বাংলাদেশী গারো ইউটিউবার "Neel Nandita Ritchil"



বাংলাদেশী গারো ইউটিউবার "Neel Nandita Ritchil"


জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার

ছবি-NEEL NANDITA RITCHIL




ছোটবেলা থেকেই শুনে আসছি বর্তমান যুগ কম্পিটিশনের যুগ,  টিকে থাকায় এখানে মূখ্য বিষয় । পড়াশুনা,চাকরি বাজার,সবজি বাজার,ব্যবসা বাণিজ্য ,থাকা-খাওয়া,রাজনীতি, সামাজিক প্রভাব,প্রতিষ্ঠান,  ধর্ম প্রভৃতি মানে সবকিছুতেই কম্পিটিশন, আসলেই ঠিক তাই।আগে তো বুঝতাম না কম্পিটিশন আসলে কি জিনিস,এখন পদে পদে বুঝি,  কম্পিটিশন কাকে বলে! সব জায়গায়'তেই কম্পিটিশন আর কম্পিটিশন।যদি প্রশ্ন করা হয়, কোন জায়গায়'তে কম্পিটিশন নাই?নিশ্চয় বোকার মতো প্রশ্ন হবে।



এই কম্পিটিশনের যুগে, জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ইউটিউব।স্মার্টফোন আছে নের্ট আছে, ইউটিউব থাকবে না, এইটা কি হয়!ইউটিউব মানেই তো ভিডিও'র ছড়াছড়ি, কি নেই এখানে - ভ্রমণ, গান,নাচ,কমেডি,বিভিন্ন টিউটোরিয়াল বিনোদনের সবকিছুই পাওয়া যায়।



ইউটিউবে যারা ভিডিও আপলোড করে থাকে তাদের কে ইউটিউবার বলা হয়।অনেকে শখের বশে চ্যানেল খুলে আবার অনেকে টাকা ইনকামের জন্য চ্যানেল খুলে।ইউটিউবের নিয়মকানুন থেকে থেকে পরিবর্তন হয়। তাই ইউটিউবে টাকা ইনকাম করাও এখন কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হয়। অবশ্য আগে অনেক সহজ ছিল,কিন্তুু দিনকে দিন কঠিন হচ্ছে তো হচ্ছেই।



ইউটিউবে টাকা ইনকামের জন্য কিছু শর্ত মানতে হবে।প্রথমেই, এক বছরের মধ্যে চ্যানেলের ১০০০ হাজার   সাবস্ক্রাইবার লাগবে, দ্বিতীয়ত ৪ হাজার ওয়ার্চটাইম ঘন্টা লাগবে।এছাড়াও ইউনিক কন্টেন্ট হতে হবে,কপিরাইটযুক্ত ভিডিও ছাড়া যাবে না, আরো কত কি যে শর্ত রে বাবা,ইনকাম করা যতটা সহজ মনে হয় এতোতা সহজ না।যারা ইনকামের আশায় ইউটিউব চালাচ্ছে বা চেষ্টা করছে তারাই শুধু বুঝবে," কত ধানে, কত চাল"।


ছবি-NEEL NANDITA RITCHIL



ব্লগার বা ইউটিউবার গারোদের মাঝে এখনো তেমন জনপ্রিয়তা লাভ করেনি।আজকে ব্লগারদের কথা বলবোনা, শুধু মাত্র ইউটিউবারদের কথাই বলতে চাই।



ভারতীয় গারোদের মাঝে প্রতিষ্ঠিত অনেক ইউটিউবার রয়েছে,যাদের ১০/২০/৩৫/৬০/৮০/ হাজার পর্যন্ত  সাবস্ক্রাইবার রয়েছে।ভারতীয় গারোদের তুলনায় বাংলাদেশী গারো ইউটিবারের সংখ্যা খুবই নগণ্য। কেন না, অনেক গুলো ইউটিউব চ্যানেল আছে বটে, তবে সাবস্ক্রাইবারে সংখ্যা খুবই কম। সফল ইউটিউব চ্যানেল বা ইনকাম করছে এমন ধারণা করাটাও মুশকিল। সাবস্ক্রাইবার বা ভিউ থাকলে ধারণা করা যেতো,এই চ্যানেল'টি ভালো করছে।তার পরেও, দেশে কিছু কিছু গারো ইউটিউবার ভালো করছে, তবে সবার চেয়ে প্রথমে যাকে রাখতে হবে "BD GARO PRODUCTION "চ্যানেলের মালিক Neel Nandita Ritchil কে।



