নিলীমা (তৃতীয় পর্ব)
নিলীমা (তৃতীয় পর্ব)
জাডিল মৃ( Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার
তরুণ লেখক এবং ব্লগার
মগজ শূণ্য হয়ে গেল.....
নিলীমা, আমাকে শুনিয়ে বিড় বিড় করে বলতে লাগলো, তুমি কি বোকা!তুমি জানো না আমি সিগারেট একদম সহ্য করতে পারি না। আর কোন দিন সিগারেট, মদ,গাঁজা আরো কোন কিছু যদি খেয়ে থাকো, আজকে থেকে সব বাদ। আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আছি, নিজেকে একটু চিমটি দিয়ে দেখলাম , সত্যিই আমি বাস্তবে আছি, আমার সামনে নীলিমা। কি সব আবোল তাবল যেন বলছে, শুনে শুধু মাথা চক্কর দিচ্ছিল,এমন আজব কথা শুনার জন্য প্রস্তুুত ছিলাম না।কি করবো, কিছু বুঝতে না পেরে, নিলীমাকে একগাদা প্রশ্ন ছুঁড়ে দিলাম,কি রে ব্যাটি এত দিন পর, কেমন আছিস রে?কোন দেখা সাক্ষাৎ নাই? কোথায় ছিলি এতদিন?নিলীমা একটু অভিমান সুরে উত্তর দিলো,খোঁজ খবর নিলে তো খবর পাবা, তোমার ভাবের ঠেল্লায় তো আমাকে চোখে পড়ে না।
তুমি এখন জনপ্রিয় মানু্ষ, তোমার জন্য তো মেয়ের অভাব হবে না, তাই না।আমার মতো মেয়ের তো দরকার নেই,তুমি তোমার মেয়ে ভক্তদের কে নিয়েই তো সুখে আছো।
হঠাৎ করে এসে খবরদারি আবার এত গুলো কথা শুনানোর কারন খুঁজে পেলাম না।যে মেয়েটার পিছনে এতদিন সময় নষ্ট করলাম, আজ হঠাৎ করে এমন সব আজব কথা বার্তা বলছে ,আমার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগেনি।সাহস নিয়ে নিলীমার চোখের দিকে তাকালাম, প্রথম দেখেই থতমত খেয়ে গেলাম, আরে চশমা পড়েছে যে,চশমায় তো অস্থির লাগছিল,চশমা পড়লে এত কিউট লাগে, আগে জানা ছিল না। নিলীমা এক পাশে বসে আছে, কোন কথা বলছে না, আমিও কি করবো ভেবে ফোনে কয়টা বাজে দেখার জন্য হাতে ফোন ধরতে না ধরতেই, নিলীমা বলে উঠলো,"তোমাকে আমি ফোন টিপাটিপি করতে বলেছি,আমি এখানে বসে আছি দেখো না "।আমি তাজব বনে গেলাম, আজকে কার মুখ দেখে সকালে উঠেছি,কি বিপদেই না পড়লাম, নিজেকে খুব রাগ হলো, কেন এই চায়ের দোকানে বসতে হলো, অন্য কোথাও বসা যেতো,ক্যাম্পাসে কি জায়গার অভাব?ভাবতে লাগলাম, নিজেকে রাগ করে কি হবে!নিলীমার কি হয়েছে জানার চেষ্টা করা যাক, যদি কিছু সামাধান হয়।
নিলীমা,আজকে তোর বান্ধবী কোথায়?একা এসেছিস যে?নিলীমা প্রতি উত্তরে বললো,"আমি কি জানি, তাকেই জিঙ্গাসা করো, সে কোথায়"।এমন ট্যাড়া উত্তর আশা করিনি, কোন কিছু জিঙ্গাসা করতেই ভয় করছিল,তার পর কি জিঙ্গাসা করবো ভেবে পাচ্ছিলাম না।কোন উপায় না পেয়ে দুটো দুধ চা অর্ডার দিলাম; দেখি, ওরে বাবা কোন কথা না বলে দুধ চা চুপ করে খাচ্ছে।মতিগতির কোন কূলকিনারা খুঁজে পেলাম না, আমার ছেলে বন্ধুকে ফোন দিয়ে আসতো বললাম। ফোন কেটে দেওয়ার সাথে সাথে বলে উঠলো,"যাকে ফোন দিয়েছো, তাকে আবার ফোন দিয়ে বলো যেন না আসে"।প্রতি উত্তরে কিছু বলার আগেই চোখ বড় বড় করে তাকিয়ে আমাকে শাসিয়ে দিলো, তার কথা মতো কাজ করতেই হবে।এমন কথাগুলো আমাকে অস্থির করে তুললো, কোন পাপের শাস্তি আমাকে পেতে হচ্ছে, একমাত্র ঈশ্বর জানে!
