আমাদের জন্য মোবাইল অ্যাপ" A.chik Ki.tap (আ'চিক বই)"
আমাদের জন্য মোবাইল অ্যাপ" A.chik Ki.tap (আ'চিক বই)"
জাডিল মৃ( Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার
বর্তমান সময়কে আমরা বলি"তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি'র যুগ" ( Information and communications technology (ICT)।
বর্তমান সময়ের বিশ্ব" তথ্য ও যোগাযোগ প্রযুক্তি" দিক দিয়ে অনেক উন্নত এবং দ্রুত সারা বিশ্বে প্রসার লাভ করে চলছে,এখন আমরা প্রাত্যহিক জীবনে প্রযুক্তি ছাড়া কল্পনাও করতে পারি না। দিন কে দিন প্রযুক্তি উন্নত থেকে আরো উন্নতর হচ্ছে আরো আপডেট ভার্শন বের হচ্ছে, তৈরি হচ্ছে।প্রযুক্তির সাথে তাল মিলয়ে চলা বড়ই দায়,আজ আপডেট ভার্শন কিনছি তো কাল নতুন আপডেট ভার্শন বের হচ্ছে। প্রযুক্তি এমন এক পর্যায়ে চলেগেছে যে, ইচ্ছে করলে সহজেই আমরা যে কোন তথ্য পেয়ে যাচ্ছি। যোগাযোগের ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন হয়েছে ;আরো উন্নত হচ্ছে ,এখন আমরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে অল্প সময়ের মধ্যেই যাতায়াত করতে পারি বা পারছি।
আমার বিস্তর ধারণা নেই, এই প্রযুক্তিনির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে গারো জনগোষ্ঠী হিসাবে আমরা কতটা এগিয়ে আছি বা কতটা এগিয়ে যাচ্ছি।তবে এইটা বলতে পারি, অন্যান্য জনগোষ্ঠীর (আদিবাসী) তুলনায় আমরা অনেকটা এগিয়ে আছি।তবে, আমি সেই মতামত বা বিশ্লেষণে যাবো না।আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি,সেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন "আ'চিক বই " বা "A.chik Ki.tap"।
আমাদের জন্য অত্যন্ত সুসংবাদের কথা হচ্ছে,আমাদের নিজস্ব কিছু মোবাইল অ্যাপ রয়েছে যার মধ্যে অন্যতম "A.chik Ki.tap" । অ্যাপ শব্দটির সংক্ষিপ্ত রুপ আসলে “অ্যাপ্লিকেশন” ।মূলত আবার অ্যাপ্লিকেশন কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যেমন-ডেক্সটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, এবং ওয়েব অ্যাপ্লিকেশন। আমরা সবচেয়ে বেশি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি।সেই কারনে আমার "A.chik Ki.tap বা আ'চিক বই" এর সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছে।আমার কাছে মনে হয়,আমাদের গারো জনগোষ্ঠীর জন্য "আ"চিক বই" অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ও মহা মূল্যবান সম্পদ।
মহা মূল্যবান সম্পদ,কার্যকরী এবং গুরুত্বপূর্ণ বলছি এই কারনে যে, আমাদের প্রত্যেকজনের হাতে কম বেশি সবারি স্মার্টফোন আছে।এখন ছোট ছোট বাচ্চাদের কান্না থামানো বা খেলনা স্বরুপ স্মার্টফোন হাতে দেওয়া হয়।ছোট কিংবা বড় এই মোবাইল অ্যাপ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি।এই আধুনিক সময়ে এই রকম অ্যাপ ভীষণ প্রয়োজন ছিল।আমি নিজেও অ্যাপটি ব্যবহার করি, ডিকশনারি আছে তা যথাযথ ব্যবহারেরর চেষ্টা করি।আমি আশা করি,আপনারাও এই অ্যাপটি ব্যবহার করবেন,যিনি এই অ্যাপটি তৈরি করেছেন" রাহুল রেমা",আমাদের ব্যবহারে মাধ্যমেই তার সৃষ্টি কর্ম সার্থক হবে।আমি বিশ্বাস করি, আপনাদের "A.chik Ki.tap"অ্যাপটি নিরাশ করবে না। নিজে ব্যবহার করুন ছোট বাচ্চাদের শিখান এবং অন্যদের ব্যবহারের ক্ষেত্রে উৎসাহিত করুন।আমরা মূলত বাংলা ভাষা এবং ইংরেজী ভাষাকে গুরুত্ব সহকারে প্রতিনিয়ত চর্চা করি বা করে যাচ্ছি,কিন্তু মাতৃভাষায় কথা বলা বা চর্চা একদমি হয় না, সেটার সামাধান হতে পারে এই অ্যাপ। যারা মাতৃভাষা নিয়ে হা-হুতাশ করছেন,তাদের জন্য এই অ্যাপ বড়ই কার্যকরী।
এই অ্যাপস বোঝার সুবির্ধাতে গারো শব্দের পাশাপাশি ইংরেজী এবং বাংলা শব্দ ব্যবহৃত হয়েছে। এই অ্যাপসে রয়েছে, ডিকশনারি, প্রশ্ন-উত্তর,বিভিন্ন ফুল এবং ফলের নাম,প্রাণী, কীটপতঙ্গ ও জীব জন্তুর নাম,রং, মানব দেহ,আত্নীয় স্বজনের সম্পর্ক,মাস,সপ্তাহ,সংস্কৃতি প্রভৃতি বিভিন্ন বিষয়ের ডিজিটাল ছবি সহ সুন্দর করে দেওয়া রয়েছে।
এই অ্যাপটি প্লে-স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন,"A.chik Ki.tap" লিখে সার্চ দিলেই চলে আসবে।
(বি:দ্র- আমার কাছে মনে হয়েছে,এই অ্যাপটি আরো আপডেট করা উচিত কেন না যতটুকু তথ্য আছে তা যথেষ্ট নয়, যেমন- ডিকশনারি, ফুল,ফল প্রভৃতি। আমার কাছে মনে হয়েছে, যদি আরো তথ্য বহুল এবং তথ্যের সুবিশাল ভান্ডার করা যেতো, আমার মতো মানুষের এবং বাচ্চাদের জন্য অনেক উপকারে আসতো।আরো যদি নতুন কিছু যোগ করা যেতো!!)↴❤一
Valo hoise
ReplyDeletemitela
Delete