ভালোবাসার টান,মহা এক শূণ্যতা

Ja'dil Mri




জা'ডিল মৃ 




কেমন করে যেন বেশ বড় হয়েগেছি,বেশি বড় বা বয়স হয়েগেছে; তেমনটা না।সবার মত বড় বড় ভাব ব্যাপারটা আমার কাছে বেশ অনীহা বটে!নিজেকে ছোট মনে করাটা বেশ উপভোগ করি,একটু পিচ্ছি পিচ্ছি স্বভাবজাত প্রকৃতি আমার প্রিয়।ছোটবেলায় অনেক কিছু করতে যেয়েও হয়ে উঠেনি,করতে পারি নাই,নিজের কিছু স্বভাবগত কারনে।মাঝে মাঝে বহুত আপসোস লাগে,তাই যত পারি যা ইচ্ছা নিজের মত করে দিনগুলো, সমস্ত ইচ্ছাগুলো উপভোগ করতে চেষ্টা করি। একা যখন থাকি অতীতের দিন গুলো স্মরণ করতে চেষ্টা করি,কেমন করে যেন আবেগ চলে আসে।মনে হয়,এই তো সেই দিন, এমন দিন ছিল ।অনেক দিন মাস  বছর চলে গেছে, তবুও মনে হয় এই তো সেদিন ।সেদিন মাত্র সবকিছু ঘটেছে।আমার খুব ইচ্ছে হয় অতীত কে টেনে যদি আবার আগের অবস্থায় থাকতে পারতাম, আমার আপসোস সবকিছু যদি মিটাতে পারতাম,তাহলে প্রচন্ড রকম ভাবে শান্তি অনুভব করতাম।কত অবিশ্বাস্য কল্পনা যে করি, মাঝে মাঝে নিজেকে পাগল মনে হয়।নিজের মত করে অতীতের দিনগুলো স্মরণ করছি ,লিখে  রাখছি,এই লেখাগুলো আবার পাঁচ,সাত,দশ বছর পরে যদি পড়ি আবার আবেগ তাড়া করে বেড়াবে, মনে হবে আমি তখন এমন করে লিখেছিলাম, এই সব আমি স্মরণ করতে চাই।আমি আমার লেখাগুলো নিজের অজান্তে অনেক বছর পরে পড়তে চাই।


একটু অতীত থেকে ঘুরে  আসি...

আমার সব চাইতে বেশি মনে পড়ে প্রাইমারিতে যখন ছিলাম ,সেই সময়ের কথা।সবাই কেমন নিষ্পাপ ছিল,কত কি শিক্ষার ছিল ,কত কি করার ছিল,কত কি জানার ছিল,প্রাইমারিতে থাকাকালীন সময় এক স্বর্গ রাজ্য ছিল,চারিদিকে কত সুখ, কোন চিন্তা ছিল না, ইনকাম করার দায় ছিল না,বেশ সুখে ছিলাম।এত সুখ আর সয়লনা হালকা বড় হয়েগেলাম।ছোট থাকতে সবসময় ভাবতাম,কবে বড় হবো ওদের মত এটা ওটা করতে পারবো।বড় হওয়ার স্বপ্ন দেখতাম,সময় যেন খুব বেঈমানী করতো ,খুব বেশি করে সময় আগাইতে চাইতো না।কিন্তুু এখন মনে হয় সময় চলে যাচ্ছে অতিদ্রুত ,সময় আটকিয়ে রাখতে চাই,সময় আর থাকে না চলে যায়।

প্রাইমারিতে আমাদের ব্যাচের অধিকাংশ  মান্দি(গারো) ছিল।কিছু মান্দাই আর হাতেগুণা কিছু বাঙালি পড়াশুনা করতো।আমাদের ব্যাচের বর্তমান অবস্থার কথা যদি ধরি, আমি বলব তেমন ভালো না।কারো কারো অনেক আগে বিয়ে হয়েগেছে, কেউ কেউ বাঁচার তাগিদে বিভিন্ন পেশায় নিয়োজিত আবার অনেকে কষ্ট করে নিজের পড়াশুনা চালিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে পড়াশুনার ভাগটাই কম।মাঝে মাঝে আমার আপসোস লাগে,যদি আমরা সবাই পড়াশুনার সুযোগ পেতাম,সমৃদ্ধ ব্যাচ হিসাবে অনেক কিছু করতে পারতাম।  আমাদের ব্যাচের যারা ছিলাম, মোটামোটি সবাই ভালো ছাত্র ছিল।কে কাকে টপকিয়ে ভালো রেজাল্ট করতে পারে প্রতিদিন পড়া দিতে পারে সেই প্রতিযোগিতা ছিল।আমি অবশ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম না, আমি মার্কা মারা ছিলাম যে পড়াশুনা একদম করি না।রেজাল্ট পাওয়ার পর কত বার যে ভেবেছি পরের পরীক্ষার জন্য ভালো মতো পড়াশুনার করবো আর অবহেলা করবো না।কিন্তুু ভাবনা পর্যন্তই সীমাবদ্ধ ছিল,কোন দিন আর ভালো মত পড়াশুনা করা হয়ে উঠেনি।


আমার চাইতে অনেক, অনেক ভালো ছাত্র ছিল। নিজেকে খুব ভাগ্যবান মনে হয়, এত দূর আসতে পেরেছি,অবশ্য পরিবার প্রশংসার দাবিদার রাখে।আমার পরিবার যদি সমর্থনে ব্যর্থ হতো তাহলে এতদূর আসা অম্ভব ছিল বটে।যখন গ্রামে যাওয়া হয় তখন মনে মনে আমি সহপাঠীদের খুঁজি শুধু মাত্র এক পলক দেখার জন্য,এমন সহপাঠী আছে যাদের কে প্রাইমারি পাশ করার পর আর  কোন দিন দেখিনি।মাঝে মাঝে খুব ইচ্ছে হয় যদি পূর্ণমিলন করা যেত,সবাইকে মন ভরে দেখতাম, দেখার বাসনা মাঝে মাঝে চোখের জল এনে দেয়।সহপাঠীদের প্রতি ভালোবাসা অনুভব করি,কেন যে এমন হয় বুঝে উঠতে পারি না।আমি জানি না কেন এত তীব্র আকাঙ্ক্ষা কাজ করে শুধু মাত্র একটি বার দেখার জন্য,কেন!!


No comments

Theme images by saw. Powered by Blogger.