দুজনে চুপচাপ বসে আছি, কারো মুখে কোন কথা নেই বার্তা নেই।এইদিকে সময় চলে যাচ্ছে, আমার অনেক গুলো কাজ পরে আছে, উঠে যেতে পারছি না, বসে থাকতেও পারছিনা। গুণে গুনে পনেরো কাপ চা খেয়েছি, সিগারেট তো ভাগ্যেই জোটেনি। এই দিকে সন্ধ্যা নেমে আসছে,এইদিকে নিলীমার কোন মাথা ব্যাথা নেই, নেই কোন আমাকে নিয়ে চিন্তা,আমার যে অনেক কাজ বাকি!
আস্তে করে ডাক দিলাম, নিলীমা, শোন আমার কাজ আছে, যেতে হবে। রাগী স্বরে বলে উঠলো,আমি মেয়ে মানুষ এখানে একা বসে থাকবো, আমার চাইতে তোমার কাজ বেশি , যদি ইচ্ছা হয় যাও কে মানা করেছে। কিন্তু মনে রাখবা পরের বার এসে কোন দিন আমার চেহারা দেখবা না"।আমি তো মহা ঝামেলায় পড়ে গেলাম, আমি কি করবো বুঝতে পারছিলাম না, একা ফেলে যেতেও পারছিলাম না বসে থাকতেও পারছিলামম না, সিগারেট টানতেও পারছিলাম না। মনে হতে থাকলো, এই দিন দেখার আগে কেন আার মৃত্যু হলো না।
আস্তে করে বলে উঠলো,আমি যেখানে যাচ্ছি সেখানে চলো, কোন প্রশ্ন করবে না। আমি যা বলবো তাই হবে, কোন কথা হবে না।নিলীমা বলে উঠলো,"বুঝেছো"।আমি সাথে সাথে উত্তর দিলাম"হ্যাঁ,বুঝতে পেরেছি"।
শেষ পর্যন্ত দোকান থেকে আমাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের মাঝখানে নিয়ে যাওয়া হলো। মাঠের মাঝ খানে দাঁড়িয়ে দুজনে চাঁদ দেখছিলাম, কোথাও কেউ নেই, দূরে অনেক জনকে হাঁটাহাঁটি করতে দেখছিলাম।নিলীমাকে বললাম," আমার এখানে ভীষণ ভয় করছে অন্য কোথাও যাই,কোথাও বসি তাহলে, এই জায়গা ভালো না "।প্রতি উত্তরে আসলো "একদম চুপ, যা প্রশ্ন করছি উত্তর দাও"।
নিলীমা বলে উঠলো, "তোমার প্রেমিকা আছে বা পছন্দের কোন মেয়ে? তোমার কি কোন প্রেমের বিষয়ে অভিজ্ঞতা আছে"? আমি সরল মনে বলে দিলাম, "আমার কোন কিছুই নেই"।
হঠাৎ, একটি কথা কানে শুনতে পেলাম . 143...
মনে মনে আওড়াতে লাগলাম.. 143..143...
143 বুঝতে না পেরে প্রশ্ন ছুঁড়ে দিলাম, এইটার মানে কি?নিলীমা বললো,"আমি তোমাকে ভালোবাসি"?
মনে মনে আওড়াতে লাগলাম.. 143..143...
143 বুঝতে না পেরে প্রশ্ন ছুঁড়ে দিলাম, এইটার মানে কি?নিলীমা বললো,"আমি তোমাকে ভালোবাসি"?
এই কথা শুনার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি তারপর কি হলো আমার মনে নেই,সত্যিই কিছু মনে নেই।
No comments