নব যুগের সুচনা করলো গারো ফিল্ম,"MA.AMA"।




নব যুগের সুচনা করলো গারো ফিল্ম,"MA.AMA"।

জাডিল মৃ(Jadil Mri)
তরুণ লেখক এবং ব্লগার







গারো সিনেমা,ওয়াও!বলতে পারেন,এই সিনেমার মাধ্যমেই গারো সিনেমা নব যুগে সুচনা শুরু করেছে ।কারণ গারো সিনেমা বলতে গেলে,নেই বললেই চলে।অনেক ফানি ভিডিও,মিউজিক ভিডিও,ডকুমেন্টারি ভিডিও কিংবা বহুত শর্টফিল্ম রয়েছে।কিন্তু আমরা কি গারো সিনেমা কল্পনা করতে পারতাম? তবে আজ কিন্তুু তা বাস্তব।কল্পনাকেই বাস্তবে রুপ দিয়েছেন সিনেমাটির তরুণ পরিচালক, "Dominic Megam Sangma"।  আমি সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছি,অপেক্ষার প্রহর যেন শেষ হয় না।ছোটবেলায় ভারতের দুইটি গারো শর্টফিল্ম দেখেছিলাম,তবে নাম মনে নেই।অনেক চেষ্টা করেও নাম মনে করতে পারছি না।মনে হয়, "Nawang Jada" হতে পারে।


"MA.AMA" গারো সিনেমাটি জাতীয় পর্যায় তো বটেই আন্তরজার্তিক পর্যায়েও প্রশংসা কুড়িয়েছে এবং  অনেকগুলো ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে।এই গারো সিনেমাটি গারো হিলসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।সেখান থেকেই বুঝতে পারি সিনেমাটি কত ভালো হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।কিছু ইউটিউব চ্যানেলে সিনেমাটির রিভিউ দেখলাম,চারিদকে প্রশংসা আর প্রশংসা। যেহেতু গারো হিলসে সিনেমা হল নাই, সেহেতু অডিটোরিয়ামে সিনেমাটি দেখার ব্যবস্থা করা হয়েছে।সিনেমাটি দেখতে দর্শকমহলের আগ্রহের কমতি নেই।






সিনেমাটির ট্রেইলার দেখে কল্পনা বা চিন্তাই আসেনি, আসলে কি নিয়ে সিনেমাটির কাহিনী বা কিসের উপর ভিত্তি করে বানানো।প্রথমে, ট্রেইলারে একজন বৃদ্ধের দৃশ্য দেখানো হয়েছে। আসলে তা দেখে বুঝার উপায় নেই, কি হতে পারে?সিনেমাটির ট্রেলার এত জোশ, না দেখলে বিশ্বাসী করবেন না।তাহলে ধারণা করতেই পারি,আসলে সিনেমাটি কত ভালো হতে পারে!সিনেমাটি ভালো হয়েছে বলেই এত ভালো রিভিউ ।সিনেমাটোগ্রাফি বলেন বা পোস্টার বলেন, সবকিছুই আমার ভালো লেগেছে।যদিও আমি সিনেমা বিষয়ে কম বুঝি,যা বুঝি আরিকি!




যতদূর জানতে পেরেছি সিনেমাটির কাহিনী যা জানা সম্ভব হয়েছে। একজন বৃদ্ধকে ঘিরে সিনেমাটি তৈরি করা হয়েছে।উনার স্ত্রী মারা যায়।কিন্তুু উনার চিন্তা থাকে মৃত্যুর পর উনার স্ত্রীর সাথে দেখা হবে কিনা কিংবা উনার স্ত্রী তাকে চিনবে কিনা। সাংসারেক ধর্ম মতে, যখন মানুষ মারা যাবে তখন তার আত্না "Balpakram"পাহাড়ে যাবে। যখন "Balpakram"পাহাড়ে যাবে তখন পরিবারের লোকজনের চেহারা চিনতে পারবে কিনা বা আদো দেখা হবে কিনা বা সম্ভব কিনা এমনি অনেকগুলো বিষয় তিনি সিনেমার মাধ্যমে তুলে ধরেছেন, প্রশ্ন করেছেন এবং প্রশ্নবিদ্ধ করেছেন।





আমার মনে হয়,যে করেই হোক গারোদের এই সিনেমাটি দেখা উচিত।হয়তো,অনেকগুলো বিষয় থাকবে যা আমাদের জানা প্রয়োজন।আরো মনে হয়েছে, গারো সিনেমা হিসাবে এই "MA.AMA"সিনেমাটি ইতিহাস হয়ে থাকবে। গারোদের সর্বশ্রেষ্ঠ সিনেমা বলতে আমরা জানবো,"MA.AMA"।

শুনলাম, তরুণ পরিচালক নতুন আরেকটি সিনেমার কাজ ধরেছেন।আশা করি Ma.ama সিনেমাটির মতো নতুন সিনেমাটিও দর্শকপ্রিয় এবং মানসম্মত কাজ হবে।

(বিঃদ্র-চাইলেই আপনারা সিনোমাটির ট্রেইলার বা সিনেমাটি নিয়ে দর্শক মহলের রিভিউ দেখতে পারবেন)


No comments

Theme images by saw. Powered by Blogger.