"BD GARO PRODUCTION "
NEEL NANDITA RITCHIL


যদি বলি দেশী গারোদের মধ্যে সফল ইউটিউবার তাহলে "NEEL NANDITA RITCHIL"  কে প্রথম স্থানে রাখতে হবে।যে সকল গারো ইউটিউবার আছে তাদের তুলনায় NEEL NANDITA RITCHIL ভালো করছে।যদি তার চ্যানেলে দেখি, তাহলে  আমরা বর্তমানে ২২ হাজার ৪০০ জন  সাবস্ক্রাইবার পাবো,যা প্রতিদিন সাবস্ক্রাইবার বাড়ছে তো বাড়ছেই।"NEEL NANDITA RITCHIL"মূলত ব্লগিং  ভিডিও তৈরি করে থাকে।আপনারা ভিডিও'তে বিভিন্ন জায়গা দেখতে পাবেন, যেখানে সুন্দর করে জায়গা গুলো বর্ণনা দেওয়া আছে।খুব অল্প সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয়তার নাম "BD GARO PRODUCTION"।হয়তো একদিন "BD GARO PRODUCTION "টপ টেন  গারো ইউটিউবারদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়'তে চলে আসবে।



এছাড়াও,সবচেয়ে বড় কথা হচ্ছে সে বাংলা ভাষা পরিহার করতে চেষ্টা করছে ,প্রতিনিয়ত আ'চিক ভাষা প্রমোট করে যাচ্ছে।মাতৃভাষা ব্যবহার করে অনেক কিছুই যে করা যায়, এই হলো তার প্রমাণ। সে ইচ্ছে করলে বাংলা বা ইংরেজী ভাষা ব্যবহার করতে পারতো।কিন্তুু নিজের মাতৃভাষার ভাষার মতো কি কোন কিছু হয়?মাতৃভাষা বাদে অন্য ভাষা হলে হয়তো ১লক্ষ ২ লক্ষ বা ৩ লক্ষ পর্যন্ত সাবস্ক্রাইবার হয়ে যেতো।নিজের মাতৃভাষা নিয়ে কাজ করবে, এমন মনমানসিকতার মানুষ কত জন পাওয়া যাবে!! যা সে অনেক কিছুই করে দেখাচ্ছে,যা অন্য কেউ পারে নাই।

ছবি-NEEL NANDITA RITCHIL



সেই দিক থেকে" NEEL NANDITA RITCHIL "অবশ্যই প্রশংসার যোগ্য,আমাদের সবারি তাকে সার্পোট করা উচিত, সাবস্ক্রাইবার বাড়াতে সাহায্য করা উচিত।সেদিন একটা কমেন্ট দেখলাম,"NEEL NANDITA RITCHIL " নাকি  3rd class ভিডিও বানাই। আরে বাবা,3rd class আর 4th Class বা 5th class হোক, তার মতো করে দেখাও,পরে না হয় বলতে এসো।জানোই বোধয়,কোন কাজ কে অবজ্ঞা করা উচিত নয়।যদি কোন কাজ ভালো মতো করতে থাকে, তাহলে একদিন সফল হবেই,সেটা যে কাজি হোক।



"BD GARO PRODUCTION"চ্যানেলের বেশি ভাগ সাবস্ক্রাইবারি ভারতীয় গারোদের দখলে,কিন্তুু সেই তুলনায় দেশী গারোদের সাবস্ক্রাইবার খুবই নগণ্য।


আমি অনুরোধ জানাবো, "BD GARO PRODUCTION "চ্যানেলটি কে সাবস্ক্রাইবার    করুন,   আমাদের ইউটিবারদের ছোট করে দেখার কিছু নেই।"NEEL NANDITA RITCHIL "কে দেখাদেখি অনেকে  ইউটিউব খুলছে ব্লগ করার চেষ্টা করছে, তাকে দেখে উৎসাহ পাচ্ছে, সাহস পাচ্ছে, তা কম কিসের?




যারা এই লেখাটি পড়েছেন অবশ্যই,"BD GARO PRODUCTION"চ্যানেল'টি কে সাবস্ক্রাইবার করুন।সাথে থাকুন, পাশে থাকুন,ইউটিউবারদের সাহস দিন,উৎসাহ দিন।হয়তো একদিন তাদের মাঝখান থেকেই ভালো ভালো ভিডিও বের হবে যা আমাদের শূণ্য স্থান পূরর্নে সাহায়্য করবে।আমাদের মনে রাখতে হবে,"ছোট কাজ থেকেই বড় কাজ হয়"।






No comments

Theme images by saw. Powered by Blogger.