর সৌর্ন্দয্য,
তুমি আদিম, তুমি সাম্য
তুমি পৃথিবীকে করেছ বাসযোগ্য।
তুমি প্রকৃতির পরম বন্ধু
প্রকৃতির সাথে তোমার জীবনের বন্ধন,
তুমি রয়েছ পৃথিবীর সর্বময়
তোমার সাথে কখনো পৃথিবীর হবে না খন্ডন ।
আদিবাসী তুমি সহজ সরল
কখনো অন্যায়কে দাও না পশ্রয়,
আদিবাসী তুমি প্রতিবাদী
তোমার কন্ঠে থাকে ন্যায়ের কথা সবসময়।
আদিবাসী তুমি ন্যায়ের প্রতিক
মিথ্যেরা তোমায় গ্রাস করতে পারে না,
আদিবাসী তুমি নিঃস্পাপ
তোমাকে পাপ ছুঁতে পারে না।
তুমি হাজং মাতা রাশিমনি আর কল্পনা চাকমা
তুমি পীরেন স্নাল আর চলেশ রিছিল,
আদিবাসী তুমি সিদুকানু এবং এম এন লারমা
আদিবাসী তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল।
আদিবাসী তুমি বিশ্ব ব্রক্ষ্মান্ডের প্রাণ
তুমি অতিথি পরায়ণ,
আদিবাসী তুমি এই ভূবনের আদিমবাসী
শত্রুর ভয়ে কর না পলায়ন।
তুমি স্বাধীনচেতা
তুমি চিরন্তন,
তুমি রবে চিরকাল
এই ভূখন্ডে বহমান।
(৬)
পরাণের সুর
ফুরফুরে বাতাস গোধূলির আকাশে সূর্য হাসে
সুখি তোমার কোমল চরনে নপূর ঝন ঝন বাজে
ছাদে তুমি আর আমি একান্ত প্রেম লীলায় মগ্ন
সুখি আমার হৃদয়ে তোমার পরানের সুর বাজে।
(৭)
নষ্ট
আমি নাকি নষ্ট হয়ে গেছি!
হা… হা..হা…হা..
হ্যাঁ আমি নষ্ট হয়ে গেছি।
সিগারেট টানলে, মদ্য পান করলে
যদি নষ্ট হয়ে যায়, তবে আমি নষ্ট।
যদি সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকে, কারো খবর না নিলে
নষ্ট হয়ে যায়, তাহলে আমি নষ্ট।
কারো প্রেমে পড়ে, প্রেমিক হতে চাইলে
কাউকে ভালোবাসলে,এটাকে যদি নষ্ট বলে,
তাহলে হ্যাঁ আমি নষ্ট হয়ে গেছি।
তথাকথিত সমাজের ভদ্রটার খোলসে না থাকলে,
যদি এটাকে নষ্ট হওয়া বলে, তবে আমি নষ্ট।
সমাজের প্রচলিত প্রথা না মেনে চললে,
যদি নষ্ট হওয়া বলে, তাহলে হ্যাঁ আমি নষ্ট।
ভদ্রটার মুখোশ পড়া মানুষের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে,
যদি নষ্ট হওয়া বলে, তাহলে আমি নষ্ট হয়ে গেছি।
হ্যাঁ আমি নষ্ট হচ্ছি,
আমি আরো বেশি নষ্ট হবো,
সব কিছু চুরমার করে, সব বাধা পেরিয়ে,
আমি নষ্ট হবো, নষ্টই থাকবো।
Vloi liksos chaliye ja
ReplyDeleteধন্যবাদ
DeleteNice.. love it
ReplyDelete