Garo To English এবং বাংলা টু গারো, ডিকশনারি!
Garo To English এবং বাংলা টু গারো, ডিকশনারি!
জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার
তরুণ লেখক এবং ব্লগার
অ্যাপ থেকে নেওয়া |
সময়ের পরিক্রমায় কত কিছুই তো সংযোজন বিয়োজন হচ্ছে,পরিবর্তিত বিষয় গুলো আমরা অনেক কিছুই দেখছি আবার অনেক কিছুই দেখার সৌভাগ্য হয় না ।তবে,স্মার্টফোন ব্যবহারের সাথে সাথে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের সংখ্যা দিন দিন বাড়ছে,বেড়েই চলছে। কিন্তুু গারো জাতিগোষ্ঠীর নিজস্ব অ্যাপসের সংখ্যা খুবই সীমিত। সেদিন "A.chik ki.tap" বা "আ'চিক বই" নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছিলাম।আজকে দুইটি অ্যাপস নিয়ে কথা বলতে চাই, আপনারা নিশ্চিয় ইতিমধ্যে অবগত আছেন" গারো ডিকশনারি" নিয়েই কথা বলতে চাইছি।
প্রথমেই বলে রাখি, কাউকে উদ্দেশ্যপ্রণোদিত বা সমালোচনা মূলক কথা বার্তা বা অবহেলা অবজ্ঞা বা কোন পরামর্শ দিতে চাই না।শুধু মাত্র, অ্যাপ দেখে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা এবং প্রতিক্রিয়া শুধু মাত্র শেয়ার করতে চাই। যে বা যারা অ্যাপটি বানিয়েছেন উনারা অবশ্যই প্রশংসার দাবিদার, কেন না যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই সবের দরকার আছে।
এক,
Garo To English Dictionary.
প্রথমেই যে জিনিস টা চোখে ভাসে একটি গারো মেয়ের ছবি।কেনইবা শুধু মাত্র একটি গারো মেয়ের ছবি দেওয়া হলো, আমার জানা নেই। ছবিটা কোন জায়গা থেকে কেটে নেওয়া নাকি গ্রাফিক্স করা, বুঝা বড়ই মুশকিল ব্যাপার।আমার মনে হলো এই ছবিটা না দিয়ে অন্য কিছু দিলে ভালো হতো। এবং দেখলাম এখানে রাক্কা(.) ব্যবহার করা হয়নি।কেন ব্যবহার করা হয়নি সেটাও দেখলাম। কিন্তুু আমরা মোটামোটি রাক্কা ব্যবহার করি, সেহেতু হাইফেন (-) দেওয়ার ফলে পড়তে খুবই কষ্ট হচ্ছিল।
এমনে মোটামোটি সব ভালো হয়েছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে Examples. এখানে রক্কা ব্যবহার করা হয়েছে পড়তে কোন অসুবিধা হয়নি।আশা রাখি,আমরা সামনে আরো আপডেট ভার্শন পাবো।
দুই,
বাংলা-গারো অভিধান.
বাংলা-গারো অভিধান.
আমি জানি না, কেন জানি গারো শব্দ বা বাক্য বাংলায় লেখা পছন্দ করি না। এখানেও একি ছবি ব্যবহার করা হয়েছে।দেখলাম, প্রচুর শব্দের অর্থ।এই অ্যাপের সবেচেয়ে বেশি ভালো লেগেছে, "নমুনা কথোপকথন"।
এই দুইটি অ্যাপ একি মালিকের মানে Denton studio.আপনারা ইচ্ছে করলে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন প্লে-স্টোর থেকে , অনেক কিছুই শিখার জিনিস আছে।বিজ্ঞাপনের কথা বাদি দিলাম কেন না কষ্টের তো মূল্য আছে।
ভবিষ্যতে আরো অ্যাপ হোক,নতুন কিছু হোক, আগে থেকেই শুভ কামনা জানাই।
জাদিল..............
ReplyDeletebondhu
Delete