মলাজানী সার্কিট বার্ষিক অধিবেশন-২০১৯


 Ja.dil Mri

ভূটিয়া 




মলাজানী সার্কিট এর অন্তর্গত ভূটিয়া ব্যাপ্টিস্ট চার্চে বার্ষিক অধিবেশন শুরু হচ্ছে।বার্ষিক অধিবেশনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবে মেঘালয় রাজ্য থেকে আগত কিলিংস্টোন নেংমিনজা। এই বছর মলাজানী সার্কিট ১২৫ বছর পূর্ণ করেছে।সাধারণত বার্ষিক অধিবেশন হয়ে থাকে তিনদিন কিন্তুু এইবার চাঁর দিন হচ্ছে।মলাজানী সার্কিটেরর মন্ডলী রয়েছে পনেরটি এবং শাখা মন্ডলী রয়েছে একটি।
বার্ষিক অধিবেশন ১৭-২০ জানুয়ারি পর্যন্ত হবে।

No comments

Theme images by saw. Powered by Blogger.