বীর উৎপল নকরেক

Ja'dil Mri


                            বীর উৎপল নকরেক


আমরা কতজন চিনি বীর উৎপল নকরেক কে?
আমাদের জানা দরকার আছে কি উৎপল নকরেক কে?  
এমনি কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাই।একজন গারো হিসাবে জাতি নেতৃত্বদানকারী  হিসাবে বীর উৎপল নকরেক সম্পর্কে অবশ্যই জানা দরকার।উনার সাথে সময় কাটানো বা দেখতে যাওয়া আমাদের সবার কর্তব্যের মধ্যে পড়ে।যখন ৩ জানুয়ারি কাছাকাছি আসে তখন উনার কথা মনে পড়ে,তারপর সারা বছর আমরা মনে রাখি না। কিন্তুু এটা মনে রাখতে হবে যাদের কারনে আন্দোলন সফল হয়েছিল ইকোপার্ক বন্ধ হয়েছিল তার মধ্যে উনি অন্যতম।

ইকোপার্কের ষড়যন্ত্র এখনো বিদ্যমান, আন্দোলনের চেতনার নাম যেমন ফা শহীদ পীরেন স্নাল তেমনি ফা উৎপল নকরেক।যিনি ইকোপার্কের কার্যক্রম বন্ধে সরাসরি সক্রিয় ছিলেন,আন্দোলনের সময় পঙ্গুত্ব বরণ করেন। ৩ জানুয়ারি ২০০৪ সাল আমাদের জন্য ছিল জঘন্যতম দিন,শান্তিপূর্ণ মিছিলে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর হাতে; নিরীহ অনেক লোক আহত হয়।সেই দিন ফা শহীদ পীরেন স্নাল মৃত্যুবরণ করেন,যে গুলি স্নাল কে লেগেছিল সেই গুলি ভেদ করে বীর উৎপল নকরেক এর গাঁয়ে লাগে।তিনি চিরতরে সারা জীবনের জন্য পঙ্গুত্ববরণ করেন।উনার অবদান আমাদের জন্য বিশাল কিছু,যে কোন আন্দোলন আমাদের জন্য নতুন করে এক অনুপ্রেরণা। 

আমরা যদি উনাকে চিনতে ব্যর্থ হই,আমাদের জ্ঞানে না থাকে, সেটা আমাদের জন্য বড় লজ্জার কথা হবে।তিনি এখনো আদিবাসী অধিকারের পক্ষে কথা বলেন নিজের যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই এখনো আদিবাসীদের জন্য কাজ করতে চান।আমরা শুধু স্নাল কে চিনি কিন্তুু নকরেক কে চিনি না?কেন চিনি না।কারন স্নাল মৃত্যুবরণ করেছিলেন বলে অধিকতর নাম উচ্চারিত হয়েছিল।নকরেক ধামাচাপা পড়ে গিয়েছিল।আমার ভালো এখানে যে, স্থানীয় যুব সংগঠন নকরেকের টি-শার্ট বানিয়েছে।স্নাল যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণা তেমনি নকরেক'ও আমাদের কাছে সমানে সমান।

ফা উৎপল নকরেক দীর্ঘজীবী হোক,
চেতনা, অনুপ্রেরণার আরেক নাম ফা উৎপল নকরেক।

No comments

Theme images by saw. Powered by Blogger.