আ'চিক মৌলিক গানের খোঁজে
Jadil Mri
আ'চিক মৌলিক গানের খোঁজে
ছবি:কপি ফেইসবুক |
চিন্তা বা ভাবনার জায়গা থেকে অনেকে, অনেক ভাবে জাতির জন্য কাজ করে চলছে।কারো হয়তো কাজ প্রকাশিত হয় আবার কারোর হয়তো গোপন থেকে যায়।সবকিছু পরেও আমাদের গারো জাতি অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় অনেকটা এগিয়ে।এইটা সন্দেহের কোন কারন নাই।কিন্তুু আমাদের মূল যে সমস্যা দিন দিন প্রকট হচ্ছে সেটা হলো," ভাষা"।জানি না আর কত বছর টিকে থাকবে বা আদৌ কি শত বছর টিকে থাকবে
কিনা আমি জানি না।ভাষা নিচিহ্ন হওয়া মানে জাতি বিলুপ্ত হওয়া।অনেকের ভাবনার মধ্যে ভাষা নিয়ে কাজ করার প্রবণতা লক্ষ করা যায়,তবে খুব অল্প সংখ্যক। অধিকাংশ লোকি বলে থাকে নিজের ভাষা রক্ষা করা দরকার চর্চা করা দরকার আদৌ কি তারা এই উপলদ্ধি বিশ্বাস করে কিনা, আমার জানা নাই।
কিনা আমি জানি না।ভাষা নিচিহ্ন হওয়া মানে জাতি বিলুপ্ত হওয়া।অনেকের ভাবনার মধ্যে ভাষা নিয়ে কাজ করার প্রবণতা লক্ষ করা যায়,তবে খুব অল্প সংখ্যক। অধিকাংশ লোকি বলে থাকে নিজের ভাষা রক্ষা করা দরকার চর্চা করা দরকার আদৌ কি তারা এই উপলদ্ধি বিশ্বাস করে কিনা, আমার জানা নাই।
তবে আমি চাই, "ভাষা"বেঁচে থাকুক আরো শত শত বছর।ভাষা নিয়ে আরো নতুন কিছু করার জন্য কেউ যদি উদ্যোগ গ্রহণ করতো আমি খুবই খুশি হতাম।আমরা যদিও একটা স্কুল শুরু করেছি আরেকটা হওয়ার সম্ভাবনা আছে, যদিও পর্যান্ত না তবুও আমাদের মত করে চেষ্টা করে চলছি।
যখন দেখলাম কারিতাস এবং খ্রেংনা যৌথ আয়োজনে "আ'চিক মৌলক গানের খোঁজে"প্রোগ্রামম হাতে নিয়েছে। আমি ব্যক্তিগত ভাবে অনেক কারনে খুশি হয়েছি।আমার লোক সংখ্যা কতই আর হবে দুই লাখের মতো বা কাছাকাছি।কিন্তুু গানের জগৎ তে অনেক প্রতিভাবান লোক রয়েছে যারা জনসম্মুখে আসতে পারছে না সুযোগের অভাবে। যতদূর শুনেছি গানের প্রতিযোগিতা হয় বা হয়েছিল বিরিশিরি কালচারাল একাডেমীতে। এখন হয় কি না আমি জানি না।নাচ কিনবা গান যেটাই বলা হোক না কেন একটা বেড়ে উঠার জন্য সুযোগ থাকা দরকার।তাহলে খুব সহজে প্রতিভাবান লোক বেরিয়ে আসবে নিজেদের সৃষ্টিশীল কর্ম দেখাতে পারবে।
প্রোগ্রামে যারা যারা অংশগ্রহণ করতে পারবে এবং যারা প্রোগ্রামে অংশগ্রহণে ইচ্ছুক।তারা এই শর্ত গুলো দেখতে পারো।
(শর্ত গুলো ফেইবুক থেকে কপি করা)
(শর্ত গুলো ফেইবুক থেকে কপি করা)
ক) গানটি অবশ্যই আচিক গান হতে হবে (আওয়ে, আবেং, মিগাম, দুয়াল, চিবক, আত্তং যেকোন হতে পারে)।
খ) মৌলিক গান হতে হবে। আগে কোথাও ব্যাবহার হয়নি এমন গান। (লেখা ও সুর নিজের অথবা যে কারোর হতে পারে)।
গ) প্রতিযোগীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫।
ঘ) এই প্রতিযোগিতা থেকে বিজ্ঞ বিচারকদের বাছাইকৃত সাতটি গান অ্যালবামবদ্ধ করা হবে।
ঙ) বাছাইকৃত ৭টি গান নিয়ে অ্যালবাম করা হবে সেহেতু অ্যালবাম প্রকাশের পুর্বে গানগুলো অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
চ) অনুষ্ঠান চলার আগেই গানের কথা স্পষ্ট লিখিত আকারে জমা দিতে হবে।
ছ) বিচারকদের রায় চূড়ান্ত বলে গণ্য হবে।
জ) প্রয়োজনে প্রতিযোগী এক বা একাধিক মিউজিশিয়ান নিয়ে অংশগ্রহন করতে পারবে। প্রতিযোগীদের জন্য নির্ধারিত দামা, তবলা, হারমোনিয়াম, একুস্টিক গিটার ও কাজন দেয়া থাকবে। এর বাইরে যদি কোন বাদ্যযন্ত্র ব্যবহারের প্রয়োজন পড়ে তবে নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে।
ঝ) ব্যক্তি, ডুয়েট বা দল/ব্যান্ড আকারেও অংশগ্রহন করতে পারবে।
খ) মৌলিক গান হতে হবে। আগে কোথাও ব্যাবহার হয়নি এমন গান। (লেখা ও সুর নিজের অথবা যে কারোর হতে পারে)।
গ) প্রতিযোগীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫।
ঘ) এই প্রতিযোগিতা থেকে বিজ্ঞ বিচারকদের বাছাইকৃত সাতটি গান অ্যালবামবদ্ধ করা হবে।
ঙ) বাছাইকৃত ৭টি গান নিয়ে অ্যালবাম করা হবে সেহেতু অ্যালবাম প্রকাশের পুর্বে গানগুলো অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
চ) অনুষ্ঠান চলার আগেই গানের কথা স্পষ্ট লিখিত আকারে জমা দিতে হবে।
ছ) বিচারকদের রায় চূড়ান্ত বলে গণ্য হবে।
জ) প্রয়োজনে প্রতিযোগী এক বা একাধিক মিউজিশিয়ান নিয়ে অংশগ্রহন করতে পারবে। প্রতিযোগীদের জন্য নির্ধারিত দামা, তবলা, হারমোনিয়াম, একুস্টিক গিটার ও কাজন দেয়া থাকবে। এর বাইরে যদি কোন বাদ্যযন্ত্র ব্যবহারের প্রয়োজন পড়ে তবে নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে।
ঝ) ব্যক্তি, ডুয়েট বা দল/ব্যান্ড আকারেও অংশগ্রহন করতে পারবে।
যাই হোক, আমি আবার ব্যক্তিগত ভাবে ভাবছিলাম আরো কেমন করে কিছু ভিন্নধর্মী ভাবে আয়োজন করা যায়।আমি যেভাবে চেয়েছিলাম সেই ভাবে না হলেও উদ্যোগটা প্রশংসার দাবিদার।
গানের প্রোগ্রাম সফল হোক।
#কারিতাস
#খ্রেংনা
#জাদু রিছিল
#কারিতাস
#খ্রেংনা
#জাদু রিছিল
No comments