সফর সঙ্গীর ছবির ওয়াল- সুনামগঞ্জ ভ্রমণ-১।।Blog-3।।
সফর সঙ্গীর ছবির ওয়াল- সুনামগঞ্জ ভ্রমণ-১।।Blog-3।।
জাডিল মৃ( Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার
ভ্রমণ মানেই তো নতুনত্ব,সহ্য ক্ষমতা, সব পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া এবং নতুন অভিজ্ঞতার সমাহার । ভ্রমণ বিভিন্ন কারনে হতে পারে। যেমন-অবকাশ যাপনের জন্য,চিকিৎসা, শিক্ষা,চিত্তবিনোদন, ব্যবসায়িক,ধর্মীয় তীর্থযাত্রা,দাতব্যের জন্য স্বেচ্ছাসেবক ভ্রমণ, গবেষণার জন্য প্রভৃতি।ভ্রমণের উদ্দেশ্য যেমন বৃহৎ, তেমনি প্রত্যেক মানুষের ভ্রমণের অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে।কোথায় যেন শুনেছিলাম,বই পড়ার চাইতে ভ্রমণের শিক্ষা বেশি কার্যকর।
এই বারের সুনামগঞ্জ ভ্রমণ আমার জন্য ভালো কিংবা মন্দ দুটোই দিয়েছে।এই ভ্রমটি আমার জন্য শেখা বা অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দিবে।আমাদের ভ্রমণ দলে প্রায় ৪০ জনের মতো যুবক যুবতী ছিলাম।সেখানে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর মিলনমেলা হয়েছিল। এখানে একে অপরের সংস্কৃতি, অভিজ্ঞতা, সুখ-দুঃখ,কিছু বলতে না পারা কথা,আদিবাসী গ্রাম পর্যবেক্ষণ, সুযোগ,অসুবিধা,সংগঠন ইত্যাদি বিভিন্ন বিষয় উঠে এসেছে।
আমার জন্য সুনামগঞ্জ ভ্রমণ সারাজীবনের জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায়। ভ্রমণ'টিকে স্মরণীয় এবং স্মৃতির পাতায় ধরে রাখতে যাদের সাথে ৭-১১ অক্টোবর ২০১৯ পর্যন্ত ছিলাম।তাদের ছবি নিচে দেওয়া হলো।সবার নাম মনে নেই,তাই যাদের নাম মনে আছে তাদেরটা'ই দিচ্ছি।
1.
2.
3.
4.
1.
Jadil Mri |
2.
3.
4.
PuRna ChakMa |
5.
6.
Nipon Tripura |
7.
Jack Hajong |
8.
Alik Mree |
9.
Bijoy Suchiang(Khasia) |
10.
Anthony Torango(Rema) |
11.
12.
Shree Chandan Koch |
13.
Simon Talang(Khasia) |
14.
15.
16.
Da Lia Chakma |
17.
Shovon Mrong |
18.
19.
20.
Savorni Motoharu |
Savorni Motoharu |
21.
Don Jetra |
22.
23.
Rebang Dewan |
24.
25.
26.
Satej Chakma |
27.
Badal Hajong Bappy |
28.
Tapsreng Chiran |
29.
30.
(বিঃদ্র-অনেকের ছবি এবং নাম বাদ পড়েগেছে,সহযোগীতা করলে চির কৃতজ্ঞ থাকবো।আর সব ছবির জন্য Tapsreng chiran কে ধন্যবাদ। )
Thanks a lot to Google
ReplyDeleteকেন?
ReplyDelete