হালদা বিল
হালদা বিল
জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার
জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার
ছবি-হালদা বিল |
গ্রামে আসা মানে সময়ের কাড়াকাড়ি, সময়ের অভাবে অনেক কাজ বাকি থাকে, অন্য সময়ে গিয়ে কাজটা সম্পূর্ণ করতে হয়।যতদিন গ্রামে থাকা হয়, ততদিন ব্যস্ত আর ব্যস্ত,অবসরের সময় পাবো কোথায়?অনেক বন্ধু বান্ধবে'র সব সময় ক্যাম্পাসে প্যারা'র দিন থাকে, সময় থাকে না, কাজের চাপ থাকে, হেন করে তেন করে। তবে, আমার ক্ষেত্রে বিপরীত, ক্যাম্পাসে আমি থাকি অবসরে কোন কাম কাজ নাই,লেখালেখি ছাড়া।আমার গ্রামেই যত ব্যস্ততার দিন কাটে,তবে বাড়িতে একদমি থাকা পড়ে না। সারাদিন বাড়ির বাইরের থাকি, রাতে শুধুমমাত্র ঘুমাতে যায়।গ্রামে আসলে কোথাও না কোথাও বেড়িয়ে পড়ি,নতুন জায়গায় নয়তো পুরানো জায়গায় নতুন করে দেখা।
আজকে চলে গিয়েছিলাম হালদা বিলে,অনেক জনের কাছেই শুনেছি জায়গাটা বেশ সুন্দর। সবাই যেহেতেু এত করে বলছে,গেলে মন্দ হয় না,গেলাম তবে এ কি দেখলাম!! যা ভেবেছি তার কিছুই নেই।
ভেবেছিলাম সারি সারি নৌকা থাকবে, ঘাট থাকবে,যতদূর চোখ যায় বিস্তৃত পানি দেখবো,কোন ব্রীজ থাকবে না,জেলে নৌকা করে মাছ ধরবে,ট্রলার চলবে,আশে পাশে বসার জায়গা থাকবে, দোকানপাট থাকবে..কত কি যে ভেবেছি।বোধয়,বেশিই ভেবে ফেলেছি কারন আমার ভাবনার সাথে কোন মিল ছিল না।
ভেবেছিলাম সারি সারি নৌকা থাকবে, ঘাট থাকবে,যতদূর চোখ যায় বিস্তৃত পানি দেখবো,কোন ব্রীজ থাকবে না,জেলে নৌকা করে মাছ ধরবে,ট্রলার চলবে,আশে পাশে বসার জায়গা থাকবে, দোকানপাট থাকবে..কত কি যে ভেবেছি।বোধয়,বেশিই ভেবে ফেলেছি কারন আমার ভাবনার সাথে কোন মিল ছিল না।
আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে ব্রীজ পর্যন্ত গেলাম,নৌকা দেখার চেষ্টা করলাম,জেলেদের হারিকেন দিয়েও খুঁজে পেলাম না।তবে, মাছ ধরার জন্য অনেক গুলো জাল দেখলাম।হালদা বিলে পানি কম, পানি থাকলে আরো সুন্দর লাগতো হয়তো।তবে বিলের সৌন্দর্য আরো হতো,যদি কর্তৃপক্ষ বা এলাকার লোকজন যত্ন বা ব্যবস্থা নিতো।এমনেতে খারাপ না মোটামোটি বিল অনেক বড়,মাছেদের জন্য ভালো আবাস্থল।যদি নৌকা করে ঘুরতে পারতাম, ভালো লাগতো।
যখন ব্রীজে পৌঁছালাম, দেখি দুই জন ছোট ছোট বাচ্চা খেলা করছে।কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইলাম,বাহ্ দেখতে তো বেশ মজাই লাগছিল। আমিও আর স্থির থাকতে পারলাম না, বলেই ফেললাম, আমিও খেলব।অতি সহজেই দিয়ে দিলো, আমিও তাদের গাড়িতে চড়ে কিছুক্ষণ খেললাম, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন।
মন খারাপের সময় চলেগেল, বিল দেখে একটু খারাপ লেগেছিল তবে তাদের সাথে খেলে ভালোই লেগেছে।আসলেই,জীবনে চলার পথে পথে হাতে যা কিছু পাওয়া যায় তা দিয়েই কাজ চালিয়ে নেওয়া উচিত।তখনি আসল মজা পাওয়া যায়, প্রত্যাশার চাইতে বেশি।
তবে,আবার যদি কেউ বলে ;চল হালদা বিলে যায়?
আমি বলবো,শরীর খারাপ যাবো না।
আমি বলবো,শরীর খারাপ যাবো না।
No comments