ভালোসার টান,মহা এক শূণ্যতা ২
Ja'dil Mri
বড় হলে সবাই যেন কেমন করে ব্যস্ত হয়ে যায়,নিজের ক্যারিয়া নিয়ে সবাই ব্যস্ত,দম ফুরানোর একদম সময় নেই।
চারিদিক থেকে কত চাপ আসে,বেঁচে থাকার জন্য দরকার টাকা আর টাকা।প্রাইমারি স্কুল জীবন আমি খুব মিস করি,কত আনন্দ ছিল ,কত সুখ ছিল। ক্যারিয়ার জীবন তখনো বুঝিনি ,ক্যারিয়ারের পিছনে ছুটতে হবে,তখন জানতাম না।মনে ভিতরে চাপ অনুভব হলে,মাঝে মাঝে অতীতে ফিরে যায়।মাঝে মাঝে একা বসে থাকি,আমার প্রিয় সহপাঠীদের মুখ স্মরণ করার চেষ্টা করি।অনেকের সাথে হঠাৎ করে যখন দেখা হয়,চিনতে পারি না।অনেকেরর মুখ মন্ডল ভুলেগেছি,ভুলে যাওয়ায় স্বাভাবিক কারন অনেক দিন দেখা সাক্ষাৎ নাই,কথা বার্তা নাই।অনেক ধরনের আপসোস লাগে কেনইবা সবার সাথে মিশলাম না,কেনইবা সবার সাথে ভালো সম্পর্ক রাখলাম না,কেনইবা সহপাঠীদদের সাথে দু্ষ্টমি করলাম না,কেনইবা এত চুপচাপ ছিলাম.....। আরো কত কি!
যারা পড়াশুনা করছে কে কোথায় আছে আমি ঠিক জানি না।শুধু মাত্র হাতে গুণা কয় একজনের খবর জানি,কিন্তুু তাদের সাথে কোন যোগাযোগ নেই।বর্তমানে আমি সহ আমাদের ব্যাচের দুজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।এখানে কিছু মজার ব্যাপার আছে,(এক) যে সব সময় এক এবং দুই রোল রাখতো তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে আমার রোল সবসময় ছিল সবার পিছনে।যে এক রোল রাখতো সে এখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে Development Studies নিয়ে পড়াশুনা করছে আর যে দুই রোল রাখতো সব সময়, সে এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে Anthropology নিয়ে পড়াশুনা করছে।(দুই) আমি যে দুজনের কথা বলছি আমি সহ আমরা তিনজনই "মৃ" মাহারির সদস্য এবং সম্পর্কের কথা যদি ধরি তাহলে আমরা এক পরিবারের লোক।(তিন)আমাদের তিন জনের বাড়ি একি গ্রামে একি ইউনিয়ন ওর্য়াড কিন্তুু একে অপরের বাড়ি ছিল বেশ দূরে দূরে, সহজ ভাবে যদি বলি তিন জনের তিন মাথায় বাড়ি, গ্রামের শেষপ্রান্তে।যে সহপাঠীদের কথা বলছি তারা দুজনি মেয়ে আমি এক মাত্র ছেলে হাহাহাহহাহাহাহহিহিহিহহিহিহি।
প্রাইমারি স্কুল জীবন স্মরণ করলে মন খারাপ ভালো হয়ে যায়,কেমন যেন মনের ভিতরে খুশি খুশি অনুভব করি।সুখে থাকো আমার সহপাঠীরা ,সহপাঠীরা দীর্ঘজীবী হোক।সবার মঙ্গল কামনা করি ,যে যেখানে থাকুক ভালো থাকুক।
আমার মত করে তারা আমাকে মিস করে কিনা, কে জানে?
জা'ডিল মৃ |
বড় হলে সবাই যেন কেমন করে ব্যস্ত হয়ে যায়,নিজের ক্যারিয়া নিয়ে সবাই ব্যস্ত,দম ফুরানোর একদম সময় নেই।
চারিদিক থেকে কত চাপ আসে,বেঁচে থাকার জন্য দরকার টাকা আর টাকা।প্রাইমারি স্কুল জীবন আমি খুব মিস করি,কত আনন্দ ছিল ,কত সুখ ছিল। ক্যারিয়ার জীবন তখনো বুঝিনি ,ক্যারিয়ারের পিছনে ছুটতে হবে,তখন জানতাম না।মনে ভিতরে চাপ অনুভব হলে,মাঝে মাঝে অতীতে ফিরে যায়।মাঝে মাঝে একা বসে থাকি,আমার প্রিয় সহপাঠীদের মুখ স্মরণ করার চেষ্টা করি।অনেকের সাথে হঠাৎ করে যখন দেখা হয়,চিনতে পারি না।অনেকেরর মুখ মন্ডল ভুলেগেছি,ভুলে যাওয়ায় স্বাভাবিক কারন অনেক দিন দেখা সাক্ষাৎ নাই,কথা বার্তা নাই।অনেক ধরনের আপসোস লাগে কেনইবা সবার সাথে মিশলাম না,কেনইবা সবার সাথে ভালো সম্পর্ক রাখলাম না,কেনইবা সহপাঠীদদের সাথে দু্ষ্টমি করলাম না,কেনইবা এত চুপচাপ ছিলাম.....। আরো কত কি!
যারা পড়াশুনা করছে কে কোথায় আছে আমি ঠিক জানি না।শুধু মাত্র হাতে গুণা কয় একজনের খবর জানি,কিন্তুু তাদের সাথে কোন যোগাযোগ নেই।বর্তমানে আমি সহ আমাদের ব্যাচের দুজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে।এখানে কিছু মজার ব্যাপার আছে,(এক) যে সব সময় এক এবং দুই রোল রাখতো তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে আমার রোল সবসময় ছিল সবার পিছনে।যে এক রোল রাখতো সে এখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে Development Studies নিয়ে পড়াশুনা করছে আর যে দুই রোল রাখতো সব সময়, সে এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে Anthropology নিয়ে পড়াশুনা করছে।(দুই) আমি যে দুজনের কথা বলছি আমি সহ আমরা তিনজনই "মৃ" মাহারির সদস্য এবং সম্পর্কের কথা যদি ধরি তাহলে আমরা এক পরিবারের লোক।(তিন)আমাদের তিন জনের বাড়ি একি গ্রামে একি ইউনিয়ন ওর্য়াড কিন্তুু একে অপরের বাড়ি ছিল বেশ দূরে দূরে, সহজ ভাবে যদি বলি তিন জনের তিন মাথায় বাড়ি, গ্রামের শেষপ্রান্তে।যে সহপাঠীদের কথা বলছি তারা দুজনি মেয়ে আমি এক মাত্র ছেলে হাহাহাহহাহাহাহহিহিহিহহিহিহি।
প্রাইমারি স্কুল জীবন স্মরণ করলে মন খারাপ ভালো হয়ে যায়,কেমন যেন মনের ভিতরে খুশি খুশি অনুভব করি।সুখে থাকো আমার সহপাঠীরা ,সহপাঠীরা দীর্ঘজীবী হোক।সবার মঙ্গল কামনা করি ,যে যেখানে থাকুক ভালো থাকুক।
আমার মত করে তারা আমাকে মিস করে কিনা, কে জানে?
No comments