খিম্মা
Ja'dil Mri
খিম্মা,(থানারবাইদ) |
খিম্মা হচ্ছে একটি গারো শব্দ,যার বাংলা করলে অর্থ দাঁড়ায় স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ মূলত কেউ মারা গেলে তার স্মরণার্থে নারী অথবা পুরুষ চিহ্ন দিয়ে বাড়ির আশে পাশে স্থাপন করা হয়। খিম্মা'র অনেক ধরনের জাত থাকে, খিম্মায় নারী বা পুরুষের আলাদা আলাদা চিহ্ন থাকে, যা দেখলেই বোঝা যায়।খিম্মা থাকলে একদিকে সুবিধা আছে যেমন প্রজম্ম থেকে প্রজম্ম জানতে পারে বর্তমান এবং পূর্বপুরুষ লোক সংখ্যা কত জন ছিল।নারী এবং পুরুষ কত জন পরিবারে সদস্য ছিল সব জানা যায়।আগে সব বাড়িতে খিম্মা দেখা যেত কিন্তুু খ্রিষ্টান ধর্ম গ্রহণের ফলে খিম্মা প্রচলন রীতি এখন কমেগেছে। বর্তমানে সব বাড়িতে বা জায়গায় দেখা না গেলেও মাঝে মাঝে দেখা পাওয়া যায়।
খিম্মা দেখে অনেকে ভয় পাই,ভয় পাওয়ার কিছু নাই।খিম্মা আমাদের ঐহিত্যের প্রতীক, খিম্মা আমাদের সংস্কৃিতরর একটি অংশ।
আমার মনে হয়, আমাদের নিজস্বতার আরেকটা প্রতীক হলো খিম্মা।
No comments