বিষপাতা এবং একটি ম্যাচ কাটি
বিষপাতা এবং একটি ম্যাচ কাটি
জাডিল মৃ
তরুণ লেখক এবং ব্লগার
বিশ্ববিদ্যালয়ে আসার পর আমার এক মেয়ে বন্ধু হয়, মেয়ে বন্ধুটি সব সময় বিপদে আপদে কাজে অকাজে পাশে এসে দাঁড়ায়। মাঝে মাঝে বিশ্বাস হতে বাধ্য করে,এই মেয়েটি কোন দিন বেইঙ্গমানি করবে না।আমার মনে হয়, ভালোবাসার প্রস্তাব যদি দিই, সহজেই রাজি হয়ে যাবে।মেয়েটিকে নিয়ে ভাবতে মন চায় না,তবুও মাথার ভেতরে চক্কর দিতে থাকে,এমন করে দুর্বল করে দিয়েছে যে মেয়েটি কে ছাড়া একদিন চলাও কঠিন পড়েছে।মাঝে মাঝে মনে হয় আমাকে কালো যাদু দিয়ে আটকে রেখেছে। মনে মনে অবশ্য, আমি মেয়েটিকে পছন্দ করে ফেলেছি,কিন্তুু মুখ ফুটে কিছু বলেনি, ভাবছি- আর কতটা দিন দেখা যাক,তারপর কি হয়! পরে না হয় বলেই ফেলব।
এখন বাজে রাত ৪:৩০ মিনিট, কিছুক্ষণ পর ভোর হবে, সকালের সূর্য উঁকি দিবে,আমার চোখে ঘুম নেই, নেই কোন ঘুমের ভাব।হাতে সিগারেট ম্যাচ কাটি নেই,এত রাতে ম্যাচ পাবো কোথায়? মেয়ে বন্ধুটির বাসার সামনে দাঁড়িয়ে আছি,সে পাঁচ তলায় থাকে, জানলার পাশে।আমি কিছু ভাবছি,ভাবছি আমি চিৎকার দিয়ে ডাকবো, সুমনা, ও সুমনা শুনতে পাচ্ছিস?আমার ফোনে ব্যালেন্স নাই,আমার একটি ম্যাচ কাটি লাগবে...
সুমনা, সুমনা, সুমনা...সুমনা
শোন, আমার একটা ম্যাচ কাটি লাগবে সিগারেট ধরাবো....
No comments