আ'বিমায় শীতকাল!❤❤



আ'বিমায়  শীতকাল!❤❤

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার


জাডিল মৃ




জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের বিভিন্ন শাখা নির্বাচনে জন্য বাড়িতে আসতে হয়েছে।আমিও  গ্রামের নিজ শাখায় নির্বাচন করছি,কিন্তুু প্রতিদ্বন্দ্বী না থাকার ফলে এত প্যারা নেই, যাকে বলে অটো পাশ।তবুও নিজের দায়িত্ববোধ থেকে এসেছি যেন শাখা কমিটির সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এছাড়াও কই দিন ধরে  ক্যাম্পাসে একদম মন টিকছে না,কারো সাথে তেমন যোগাযোগ নেই, কথা বার্তা নেই। কেন জানি বার বার মনে হচ্ছে, এখানে পড়ে থাকা মানে বৃথা সময় নষ্ট।কোথায় যেন যেতে ইচ্ছে করে, কি করতে চাই,কি করলে ভালো লাগবে,কি করে থাকবো, কোন কিছুই মনস্থির করতে পারছি না।খুব অলস্যতার সময় যাচ্ছে,কি করবো নিজেই বুঝে উঠতে পারছি না,সেই জন্যও মূলত বাড়িতে আসা।



অবশ্য সেটা সবার জন্যই প্রযোজ্য, গ্রামে কে না থাকতে চাই?কিন্তু জীবনের তাগিদে কোন না কোন ভাবে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়, কাজ কর্ম করতে হয়, জীবনের তাগিদে কত কিছুই বিসর্জন দিতে হয়, দিতে হচ্ছে, তার কোন ইয়ত্তা নেই!এখন চলছে সেটেম্বর মাসের মাঝামাঝি সময়,বাড়িতে এসে লক্ষ করলাম, শীতকাল ভাব চলে এসেছে।মনে হচ্ছে চারিদিকে শিশির পড়ছে, লাইট ছাড়া কোন কিছু দেখা যাচ্ছে না সব অন্ধকার, অন্ধকারে আলো পড়লে মনে হচ্ছে শিশির পড়ছে।


একটু শীত শীত লাগছে,বোধয় হয়; এই বছর তাড়াতাড়ি শীত নামবে,আমাদের আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে, সিওর করে বলা যাচ্ছে না কোন সময় কি হবে।আগে মোটামোটি বলা যেতো, কোন মাসে কি হয়,কিন্তুু এখন তা সম্ভব হচ্ছে না।আমার প্রিয় ঋতু শীত কাল,আমার কাছে মনে হয় শীতকাল সময়ের মতো কোন ঋতুতে এত মজা নেই।শীতকাল আসার সাথে সাথে মনে হয় সবকিছুর কর্ম চঞ্চলতা বৃদ্ধি পায়,শীতকালে এত ব্যস্ত থাকতে হয় যা কোন ঋতু থাকতে হয় না।


এবার তাড়াতাড়ি শীত নামছে, শীতকাল তোমাকে স্বাগতম।



১৯.০৯.২০১৯.
বৃহঃপতিবার,সেটেম্বর, ২০১৯.

No comments

Theme images by saw. Powered by Blogger.