গারো যোদ্ধা,মিল্লাম এবং স্পী

Ja'dil Mri


গারো যোদ্ধা




আমাদের নিত্যপ্রয়োজনের মধ্যে পোশাক অন্যতম,পোশাক ছাড়া দিন শুরু, কল্পনা করা যায় না।কিন্তুু নিত্যনতুন পোশাক বানানো বা পরিধানের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি।নিজস্বতা বজায় রেখে নতুন কিছু করা বা বানানো আমাদের সেই ক্ষেত্রটা এখন গড়ে উঠেনি।আমরা অনেকে চাই,নিজস্বতা বজায় রেখে নতুন কিছু পোশাক বানানো হোক।কিন্তুু আমরা চাওয়ার মধ্যেই পড়ে আছি,বানানো বা আবিষ্কারেরর দিকে যায় না।উপরে যে ছবিটা দেখছো,এটা আমার কাছে বেশ জোশ লাগছে।নিজেদের নিজস্বতা বজায় রেখে এক সুন্দর ব্যাগ।এই ব্যাগ এবং ছবিটা অনেক কিছু অর্থ বহণ করে।একজন গারো যোদ্ধা  মিল্লাম এবং স্পী নিয়ে দাঁড়িয়ে আছে।মিল্লাম এবং স্পী নিয়ে অনেক টি-শার্ট দেখেছি তবে ব্যাগে এমন সুন্দর ছবি দেখিনি।

ছবিটা তুলেছিলাম মেঘালয় রাজ্য থেকে আগত 
অতিথির ব্যাগ থেকে,সত্যি আমরা যদি চাই তাহলে নিজস্বতা বজায় রেখে অনেক কিছু করতে পারি।আমি জানি না কেউ বানাতে আগ্রহী কিনা তবে মুন দি যদি বানায় আশা করি খারাপ হবে না।
মুন দির কাছে প্রস্তাব  রাখব,যত তাড়াতাড়ি বানানো যায় মন্দ হবে না।

No comments

Theme images by saw. Powered by Blogger.