গারো শর্টফিল্ম " RONG'KUCHAK"





গারো শর্টফিল্ম  " RONG'KUCHAK"
জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার


ইউটিউব থেকে নেওয়া



গারো সিনেমা বলতে গেলে হাতেগুণা কত গুলো ভালো মানের ভিডিও পাওয়া যায়,যেখানে বেশি ভাগ  দৃশ্যেই কমেডি থাকে। সিনেমা বলতে আমরা যা বুঝি সাধারণত দুই বা আড়াই ঘন্টার কাহিনী দৃশ্য থাকবে,মূলত স্থানীয় সংস্কৃতির উপাদানের উপর ভিত্তি করেই সিনেমা বানানো হয়।কিন্তুু সেই রকম গারো সিনেমা আমি এখন পর্যন্ত পায়নি।বাংলায় চলচ্চিত্রের প্রতিশব্দ হিসেবে ছায়াছবি, সিনেমা, মুভি বা ফিল্ম শব্দগুলো ব্যবহৃত হয়।



যদি কারো গারো সিনেমা(শর্টফিল্ম বাদে) জানা বা দেখা থাকে আমাকে পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো।গারো সিনেমা নিয়ে একটু গবেষণার চেষ্টা করলাম মাত্র, গবেষণা বলতে শুধু মাত্র গুগল এবং ইউটিউব।গারোদের নিয়ে ইউটিউবে অনেক গুলো ভিডিও পাওয়া যায়, যার বেশি  ভাগ ভালো মানের হিট ভিডিও গান নয়তো কমেডি ।আবার  অনেক ইউটিউবার চেষ্টা করছেন ভালো মানের ভিডিও উপহার দিতে, তবে সেই পরিমাণ'টা খুবই কম।ভারতের গারোরা চেষ্টা করে যাচ্ছে বটে তবে সেই তুলনায় দেশের গারোদের অবস্থা খুবই নাজুক,তাই বলে চেষ্টা করছেনা, এমনটা বলা যাবে না।



সিনেমা বা শর্টফিল্ম থেকে আমরা কতটা পিছিয়ে আছি সেটা ইউটিউব দেখলেই বুঝা যায়।এবং গারো সিনেমা নিয়ে রিভিও বা আর্টিকেল পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ। আমি মনে করি,যদি কেউ পেশা হিসাবে ফিল্মস্টুডিও তে কাজ করে বা  ফিল্ম মেকার হতে চাই বা মিডিয়াতে যুক্ত থাকতে চাই বা ভিডিও নিয়ে কাজ করতে চাই তাহলে সে সফল হবেই।কেন না অনেক গুলো ভিডিও আছে যেগুলো ৩লক্ষ, ৫ লক্ষ এমনকি ১০ লক্ষ পর্যন্ত ভিউ ছাড়িয়েছে।ভালো মানের ভিডিও হলে সেটা গারো জাতিগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তা দেখবে সকলেই, এমনো অনেক ইউটিউবার আছে, ইউটিউব চ্যানেলের মালিক আছে, যারা হাজার হাজার টাকা ইনকাম করছে।



যাই হোক,ছোটবেলায় ভারতীয় গারোদের দুইটি ভিডিও দেখেছিলাম, সিনেমা নাকি শর্টফিল্ম বলবো বুঝতেসি না।সেই ভিডিও অনেক খুঁজাখুঁজি করলাম,কিন্তুু ভাগ্যের লীলাখেলায় হেরে গেলাম,কোন মতেই খুঁজে পেলাম না,একটির নাম ছিল "Nawang Jada" আরেকটার  নাম জানি কি ছিল তা মনে নেই।



মূল কথায় আসি,
আজকে একটা সুন্দর শর্টফিল্ম দেখলাম,যা আমি ভাবতেই পারিনি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জন্য  সুন্দর করে উপস্থাপিত হবে তাও আবার গারো ভাষায়।এক কথাই বলতে গেলে," ওয়াও"।আমি মনে করি, একজন গারো হিসাবে সবার এই শর্টফিল্ম দেখা উচিত, বিশেষ করে যারা বাংলাদেশী গারো এবং যারা নিজের মাতৃভাষায় কথা বলতে পারে না ও স্বাচ্ছন্দ্যবোধ করে না।তবে,সবার কাছে আমার অনুরোধ থাকবে যেন প্রত্যেকে গারো জাতিগোষ্ঠীর সদস্যবৃন্দ এই শর্টফিল্ম তা দেখে এবং  কাছের বন্ধু বান্ধব, ঘনিষ্ঠজন বা অন্য জনকে দেখতে উৎসাহিত করে।



আমার বিশ্বাস,
প্রথম দৃশ্য থেকে শুরু করে শেষ দৃশ্য পর্যন্ত মন ছুঁবেই,এমন একটি মেসেজ লুকায়িত যা নিজে থেকে অনুধাবন করতে হবে।বুঝলে বুঝবা না বুঝলে তেজপাতা।এমন কিছু  দৃশ্য আছে যা আমার মনকে ইমোশনাল করে দিয়েছিল, আমি আবেগের ভেলায় ভাসছিলাম।সচেতন ভাবেই, শর্টফিল্মেরর কাহিনী এড়িয়ে গিয়েছি কেন না আমি চাই শর্টফিল্ম টি দেখে নিজেই অনুধাবন করুক আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং কি মেসেজ দিয়েছে।
আমরা দিনে কত সময় নষ্ট করি, আশা করি  ৩০ মিনিট ৩৭ সেকেন্ড এর ভিডিও দেখলে কারো সময় বৃথা যাবে না।অনুধাবনের জন্য, বুঝার জন্য, উৎসাহ পাওয়ার জন্য,নিজের মাতৃভাষার প্রতি বিশেষ তাগিদা অনুভব করার জন্য, সকল কে আগাম শুভকামনা। 


শর্টফিল্ম -RONG'KUCHAK
Youtube Channel-Raiot Webzine





No comments

Theme images by saw. Powered by Blogger.